চুনারুঘাটে সুতাং নদী কালের আবর্তে নাব্যতা হারিয়ে এখন মরা খাল

এম.এ. বাতেন: রঘুনন্দন পাহাড়ঘেষা খরস্রোতা সুতাং নদী এক কালে রূপ বৈচিত্রে ছিল ভরপুর। আঁকাবাঁকা সুতাং নদীর পানিতে তলিয়ে যেত ফসলের জমি। কালের আবর্তে নদীর নাব্যতা হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। মাইলের পর মাইল নদীর বুকে চর ভেসে উঠেছে। নদীতে বছরে সব মৌসুমে পানি থাকতো আর আসে পাশের মৎস্যজীবীরা মনের আনন্দে মেতে উঠতো মাছ শিকারে। সুতাং নদীর পুটি মাছের কথা কার না জানা। কিন্তু এখন সেই মাছতো দূরে থাক পানিই থাকেনা। নদীর তল দেশ শুকিয়ে সৃষ্টি হয়েছে ফসলের ক্ষেত। নদীর পশ্চিম পাড়ের পুরাসুন্দা গ্রামের জনৈক মুমিন আলী জানান, বহুকাল ধরে নদী খনন হয়নি। পাহাড়ের সীমানা ঘেষা হওয়ায় সময়ে অসময়ে পাহাড় ধ্বসে নদীতে পড়ছে। ফলে ভরাট হচ্ছে নদী, শুকিয়ে যাচ্ছে নদীর পানি। এলাকার ভূমিহীন কৃষককেরা নদীর বুকে ধানের বীজ তলা তৈরী করে চাষাবাদ করছে। পুরো নদী জুড়ে এখন সবুজের সমারোহ। মৎস্যজীবীরা জালের পরিবর্তে নদীতে চাষাবাদ নিয়ে ব্যস্ত। সুরাবই গ্রামের বকর আলী জানান, তার কোন নিজের জমি না থাকায় নদীর চরে বোরো ধানের বীজতলা তৈরী করেছেন। একই গ্রামের আলী আকবর, জিতু মিয়া, খেলু মিয়া, আব্দুল মনাফ জানান, বছরের আশ্বিন মাসে জমিতে আউশ ধান থাকায় তারা বোরো ধানের বীজতলা তৈরী করতে পারেন না। আশ্বিন মাসে নদীর পানি শুকিয়ে যাওয়ায় কৃষকেরা নদীর বুকে যোগ্য করে তোলে বোরো ধানের বীজতলা। কার্তিক মাসে বোরো ধানের চারা লাগানো হয় পৌষ মাস পর্যন্ত চারা নদীতেই থাকে। খোজ নিয়ে জানা যায়, ৮ থেকে ১০ গ্রামের কৃষকেরা পানি শুকিয়ে গেলে বোরো ধানের বীজতলা তৈরী করেন। অন্যান্য জমির মতই নদীর বুকে ভাল ফলন হয়। তাই প্রতি বছরই বোরো মৌসুমে সুতাং নদীর বুকে হয়ে উঠে সবুজের সমারোহ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *