আজ হবিগঞ্জের ৫টি পৌরসভায় নির্বাচন ॥ ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টিই ঝুঁকিপূর্ণনিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ জেলা রির্টানিং অফিসারের

প্রথস সেবা ডেস্কর : সারাদেশের মত হবিগঞ্জ জেলায়ও টানটান উত্তেজনা, আধিপত্য বিস্তারের চেষ্টা ও গ্রেফতারের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা শেষ হয় গত সোমবার দিবাগত রাতে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে থাকছে ভ্রাম্যমান আদালত। হবিগঞ্জেও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাজা ও দন্ড দিয়েছেন। এর বাইরে পুলিশের গ্রেপ্তারের সংখ্যাও গতকাল বেশি ছিল। এবারের পৌর নির্বাচনে খোদ নির্বাচন কমিশনই আশঙ্কা করছে ভোটের দিন পৌরসভায় আওয়ামী লীগের ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংস ঘটনা ঘটতে পারে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে হবিগঞ্জেও হুমকি পেয়েছেন বিরোধী দলের বেশ কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী। হবিগঞ্জের ৫টি পৌরসভা ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টিই ঝুকিপূর্ণ বলে আশঙ্কা করছে কমিশন। হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভায় একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হল হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর। সবকটি পৌরসভায় মোট মেয়র প্রার্থীর সংখ্যা ২১ জন। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ৫, শায়েস্তাগঞ্জে সর্বোচ্চ ৭, নবীগঞ্জে ৫, চুনারুঘাটে ও মাধবপুরে ২ জন করে প্রার্থী হয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, হবিগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান সেলিম, বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র (সাময়িকভাবে বরখাস্তকৃত ও কারাগারে আটক) আলহাজ্ব জিকে গউছ ও স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান, শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ ছালেক মিয়া ও বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি, নবীগঞ্জে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী ও বিএনপি মনোনিত প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী, চুনারুঘাটে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাইফুল আলম রুবেল ও বিএনপি মনোনিত প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু এবং মাধবপুরে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র হীরেন্দ্র লাল সাহা ও বিএনপি মনোনিত প্রার্থী হাবিবুর রহমান মানিক। ৫টি পৌরসভায় কাউন্সিলর প্রার্থী সংখ্যা ১৯২ ও মহিলা কাউন্সিলর প্রার্থী সংখ্যা ৫৩। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১৩ জন। এর মধ্যে হবিগঞ্জে ভোটার সংখ্যা ৪৪ হাজার ১শত ২৩। নবীগঞ্জে ১৬ হাজার ১ শত ৬৫ শায়েস্তাগঞ্জে ১৫ হাজার ১শত ৯৭, চুনারুঘাটে ১২ হাজার ১শত ৬৮। মাধবপুরে ১৩ হাজার ১শত ৬০। ৫টি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৭। এর মধ্যে হবিগঞ্জে ১৮, শায়েস্তাগঞ্জে ৯, নবীগঞ্জে ১০, চুনারুঘাটে ১১ ও মাধবপুরে ৯টি কেন্দ্র। এদিকে, নিয়ম অনুযায়ী গতকাল সোমবার মধ্য রাত থেকেই বন্ধ হয়ে গেছে সবধরণের প্রচার প্রচারণা। ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। তবে রির্টানিং অফিসারের অনুমতি সাপেক্ষে সংবাদপত্র ও আইন শৃংঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। এ ক্ষেত্রে কোন বিধি নিষেধ থাকছে না। নির্বাচন বিষয়ে জেলা রির্টানিং অফিসার মোঃ শফিউল আলম বলেন, “নির্বাচনে কোন প্রকার অনিয়ম করতে দেয়া হবেনা। যেকোন মূল্যে অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি”।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *