চুনারুঘাটের তাহেরা হত্যাকান্ডের তদন্তকারী দারোগার অপসারণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামে স্বামী ও তার পরিবারের সদস্যদের অমানষিক নির্যাতনে ৭ মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধু তাহেরা হত্যাকান্ডের মামলার তদন্তকারী দারোগা সেলিম হোসেনকে মামলার তদন্তভার থেকে অপসারণ করা হয়েছে। মামলার বাদী আব্দুস সাত্তারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার ওসি এ নির্দেশ প্রদান করেন। তাহেরা হত্যা মামলার বাদী আব্দুস সাত্তারের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তদন্তকারী দারোগা সেলিম হোসেনকে মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের গ্রেফতারে বার বার তাগিদ দিলেও সেলিম হোসেন এদের গ্রেফতারে এগিয়ে আসেননি। এ ছাড়া তিনি আসামী পক্ষের লোকজনের সাথে অতিরিক্ত সম্পর্ক বজায় রেখে চলেছেন। এ অবস্থায় মামলার ন্যায় বিচারে বাধাগ্রস্থ হতে পারে এমনটাই বাদী পক্ষের অভিযোগ।
উলেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আবার যৌতুক লোভী শাশুরি তাহেরার উপর শারীরীক নির্যাতন চালালে ভোর রাতে সে মারা যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *