চুনারুঘাটের ফাটাবিল ও যাত্রাগাঁও গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধন

অাব্দুর রাজ্জাক রাজু: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ফাটাবিল ও যাত্রাগাঁও গ্রামের ৮২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে যাত্রাগাঁও গ্রামে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুব আলী এমপি। ইউপি আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল মালেক মাষ্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম কাজী সওকাতুল আলম, অফিসার ইনর্চাজ নির্মলেন্দু চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের ও পবিস এর পরিচালক মোঃ আবু তাহের।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেওয়ান হিরা মিয়া, ডাক্তার আব্দুল মান্নান, দেওয়ান হাবিবুর রহমান রিপনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় ৩৪ লাখ টাকা ব্যয় করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুটি গ্রামে ২ কিলোমিটার লাইন স্থাপন করে। এদিকে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের গাজীপুর ইউনিয়নের শনখলা ও বড়জুম গ্রামের মসজিদে এবং গাজীপুর মজলিস মিয়া একাডেমী ও গাজীপুর রায়হা মিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় সাড়ে ৫ লাখ টাকা অনুদান বিতরণ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *