ভালবাসার বিয়ে করেছি ॥ এক সঙ্গে থাকবো ॥ নয়তো মরবো

স্টাফ রিপোর্টারর্ ভালবেসে বিয়ে করেছি। এক সঙ্গে সংসার করবো। নয়তো মরবো। এমন এক প্রতিজ্ঞায় পুত্র বধুর দাবী নিয়ে বরের বাড়ীতে একাই প্রবেশ করলো জেসমনি আক্তার নামের এক যুবতী। সে বগাডুবি গ্রামের আঃ আওয়ালের কন্যা। বরের ঘরে প্রবেশ করে সে নিজেকে এ ঘরের পুত্রবধু বলে দাবী করে। এ ঘটনায় বর পক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে উপজেলার র্ এরপর পৃষ্ঠা-২র্ আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে। স্বামীর দাবী নিয়ে আসা জেসমিন আক্তার জানান, চলতি বছরের ৩রা মার্চ একই গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র সাইফুল ইসলামের সাথে তার বিয়ে হয় ২ লাখ টাকার রেজিস্ট্রি কাবিন মুলে কিন্তু ইয়াকুব মিয়ার পরিবার এ বিয়ে মেনে না নিয়ে আদালতে কাবিন বাতিলের মামলা দায়ের করে। জেসমিন আক্তার জানান, বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় মুরব্বীরা বেশ কয়েক দফা সালিশ ডাকেন। কিন্তু বড় অংকের যৌতুক দিতে না পাড়ায় বিষয়টির কোন সুরাহাতো হয়ইনি প্রকারান্তরে সাইফুলের জীবন থেকে তাকে সটকে পড়ার জন্য নানা ভাবে হয়রানী করতে থাকে সাইফুলের পরিবার। তিনি জানান, গত এক মাস থেকে স্বামী সাইফুলও তার সাথে কোন যোগাযোগ করছেন না। শেষতক উপায়ন্তর না পেয়ে তিনি গতকাল শুক্রবার স্বামীর বাড়ীতে প্রবেশ করতে বাধ্য হন। এদিকে সাইফুলের পিতা ইয়াকুব মিয়া বলেন, কখন কি অবস্থায় তার পুত্র বিয়ে করেছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। বেশ কয়েক মাস ধরে তার পুত্রকেও খুজে পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এমনকি জেসমিনকে ঘর থেকে বের করে দেয়ার জন্য সাইফুলের স্বজনরা পুলিশের দ্বারস্থ হন। এ রিপোর্ট লেখাকালে রাত সাড়ে নয়টায় চুনারুঘাট থানার এএসআই মোঃ মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সাইফুলের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ও জেসমিন প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ফলশ্র“তিতে গত ৩ মার্চ ২ লাখ টাকা দেনমোহরে সাইফুল ইসলাম জেসমিনকে বিয়ে করে। সাইফুল ইসলাম সৌর বিদ্যুতের গ্রামীণ শক্তিতে চাকুরী করার সুবাদে হবিগঞ্জের ২নং পুল তেঘরিয়ার আবাসিক এলাকায় আউলিয়া খাতুনের মালিকানাধীন বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে। প্রায় ৮ মাস সংসার করার পরই সাইফুলের বাবা ইয়াকুত মিয়াসহ পরিবারের কয়েকজন জেসমিনকে তালাক দেয়ার জন্য সাইফুলকে চাপ সৃষ্টি করেন। তালাক না দিলে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলেও হুমকি দেন ইয়াকুত মিয়া। অবশেষে সাইফুল জেসমিনকে না জানিয়ে কর্মস্থল বদলি করে অন্যত্র চলে যায়। অসহায় জেসমিন স্বামীর খোঁজে নতুন কর্মস্থল সুনামগঞ্জে গেলে সাইফুল বলে “তুমি আমার যোগ্য না। আমার পরিবার তোমাকে মানবে না। কিছু টাকা নিয়ে আমাকে ভুলে যাও। এদিকে সাইফুলের পরিবারও নিরীহ জেসমিনকে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। মামলার ভয় দেখিয়ে সম্পর্কের ইতি টানতে মরিয়া হয়ে উঠে প্রতারক সাইফুল। অসহায় জেসমিন স্বামীর অধিকার আদায়ে মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা কামনা করে ধৈর্যের পরিচয় দেয়। এভাবে কয়েকদিন চলার পর এ বিষয়টির কোন সুরাহা না দেখতে পেয়ে জেসমিন গত শুক্রবার স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেয়। সেখানে অবস্থানকালে জেসমিন মোবাইল ফোনে জানায় তার শ্বাশুরী ও ননদ শ্যামলী আক্তার বাড়ি থেকে বের করতে তাকে গাল-মন্দসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সে এক অসহায় নারী হিসেবে সকলের সহযোগিতার পূণর্ব্যক্ত করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *