দুই চা শ্রমিক বীরঙ্গনা নারীর মানবেতর দিন যাপন

মো. দুলাল মিয়া:চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর চা-বাগানের দুই চা শ্রমিক বীরঙ্গনা নারী ভাল নেই। সংসারে অভাব অনটন শরীরে রোগ বালাই নিয়ে অবহেলা আর অনাদরে কাটছে তাদের মনবেতর দিন যাপন। জানা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের সহায়তায় চাঁন্দপুর চা বাগানের পূর্ব লেনের সাবিত্রী নায়েক ও একই বাগানের লোহারপুর এলাকার মৃত লক্ষণ সাওতালের স্ত্রী হীরামণি সাওতালকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায়। তখন সময় অবিবাহীত সাবিত্রী ও গৃহবধু হীরামণি সাওতালকে পাকিস্তানি হায়নারা বিভিন্ন স্থানে আটকে রেখে তাদের উপর পাশ্ববিক অত্যাচার নির্যাতন চালায়। দীর্ঘ ৯ মাস মুক্তি সংগ্রামের পর ৭১ সনের ৬ ডিসেম্বর চুনারুঘাট উপজেলা হানাদার মুক্ত হলে স্থানীয় মুক্তিযোদ্ধারা দু’ চা-শ্রমিক নারীর মধ্যে সাবিত্রী নায়েককে পাক বাহিনী অস্থায়ী ক্যাম্প নালুয়া চা বাগানের বাংলো থেকে উদ্ধার করে। পরে হীরামণি সাওতাল স্বামী গৃহে ঠাই পেলেও সাবিত্রী নায়েককে নিয়ে দেখা দেয় বিপত্তি। বাগানে কেউ তাকে মেনে না নেওয়ায় সে আত্মহত্যার হুমকী দিয়েছিল ছিল। এক পর্যায়ে তাকে বেচে থাকার ভরসা দিয়ে পাশে এসে দাড়ান একই বাগানের বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী এবং তিনি তাকে বিয়ে করে ঘর সংসার শুরু করেন। দাম্পত্য জীবনে তাদের আলম মিয়া ও খোকন মিয়া নামে দুই সন্তানের জন্ম হয়।সাবিত্রী নায়েক এ প্রতিবেদকে জানান, মরেই যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি কেরামত ভাইয়ের জন্য। তিনি বিয়ে করে আমাকে অপবাদ থেকে রক্ষা করেন। তার আক্ষেপ বিয়ের পর দুটি সন্তান জন্ম নিলেও তাদের মানুষের মত মানুষ করতে পারি নাই। তারা এখন চা-বাগানের সাধারণ শ্রমিক হিসেবে হাড়ভাংঙ্গা শ্রমের বিনিময়ে সংসার চালাচ্ছে। আর আমি এদের মাঝেই বেচে থাকার অবলম্বন খুজি। তাছাড়া সরকার থেকে সামান্য সাহায্য ভাতা পেয়েছি। কিন্তু তা দিয়ে তো আর সংসার চলে না। অন্যদিকে হীরামণি সাওতাল জীবনের শেষ প্রান্তে এসে নানা রোগ বালাইয়ে আক্রান্ত হয়েছে। চোখে কম দেখেন, ঠিকমত হাটাচলা করতে পারেন না। অভাব অনটন থাকায় উন্নত চিকিৎসাও জোটে না ওই বীরঙ্গনা নারীর। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতিত নারীদের খুজে বের করে তাদেরকে ৭১ এর বীরঙ্গনা নারী হিসেবে স্বীকৃতি প্রদান করেন। হবিগঞ্জ জেলায় ৬ বীরঙ্গনা নারীর ৪ জনই চুনারুঘাট উপজেলার বাসিন্দা। এর মধ্যে এ দু’ চা শ্রমিক নারীও রয়েছে। ইতোমধ্যে সরকার তাদের বীর মুক্তিযোদ্ধা হিসাবে পর্যায়ক্রমে স্বীকৃতি দিয়ে আসছে। হীরামণি সাওতাল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তার কারণেই আমাদের প্রাপ্য সম্মান ফিরে পেয়েছি। শুনেছি সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করছে। তাই অপেক্ষায় আছি আমি যেন, একজন বীর মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে মৃত্যু বরণ করতে পারি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *