সাটিয়াজুরীতে সরকারি স্কুলের জমি ও ঘর দখল করে বাউন্ডারি নির্মাণ!

স্টাফরিপোর্টার ॥ চুনারুঘাটে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও পরিত্যাক্ত ঘর দখল করে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল। শুধু তাই নয় ইতিমধ্যে স্কুলঘরটি নিজ আয়ত্বে নিতে বাউন্ডারি ও পুকুর খনন করে ফেলছে মহলটি। এনিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ৮৩নং দ্বারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ দাগের উপর নির্মিত পুরাতন মুলঘরটিতে প্রাকপ্রাথমিক ক্লাস নেয়া হত। কিছুদিন অতিবাহিত হলে প্রধানশিক্ষক ও প্রভাবশালীর জোগসাজসে নতুন বিল্ডিং ওই প্রাকপ্রাথমিক ক্লাস নেয়া শুরু হয়। কিছুদিন পরই দখল হয়ে যায় এই সরকারি জমির উপর নির্মিত স্কুলঘরটি। বর্তমানে ঘরটি ব্যবহার করছে বিদ্যালয়ের পাশ্ববর্তী বাসিন্দা আব্দুল জলিলের পুত্র গ্যাসফিল্ডে কর্মরত নুরুজ্জামান ছাবু ও তার পরিবার। প্রায় ৪ বছর যাবৎ দখলকৃত ওই পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা হয়েছে ঘর ও বাউন্ডারি। কেটে ফেলা হয়েছে লক্ষাধিক টাকার সরকারি গাছ। জমি ও স্কুলঘরটি কিভাবে দখলে রাখা হয়েছে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেমকে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলতেও অজ্ঞাত কারণে প্রধান শিক্ষক নিরব ভূমিকা পালন করছেন। অভিভাবক সদস্য আব্দুল মন্নান ও আফতাফ উদ্দিন জানান, নুরুজ্জামান ছাবু ও তার পরিবার দীর্ঘদিন ধরে মিথ্যা আশ্বাস দিয়ে ওই জমি ও ঘর দখল করে আসছে। তারা ওই জমির বদলে অন্য একটি জমি দিবে বলে রেজুলেশন করা হলেও অধ্যাবদি দেয়নি। ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আমরা এলাকাবাসী প্রধান শিক্ষককে বললেও তিনি কোন পদক্ষেপ নেননি। ম্যানেজিং কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান দখলের সত্যতা শিকার করে বলেন, ‘আমি এই স্কুলের সভাপতির দায়িত্ব নেয়ার পূর্বেই ওই সরকারি জমি ও স্কুলঘরটি ছাবুর দখলে ছিল। এ ব্যপারে প্রধান শিক্ষক আবুল কাসেম ভাল বলতে পারবেন। স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেম জানান, আমি স্কুলের দায়িত্বে আসার পূর্বেই জমি ও স্কুলঘরটি তাদের দখলে ছিল। শুনেছি তিনি ওই জমির পরিবর্তে অন্যদিকে জমি দিবেন। উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ যোনায়েদ এ প্রতিবেদককে জানান, আমি এব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি এবং দখল বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *