Monthly Archives: October 2016

ক্বারী আলী হায়দার সাহেবের ইন্তেকাল এবং জানাজা সম্পন্ন

মোঃ আবুল কালাম ॥ চুনারুঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া ইসলামীয়া গোয়াছপুর মাদরাসার প্রতিষ্ঠাকালীন প্রবীণ শিক্ষক ও জলিলপুর জামে মসজিদের খতিব, ক্বারী আলী হায়দার (৮২) গত ২৪ অক্টোবর সোমবার বিকাল ৪টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকার ছাত্র, ভক্ত ও শুভাকাঙ্খীদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। পরের দিন ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মরহুমের কনিষ্ঠ পুত্র জামেয়া মালিকিয়া মোল্লাপুর মাদরাসা বিয়ানীবাজার, সিলেট এর মুহতামিম মাওলানা শফিকুল ইসলামের ইমামতিতে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, জামেয়া দারুল উলুম মাদানীনগর (ঢাকা) মাদরাসার শায়খুল হাদিস মুফতি ফজলুল হক, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা এহসানুল ...

প্রসঙ্গঃ মাওলানা আব্দুল হান্নান (রাহঃ) ও জামেয়া ইসলামীয়া গোয়াছপুর মাদরাসা

আবু তৈয়ব আল হোসাইন : হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেয়ার পর উম্মতে মোহাম্মদীকে সঠিক পথপ্রদর্শনের জন্য আল্লাহ তা’আলা যুগে যুগে অনেক সমাজ সংস্কারক প্রেরণ করেছেন। আমার দৃষ্টিতে মাওলানা আবদুল হান্নান (রাহঃ) (জন্ম: ১ লা মার্চ ১৯৩৪ ইং, মৃত্যু : ১৭ ডিসেম্বর ১৯৯৫ ইং) ছিলেন আমাদের তথা বৃহত্তর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের জন্য একজন যুগশ্রেষ্ঠ ও সমাজ সংস্কারক। তাঁর ইখলাসপূর্ণ কথাবার্তা, কার্যকলাপ ও চলাফেরা সবকিছুই ছিল এলাকার মুসলমান ও অমুসলমানদের উপকারের স্বার্থে। জীবনের একটা মুহূর্তও নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যায় করেননি তিনি। এমনকি নিজের জন্য বা নিজের সন্তান-সন্ততির জন্য কিছু জমা করার প্রয়োজনও মনে করেননি। নিজ স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সারাজীবন তিনি কাজ করেছেন জনস্বার্থে যার ...

জি.আর ফাউন্ডেশনের অঙ্গীকার ডিসেম্বরে আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার:অতি আনন্দের সাথে দেশ ও বিদেশে সকল শুভাকাঙ্খীদের সদয় অবগতির জন্য অগ্রীম জানাতে চাই যে, জনকল্যাণের প্রেরণাতে অনুপ্রাণিত হয়ে আমি মোঃ গিয়াস উদ্দিনের উদ্যোগে লন্ডনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে জি.আর ফাউন্ডেশন নামে একটি সৃজনশীল কল্যাণকর প্রতিষ্ঠান। যার কার্যপরিধি বাংলাদেশে বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে যথাক্রমে ধর্মীয় দান, চিকিৎসা, বাঙালি সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা ও জনকল্যাণ ক্ষেত্রে বাস্তবায়িত হবে। উল্লেখ্য, অতি শীঘ্রই লন্ডনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের প্রাথমিক ঘোষণা হবে এবং আগামী ডিসেম্বর মাসের যেকোন দিন আমার জন্মস্থান বাংলাদেশের হবিগঞ্জ জেলায় চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের অন্তর্গত কেউন্দা গ্রামে আত্মপ্রকাশ ও বাংলাদেশের কর্মসূচীর উল্লেখযোগ্য কাজ হিসেবে এলাকার ক্রীড়া উন্নয়নের লক্ষে বিশাল খেলার মাঠ দান ক্রমে জি.আর ফাউন্ডেশন ইউকে ঘোষণা হবে আমার নিজের বাড়িতে। ...

আজ সদর ইউনিয়নের চুরতায় উপনির্বাচন

আকরামুল ইসলাম ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে আজ ৩১ অক্টোবর ২০১৬ সোমবার দিনব্যাপী উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায়, সদর ইউনিয়নের সদস্য আব্দুল মালেক মৃত্যুবরণ করায় শূন্যপদে এ নির্বাচনে প্রার্থীরা হলেন মোরগ প্রতিকে মোছাঃ ছাকিয়া খানম, টিউবওয়েল প্রতিকে মোঃ আইয়ুব আলী ও ক্রিকেট ব্যাট প্রতিকে মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরী। উপনির্বাচনে একটিমাত্র কেন্দ্র চুরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুথ সংখ্যা ৩, মোট ভোটার সংখ্যা ১৫১৩ যার মধ্যে পুরুষ ৭৮৪ ও মহিলা ভোটার ৭২৯, প্রিজাইডিং অফিসার ১, সহকারি প্রিজাইডিং অফিসার ৩ এবং পোলিং অফিসার ৬জন। উক্ত নির্বাচনের রিটানিং অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার নির্বাচন সুষ্টু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হবিগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ‘কন্যা শিশুর বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান সড়কে একটি র‌্যালী বের করা হয়। পরে কালেক্টরেট প্রাঙ্গণে আলোচনা সভার মধ্য দিয়ে দুপুরে হবিগঞ্জ জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল ...

ফেইসবুকে কাবা শরীফে মূর্তি স্থাপন করে ছবি আপলোডের জের ॥ মাধবপুরে মন্দির ভাংচুর

শাহ ফখরুজ্জামান ॥ মাধবপুর পৌর এলাকায় ঝুলন মন্দির ও কালী মন্দিরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার বিকেলে ওই ভাংচুরের ঘটনা ঘটে। ফেইসবুকে সনাতন ধর্মের এক যুবক কর্তৃক কাবা শরীফে শীবমূর্তি সম্বলিত ছবি আপলোড করে স্ট্যাটাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে পার্শ্ববর্তী বিবাড়ীয়ার নাছিরনগর উপজেলার হরিপুর গ্রামে রসরাজ দাস নামে এক যুবক এ ঘটনা ঘটালে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রবিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সের শহীদ মিনারে এর প্রতিবাদে হলে সুন্নাত ওয়াল জামাত মাধবপুর উপজেলা শাখা এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভা চলাকালে বিকেল ৫টার দিকে ১২ থেকে ১৫ বছরের ২০/২২ কিশোর হঠাৎ করে মিছিল করে ঝুলন মন্দির ও কালী মন্দিরে ...

ফান্দ্রাইল জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

শানখলা সংবাদদাতা ॥ চুনারুঘাটের ফান্দ্রাইল জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ৫নং ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান তরফদার সবুজের সভাপতিত্বে ও মোঃ ফারুক মিয়ার পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন 'ধামালি, চুনারুঘাট' এর সভাপতি সুপ্রীমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহিদ আহমেদ চোধুরী, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি ছিদ্দিকুর রহমান মাসুদ, ৫নং ইউপি আওয়ামীলীগের সভাপতি সফিকুল ঈসলাম তরফদার, সাধারণ সম্পাদক আবুল কালাম এখলাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খালেদ তরফদার, সাবেক এএসপি আব্দুল হালিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক ও ৫নং ইউপি ছাত্রলীগ সভাপতি বাকী বিল্লাহ তরফদার, ...

ডাকাত ধরতে এমপি আবু জাহিরের পুরষ্কার ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, চিহ্নিত ডাকাত ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। গত শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ও নিজামপুর ইউনিয়নের ১০ মহল্লার উদ্যোগে চুরি-ডাকাতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চোর, ডাকাতের অস্তিত্ব টের পেলে সাথে সাথে পুলিশে খবর দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এ সময় এমপি আবু জাহির বলেন, বর্তমানে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় দেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। কিন্তু গোটা কয়েক দুস্কৃতিকারীর অপকর্মের কারণে সাধারণ জনগণ আজ অশান্তিতে ভোগছে। হবিগঞ্জের জনগণকে সাথে নিয়ে ...

হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল টিফিন বক্স বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরের হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামসু। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুর রউফ, কৌশল আহমেদ রনি, স্কুল কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম কাজল ও মোঃ আব্দুল হান্নান, ব্যবস্থাপনা পরিচালক সি সি টি এন. মোঃ নাসির উদ্দিন। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক শ্যামল দেব। উল্লেখ্য, উক্ত মিড ডে মিল অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক হলেন ইতালি প্রবাসী ও হাজী ইয়াসিন স্কুলের প্রাক্তন ছাত্র ফারুক আহমেদ লিপু।

মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মনোয়ারা-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মিড ডে মিল’ টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভায় দেওরগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মুুজিবুুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক লুৎফুন নাহার তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন নাহার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, সহকারী শিক্ষা অফিসার কৌশল আহমেদ রনি, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ, উপজেলা রির্সোস অফিসার আব্দুস ছামাদ, স্কুলের দাতা সদস্য ও উপজেলা তরুনলীগ আহবায়ক রুমন ফরাজী, ...

সেরা করপোরেট পুরস্কার পেলেন সায়হাম কটন মিলস

স্টাফ রিপোর্টার ॥ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেয়েছে মাধবপুরের সায়হাম কটন মিলস লিঃ। দেশের ৫২টি প্রতিষ্ঠানকে এ আ্যাওয়ার্ড দেয়া হয়। এসব প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে তাদের ২০১৫ সালের জন্য এ পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য সায়হাম কটন মিলস ২০১৪ সালেও এ পুরস্কার লাভ করে। পর পর দুবার এ পুরস্কার লাভের মাধ্যমে সায়হাম কটন মিলস সার্বিক মানদন্ডে দেশের বস্ত্রখাতে নিজেদের অবদান ধরে রাখতে সক্ষম হল। রাজধানীর একটি হোটেলে গত বুধবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, আইসিএমএবির প্রেসিডেন্ট আরিফ খান, ...

চুনারুঘাটে যুক্তরাজ্য প্রবাসীর বাসায় ডাকাতি ॥ হত্যার উদ্দ্যেশে চক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী গৃহবধু ২ সন্তানের জননী মোছাঃ রেজিয়া খাতুন প্রতিবেশী একদল সন্ত্রাসীর কর্মকান্ডে জিম্মি অবস্থায় দিনাতিপাত করছেন। শুধু তাই নয়, তার বাসায় ডাকাতি ও লুটেপাটের ঘটনা ঘটেছে। প্রাণ ও ইজ্জতহানির ভয়ে আদালতে অভিযোগ দায়ের করলেও প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে। মামলার বিবরণে জানা যায়, মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের শাহ সৈয়দ সেলিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্যে রয়েছেন। এ সুযোগে বড়াব্দা গ্রামের জুগী বাড়ীর প্রভাবশালী আফরাজ মিয়া, আনিছুর রহমান, আরমান আহমেদ, আক্কাস মিয়াসহ একদল দুর্বৃত্ত সংবদ্ধ হয়ে রেজিয়ার বাড়িতে ডাকাতি ঘটনা ঘটিয়েছে। এছাড়াও তাকে প্রাণে হত্যার উদ্দ্যেশে চক্রান্তে লিপ্ত রয়েছে।

সাটিয়াজুরীতে সরকারি স্কুলের জমি ও ঘর দখল করে বাউন্ডারি নির্মাণ!

স্টাফরিপোর্টার ॥ চুনারুঘাটে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও পরিত্যাক্ত ঘর দখল করে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল। শুধু তাই নয় ইতিমধ্যে স্কুলঘরটি নিজ আয়ত্বে নিতে বাউন্ডারি ও পুকুর খনন করে ফেলছে মহলটি। এনিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ৮৩নং দ্বারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩২ দাগের উপর নির্মিত পুরাতন মুলঘরটিতে প্রাকপ্রাথমিক ক্লাস নেয়া হত। কিছুদিন অতিবাহিত হলে প্রধানশিক্ষক ও প্রভাবশালীর জোগসাজসে নতুন বিল্ডিং ওই প্রাকপ্রাথমিক ক্লাস নেয়া শুরু হয়। কিছুদিন পরই দখল হয়ে যায় এই সরকারি জমির উপর নির্মিত স্কুলঘরটি। বর্তমানে ঘরটি ব্যবহার করছে বিদ্যালয়ের পাশ্ববর্তী বাসিন্দা আব্দুল জলিলের পুত্র গ্যাসফিল্ডে কর্মরত নুরুজ্জামান ছাবু ও তার পরিবার। প্রায় ৪ বছর যাবৎ ...

চুনারুঘাটের গাজীপুর ইউপি’র যুবদলের কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউপি’র যুবদলের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত শনিবার বিকালে গাজীপুর আলিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এডঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সাংগঠিনক সম্পাদক মোঃ সফিক মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সম্পাদক আলহাজ্ব খাইরুল আলম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামসুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা এড. আব্দুল হাই, গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মুন্সী সফিকুর রহমান জামাল, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, যুগ্ন-আহবায়ক মীর সৈকত ...

চুনারুঘাটে সুতাং নদী কালের আবর্তে নাব্যতা হারিয়ে এখন মরা খাল

এম.এ. বাতেন: রঘুনন্দন পাহাড়ঘেষা খরস্রোতা সুতাং নদী এক কালে রূপ বৈচিত্রে ছিল ভরপুর। আঁকাবাঁকা সুতাং নদীর পানিতে তলিয়ে যেত ফসলের জমি। কালের আবর্তে নদীর নাব্যতা হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। মাইলের পর মাইল নদীর বুকে চর ভেসে উঠেছে। নদীতে বছরে সব মৌসুমে পানি থাকতো আর আসে পাশের মৎস্যজীবীরা মনের আনন্দে মেতে উঠতো মাছ শিকারে। সুতাং নদীর পুটি মাছের কথা কার না জানা। কিন্তু এখন সেই মাছতো দূরে থাক পানিই থাকেনা। নদীর তল দেশ শুকিয়ে সৃষ্টি হয়েছে ফসলের ক্ষেত। নদীর পশ্চিম পাড়ের পুরাসুন্দা গ্রামের জনৈক মুমিন আলী জানান, বহুকাল ধরে নদী খনন হয়নি। পাহাড়ের সীমানা ঘেষা হওয়ায় সময়ে অসময়ে পাহাড় ধ্বসে নদীতে পড়ছে। ফলে ভরাট হচ্ছে নদী, শুকিয়ে যাচ্ছে নদীর ...

চুনারুঘাটের ফাটাবিল ও যাত্রাগাঁও গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধন

অাব্দুর রাজ্জাক রাজু: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ফাটাবিল ও যাত্রাগাঁও গ্রামের ৮২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। এ উপলক্ষে যাত্রাগাঁও গ্রামে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাহবুব আলী এমপি। ইউপি আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল মালেক মাষ্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম কাজী সওকাতুল আলম, অফিসার ইনর্চাজ নির্মলেন্দু চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের ও পবিস এর পরিচালক মোঃ আবু তাহের। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য দেওয়ান হিরা মিয়া, ডাক্তার আব্দুল ...

শায়েস্তাগঞ্জ-বাল্লা-হবিগঞ্জ রেললাইন লুটপাটের পর চলছে জমি দখল

প্রথম সেবা প্রতিবেদন ॥ চুনারুঘাট ও হবিগঞ্জ সদর উপজেলার প্রায় ৪৫ কিলোমিটার পথজুড়ে শায়েস্তাগঞ্জ-বাল্লা- হবিগঞ্জ রেললাইন স্থাপিত হয় ১৯২৮ সালে। কোন ঘোষণা ছাড়াই ২০০৩ সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সুযোগে পরিত্যক্ত রেলপথটির কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করা হয়েছে। চলছে রেলপথের জমি দখল। কর্তৃপক্ষ বলছেন, তারা রেল সম্পদ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। অচিরেই এ রেলপথে সংস্কার কাজ শুরু হতে পারে। ট্রেনও চালু হবে। সূত্র জানায়, এরইমধ্যে পথটির মূল্যবান যন্ত্রপাতি ও স্টেশন ঘরের আসবাবপত্র লুটপাট হয়ে গেছে। এখন চলছে রেলপথের জমি দখল। একশ্রেণির মানুষ এসব জমি দখল করে ইমারত নির্মাণ করছে। চাষ করছেন নানা ফসল। ২০০৫ সালের দিকে সড়ক করার অজুহাতে হবিগঞ্জ বাজার থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ...

চুনারুঘাটের তাহেরা হত্যাকান্ডের তদন্তকারী দারোগার অপসারণ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামে স্বামী ও তার পরিবারের সদস্যদের অমানষিক নির্যাতনে ৭ মাসের অন্তঃস্বত্ত্বা গৃহবধু তাহেরা হত্যাকান্ডের মামলার তদন্তকারী দারোগা সেলিম হোসেনকে মামলার তদন্তভার থেকে অপসারণ করা হয়েছে। মামলার বাদী আব্দুস সাত্তারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার ওসি এ নির্দেশ প্রদান করেন। তাহেরা হত্যা মামলার বাদী আব্দুস সাত্তারের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, তদন্তকারী দারোগা সেলিম হোসেনকে মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের গ্রেফতারে বার বার তাগিদ দিলেও সেলিম হোসেন এদের গ্রেফতারে এগিয়ে আসেননি। এ ছাড়া তিনি আসামী পক্ষের লোকজনের সাথে অতিরিক্ত সম্পর্ক বজায় রেখে চলেছেন। এ অবস্থায় মামলার ন্যায় বিচারে বাধাগ্রস্থ হতে পারে এমনটাই বাদী পক্ষের অভিযোগ। উলেখ্য, গত ১৫ সেপ্টেম্বর আবার যৌতুক ...