চুনারুঘাটের পল্লীতে অশ্লীল গান বাজনা ও জোয়ার আসর বন্ধের দাবীতে এলাকাবাসীর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার জারুলিয়া গ্রামে অশ্লীল গান বাজনা ও জোয়ার আসর বন্ধের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট থানার অফিসার ইনাচার্জ, গাজীপুর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার বরাবরে পৃথক পৃথক এলাকাবাসীর স্মারকসহ একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার
গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের সরদার বাড়ির আব্দুর রশিদ সরদারের বাড়িতে গত ২০ অক্টোবর একটি বিশাল বাউল গানের আসর বসে। সেখানে ৫ জন মহিলা এবং ৩ জন পুরুষ শিল্পী দিয়ে গান বাজনা করানো হয়। এরই ধারাবাহিকতায় পরের সপ্তাহে আবার ওই গ্রামের জুনাইদ মিয়ার বাড়িতে চলে ওই অশ্লীল গানের আসর। যেদিন গান চলে সেই দিন রাতে ওই এলাকার কোন মানুষ ঘর থেকে বের হতে পারেনা ও গানের স্পীকারে শব্দে ঘুমাতে পারেনা। গানের ফাকে সেখানে চলে সারা রাত ব্যাপী জুয়া, মদ ও গাজার আসর। ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। যেদিন গান চলে ওই দিন এলাকার ছাত্র/ছাত্রীরা পড়ালেখা বাধ দিয়ে গানের আসরে মনোযোগী হয়ে পড়ে। বর্তমানেও যেকোন দিন আবার পুনরায় গানের আসর বসানো হতে পারে। ফলে যে কোন সময় ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এদিকে চলতি বছরের জেএসসি/জেডিসি পরিক্ষার্থীরা গানের আসরের কারণে ওই দিন রাতে পড়াশোনা করতে পারেনা। এছাড়াও গানের মাইকের শব্দ দূষণের কারণে নবজাত শিশুরা অস্থিরতা ও ভয়ে রাত কাটায়। গান বাজনার বিষয়ে প্রতিবাদ করলে ওই প্রভাবশালী মহলটি গ্রামের লোকজনের মামলায় জড়িয়ে ফেলবে বলে হুমকিও প্রদান করে। এ অবস্থায় গ্রামবাসীরা তাদের নিকট জিম্মি হয়ে জীবন যাপন করছেন। প্রশাসনের নিকট এলাকাবাসীর জোর দাবী অচিরেই বাউল গানের আসর বন্ধ করে এলাকার মানুষের স্বস্তি ফিরিয়ে দিতে আহবান জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *