সেরা করপোরেট পুরস্কার পেলেন সায়হাম কটন মিলস

স্টাফ রিপোর্টার ॥ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেয়েছে মাধবপুরের সায়হাম কটন মিলস লিঃ। দেশের ৫২টি প্রতিষ্ঠানকে এ আ্যাওয়ার্ড দেয়া হয়। এসব প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে তাদের ২০১৫ সালের জন্য এ পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য সায়হাম কটন মিলস ২০১৪ সালেও এ পুরস্কার লাভ করে। পর পর দুবার এ পুরস্কার লাভের মাধ্যমে সায়হাম কটন মিলস সার্বিক মানদন্ডে দেশের বস্ত্রখাতে নিজেদের অবদান ধরে রাখতে সক্ষম হল। রাজধানীর একটি হোটেলে গত বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, আইসিএমএবির প্রেসিডেন্ট আরিফ খান, ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী, পুরস্কার প্রদান কমিটির চেয়ারম্যান মোজাফফর আহমেদ উপস্থিত ছিলেন। ২০০৭ সাল থেকে আইসিএমএবি সেরা করপোরেট প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দিয়ে আসছে। ১৩টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। বস্ত্র ক্যাটাগরিতে সায়হাম কটন মিলস এ পুরস্কার জিতেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *