এবারও দেশসেরা হবিগঞ্জের পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক) ‘পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়’ এর সহকারী লাইব্রেরিয়ান মাকসুদা আক্তার শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত শিক্ষক বাতায়নে ‘সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা’ নির্বাচিত হয়েছেন। গত ১১নভেম্বর শুক্রবার ভোরে এ ফলাফল প্রকাশিত হয়। এ নিয়ে বিদ্যালয়ের ৪জন শিক্ষক সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হলেন।
সংশ্লিষ্ট তথ্যমতে, বাংলাদেশে একমাত্র ময়মনসিংহের ‘মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ’ ছাড়া
কোনো প্রতিষ্ঠানে ৪জন সেরা হওয়ার রেকর্ড নেই। এদিক দিয়ে ‘পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়’ দেশসেরা’র রেকর্ড গড়লো।
মাকসুদা আক্তার ছাড়া অন্য সেরা শিক্ষকগণ হলেন- পংকজ কান্তি গোপ (২ বার সেরা); মো: আইনুল ইসলাম (২ বার সেরা); শেখ ফজলুল হক (১ বার সেরা)।
শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের একটি জনপ্রিয় পোর্টাল। স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে যার বর্তমান সদস্য সংখ্যা ১৩৫,৫০২জন। এই পোর্টালটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এটুআই’ পরিচালনা করে থাকে। বাতায়নের সদস্যগণ প্রতিদিন শত শত ডিজিটাল কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করে থাকেন। আপলোডকৃত কন্টেন্ট থেকে সপ্তাহে তিনজনকে সেরা নির্বাচন করা হয়।
হবিগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায় থেকে এই পর্যন্ত ৬জন সেরা হয়েছেন; এরমধ্যে ৪জনই ‘পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়’ এর দখলে। এ সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা মাকসুদা আক্তার বলেন, ‘আইসিটি ওপর যে ট্রেনিং নেয়া হয় তা আমার ছিলো না। বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইনহাউস’ ট্রেনিং এর মাধ্যমে কন্টেন্ট বানানো শিখেছি। এ ক্ষেত্রে আমাকে বেশী সহযোগিতা করেছেন পংকজ কান্তি গোপ স্যার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী স্যারের প্রতিও কৃতজ্ঞ। সব সময় তিনি উৎসাহ দিয়েছেন।’
এ ব্যাপারে কথা হয় ঞছও এর মাস্টার ট্রেইনার (আইসিটি) ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সাথে। তিনি বলেন, ‘মাকসুদা ম্যাডাম দেখিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস থাকলে কিভাবে সেরা হওয়া যায়! আইসিটি’র ওপর সরকারী কোনো প্রশিক্ষণ নেই, কেবল ইনহাউস ট্রেনিংয়ে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশসেরা হয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার খুব ভালো লাগে, যখন সেরা হয়ে কেউ উচ্ছ্বসিত হাসি উপহার দেয়! মফস্বলের একটি প্রতিষ্ঠান হয়েও আইসিটি’র জন্য পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়কে এখন সারাদেশ না হোক, সিলেট বিভাগের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ফলো করে; এটিই আনন্দের বিষয়।’
তিনি বলেন, ‘আমি চাই বাহুবলের অন্যান্য প্রতিষ্ঠান থেকেও সেরা শিক্ষক বেরিয়ে আসুক। আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
এ ব্যাপারে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘আমাদের বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করতে পারেন। বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস হয়ে থাকে। আগামী বছরের শুরু থেকেই ১০টি শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে পরিনত করা হবে।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে তথ্য-প্রযুক্তি ছাড়া এগোনো সম্ভব নয়।’

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *