বাহুবলে ত্রিপুরা পল্লীতে ভ্যানগাড়ী প্রদান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পুটিজুরী ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা কালিগজিয়া ত্রিপুরা পল্লী। এ স্থানে আতিবাসী লোকজনের বসবাস। এখান থেকে জেলা বা উপজেলা শহরে যোগাযোগ মাধ্যম কঠিন। পাহাড়ি মাটির রাস্তায় গাড়ী চলাচল তেমন একটা হয় না। এ পল্লীর বাসিন্দা অনেকেই পায়ে হেঁটে চলাচল করেন। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। বিষয়টি নজরে আসে তৃণমূল মানুষের নেত্রী এমপি কেয়া চৌধুরীর। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে উন্নতমানের একটি ভ্যানগাড়ি তৈরী করান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে সেখানের আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের কাছে ভ্যানগাড়িটি হস্তান্তর করেছেন। আদিবাসী নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন- এ ভ্যানগাড়ি আমাদের উপকারে আসবে। তাৎক্ষণিক কেউ অসুস্থ হলে, তাকে এ গাড়ি দিয়ে উপজেলা শহরে নিয়ে যাওয়া সম্ভব হবে। ভ্যানগাড়ি হস্তান্তরকালে মুক্তিযোদ্ধা, আদিবাসী পরিবারের লোকজন, সাংবাদিক, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে এমপি কেয়া চৌধুরী বলেন- জনগণ চায় উন্নয়ন। তাই মাঠে এসে সরাসরি তৃণমূল জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছি। তিনি বলেন- তৃণমূল জনগণের স্বার্থে আমার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *