চুনারুঘাট পৌর নির্বাচনে ২ স্বতন্ত্র মেয়র ও ২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল : নৌকা ও ধানের শীর্ষে লড়াই কে হচ্ছেন পৌর পিতা!

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন মনোনয়ন দাখিল করেন। ত্র“টিজনিত কারণে ২ জন স্বতস্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাচাই শেষে বাতিল করা হয়েছে। অন্যদিকে কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন জমা দিলে যাচাই-বাচাই শেষে ২ জন কাউন্সিলের মনোনয়ন বাতিল করা হয়। সংরক্ষিত মহিলা আসনে ১৩ জনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়। গতকাল রোববার রিটার্নিং অফিসার জানান, পৌর নির্বাচনে স্বতন্ত্র
প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এস.কে ইফতেখারুল গনি (স্বতন্ত্র) মনোনয়ন পত্রের ৪টি পেজের ১টিকে তিনি স্বাক্ষর করেননি। যা যাচাই-বাচাই কালে ধরা পড়লে মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। অন্যদিকে মীর সায়েব আলী (স্বতন্ত্র) প্রার্থীর ১’শ জন ভোটারের স্বাক্ষর তালিকায় ৫ জন স্বাক্ষরকারী স্বাক্ষর যাচাই-বাচাই করা হয়। এর মধ্যে ৪ জনের স্বাক্ষরের মিল পাওয়া গেলেও ১জন প্রবাসে অবস্থান করছেন বলে তদন্তে পাওয়া যায়। ফলে মনোনয়ন পত্রটি বাতিল বলে গণ্য হয়। আগামী ৩০ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীলীগ মনোনিত মেয়র সাইফুল আলম রুবেল ও বিএনপির মনোনিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু’র মধ্যে ভোট যুদ্ধে কে হচ্ছেন চুনারুঘাট পৌরসভার মেয়র তা এখনই বলা মুশকিল। উল্লেখ্য, কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড তাজুল ইলাম কাজল, সৈয়দ বজুলর রশিদ, মোঃ শামীম লস্কর, মোঃ ফারুক মিয়া, হাজী মোঃ আঃ রহমান, মোস্তাফিজুর রহমান তালুকদার, রমিজ আলী, ২নং ওয়ার্ড মোঃ তাজুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ ফারুক উদ্দিন, মোঃ আঃ রশিদ, মোঃ আকতার আলী, ৩নং ওয়ার্ড মোঃ রইছ উলা, মোঃ আহাদ আলী, মোঃ মারুফ মিয়া চৌধুরী, মোঃ রহম আলী, মোঃ রুশন আলী মীর, আঃ রহমান তালুকদার, ৪নং ওয়ার্ড মোঃ ইমদাদুল হক সেলিম, মোঃ হাবিব উলা, অসিম কুমার দেব, মোঃ আব্দুল হক, ৫নং ওয়ার্ড সৈয়দ মাসুদুর রহমান, আঃ খালেক আলীই মিয়া, মোঃ ছিদ্দিক আলী, মোঃ মহিবুল হাসান, মোনায়েম চৌধুরী, ৬নং ওয়ার্ড মোঃ কদ্দুছ আলী, মোঃ শফিক মিয়া, মোঃ মরতুজ আলী, সোঃ আমির আলী, মোঃ আব্দুল জলিল, ৭নং ওয়ার্ড কামাল উদ্দিন মিলন, রুশন আলী, আরজু মিয়া, আছকির মিয়া ভান্ডারী, আলী, ৮নং ওয়ার্ড হরমুজ আলী, মোঃ ওয়াহেদ আলী, মোঃ লাল মিয়া, শেখ মোঃ সাইফুল ইসলাম, শফিক মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হামিদ, আঃ হান্নান ও ৯নং ওয়ার্ড মোঃ ইউনুস আলী, মোঃ সামছুল হক, মোঃ কতুব আলী। সংরক্ষিত মহিলা প্রার্থীরা হচ্ছেন-মোছাঃ রাহেনা খাতুন, মোছাঃ শাহেনা খাতুন, মোছাঃ জেসমিন আক্তার, মীর সুফিয়া আমিন বেবী, মোছাঃ সেলিনা আক্তার, ফেরদৌস বকুল, মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ রোকেয়া হক, দীপ্তি রাণী দাস, মোছাঃ মাসকুর বেগম, মোছাঃ জেছমিন আক্তার, মোছাঃ আয়েশা আক্তার, মোছাঃ ছালেহা খাতুন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *