উপজেলা ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ॥ চুনারুঘাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, মান সম্মত শিক্ষা ও অনাবাদী কৃষি জমি চাষের আওতায় আনয়ন বিষয়

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, মান সম্মত শিক্ষা ও অনাবাদী কৃষি জমি চাষের আওতায় আনয়ন বিষয়ে উপজেলা জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১০ নভেম্বর বিকাল ২টা ৩০ মিনিটের সময় চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চুনারুঘাট উপজেলা পরিষদ জামে
মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের ও গীতা পাঠ করেন চুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান মহালদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌর সভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা পিআইও অফিসার মাসুদুল ইসলাম, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আলী আমজাদ, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, দৈনিক বিজয়ের পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোহাম্মদ আকরামুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা স্কাউট সম্পাদক ও শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ দেবাশিষ দেবনাথ, হাজী আলীম উল্লাহ আলিয়া মাদরাসার প্রিন্সিপাল এ.কে আফসার আহমদ তালুকদার, সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, ওয়াহিদুল ইসলাম জিতু, খন্দকার আলাউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার বারীক চন্দ্র চন্দ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (বিএফএ) মোঃ আলী আকবর, শিক্ষক কাজী মোছাব্বির, প্রনয় পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন, উপজেলা আনসার ভিডিপি’র  ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহমিনা, উবাহাটা কুদরতিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মাহবুবুর রহমান খান, উপজেলা উর্ধ্বতন সহকারী প্রকৌশলী কর্মকর্তা মোঃ বাছেত, চান্দপুর বস্তি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী রায়, উপজেলা সমবায় অফিসার মোঃ এমরানুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার মোঃ হাবিবুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, ইমামবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভূমি অফিসার সালাহ উদ্দিন আহমেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উবাহাটা ইউনিয়ন অফিস ভিজিট করেন এবং দুপুর ১২ ঘটিকায় চুনারুঘাট উপজেলার কাচুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদসহ সকল অতিথিবৃন্দকে কাচুয়া বহুমুখী বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলে ফুল দিয়ে বরণ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *