মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মিড ডে মিল’ টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় দেওরগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুুজিবুুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লুৎফুন নাহার তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন নাহার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, সহকারী শিক্ষা অফিসার কৌশল আহমেদ রনি, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, উপজেলা রির্সোস অফিসার আব্দুস ছামাদ, স্কুলের দাতা সদস্য ও উপজেলা তরুনলীগ আহবায়ক রুমন ফরাজী, উপজেলা পরিষদ সিএ ওয়াহিদুল ইসলাম সুমন। বক্তব্য রাখেন-স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সেলিনা বেগম, সদস্য শেখ মো. সানু মিয়া, আফজাল খান। প্রসঙ্গ, চুনারুঘাট উপজেলা দেওরগাছ ইউনিয়নের ৫ বারে চেয়ারম্যান, ভাষা সৈনিক বীব মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ছুরুক আলী ও তার স্ত্রী মোনোয়া বেগমের স্মরনে মনোয়ার-আজিজ ফাউন্ডেশনটি প্রতিষ্টা করা হয়। এ ফাউন্ডেশন থেকে প্রতি বছর মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করা হবে। ফাউন্ডেশনের পরিচালক রুমন ফরাজী জানান, আমার বাবা অসহায় মানুষের জন্য সারা জীবন কাজ করেছেন। এরই প্রেক্ষিতে মনোয়ারা-আজিজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা। অসহায় মানুষের কাজ করার জন্য এ ফাউন্ডেশন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষিত ছাত্র-ছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল’ বাস্তবায়ন উপলক্ষে মনোয়ারা-আজিজ ফাউন্ডেশন দেওরগাছ এর অর্থায়নে এ টিফিন বক্স বিতরণ করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *