Daily Archives: April 3, 2017

চুনারুঘাটের মিরাশী ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন আব্দুর রব সভাপতি, শ্যামল সেক্রেটারী ও মাসুক সাংগঠনিক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ৩১ মার্চ শুক্রবার দুপুর ২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা ভোট গ্রহণ চলে। এতে ৪৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। কাউন্সিলে অধ্যক্ষ মোঃ আব্দুর রব (২৪৭) ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এডঃ মনিরুল ইসলাম তালুকদার (১১৮) ভোট ও আব্দুর রহিম শ্যামল তালুকদার (২৪৩) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচি হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু তাহির লিল (১৯১) ভোট এবং মোঃ মাসুক মিয়া সরদার (২৪১) ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি কবির মিয়া (১৯৫) ভোট পেয়েছেন। কাউন্সিল শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ...

মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও মা-সমাবেশ

রাণীগাঁও প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় স্কুল ও কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে স্কুলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও মা-সমাবেশ অনুষ্ঠিত হয়। মা সমাবেশে মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক তরফদার আবিদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আফজাল আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটি সভাপতি আলহাজ্ব মাসুদ আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ...

বাহুবলে ৭ জনকে কুপিয়ে ক্ষত বিক্ষত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার লামাতাশিতে ৭ জনকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত সূত্রে জানা যায়, প্রায় বেশ কয়েক মাস পুর্বে ওই গ্রামের আমান উল্লাহর স্ত্রী লীলা বানুর উপর এসিড নিক্ষেপ করে একই গ্রামের মতলিব উল্লাহর ছেলে ও তার লোকজন। এ ব্যাপারে আমান উল্লাহ আদালতে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি মর্তুজ আলী ও তার লোকজন আদালত থেকে জামিনে ছাড়া পায়। জামিন নেয়ার পর গত মঙ্গলবার আবারও আমান উল্লাহর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মারধর করে মর্তুজ আলী ও তার লোকজন। এর প্রতিবাদ করায় গত বুধবার আবারও মর্তুজ ...