Monthly Archives: March 2017

রোববার থেকে এইচএসসি পরীক্ষা শুরু

প্রথম সেবা ডেক্স : সারা দেশে আগামী ২ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শনিবার হওয়ায় এক দিন পরে এই পরীক্ষা শুরু হচ্ছে। এদিকে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এক সভা আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয় সূত্র জানায়, সূচি অনুযায়ী আটটি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ২ এপ্রিল থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৫ মে পর্যন্ত। এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে পরের দিন ১৬ থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক ...

উন্নয়ন কাজ পরিদর্শন করতে উমেদনগরে মেয়র গউছ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেছেন উন্নয়ন কাজের গুনগত মান হতে হবে শতভাগ। এ ব্যাপারে কোন আপোষ করা হবে না। হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় পৌরসভার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে মেয়র উমেদনগর এলাকা পরিদর্শন করতে যান। উন্নয়ন কাজ পরিদর্শন ও জনগনের নাগরিক সুবিধার মান পর্যবেক্ষন করতে তিনি চষে বেড়ান উমেদনগরের বিভিন্ন এলাকা। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন প্রকল্প ইউজিপ-৩ এর রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি উন্নয়ন কাজের ত্রুটিগুলো চিহ্ণিত করেন। এ ব্যাপারে চলমান কাজগুলোর শতভাগ মান বজায় রেখে পরিচালনা করতে সংশিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। উমেদনগর এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হন। হবিগঞ্জ ...

চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টায় ডিবির এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হল, উপজেলার শাকির মাহমুদ গ্রামের মৃত আব্দুল মমিনের পুত্র মনিরুজ্জামন (২৭) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রাজপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র আব্দুল হাকিম (৩৬)।

চুনারুঘাটে অর্থনৈতিক জোন বদলে যাবে হবিগঞ্জ জেলার চিত্র কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের

ইসমাইল হোসেন বাচ্চু ॥ চুনারুঘাটে প্রস্তাবিত ইকোনমিক জোন স্থাপিত হলে বদলে যাবে জেলার চিত্র। এতে কর্মসংস্থান হবে কমপক্ষে ১ লাখ শিক্ষিত-বেকার নারী পুরুষের। হবিগঞ্জ জেলা হবে ৬৪ জেলার মধ্যে অন্যতম। এখানে অর্থনৈতিক জোন স্থাপিত হলে ১৮টি চা বাগানের শ্রমিক সহ অর্ধ লক্ষাধিক বেকার যুবক-যুবতীদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার হাতের নাগালে। ওই অঞ্চলের অর্ধ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের অর্থনীতির বড় এক সম্ভাবনা যেন হাতছানি দিয়ে ডাকছে। চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরসহ আওয়ামীলীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা ইকোনমিক জোন স্থাপনের দাবীতে দীর্ঘদিন ধরে সোচ্ছার ভূমিকা পালন করছেন। গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় চুনারুঘাট উপজেলার চান্দপুর টিজি ...

‘ধামালি, চুনারুঘাট’ এর আয়োজনে ২ দিনব্যাপী ‘সিলেটী উৎসব’ সমাপ্ত

এস আর সুজন ॥ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি, চুনারুঘাট’র আয়োজনে দুই দিনব্যাপী ‘সিলেটী উৎসব-২০১৭’ সমাপ্ত হয়েছে। গত শুক্রবার ও শনিবার উপজেলা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামের সামনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘ধামালি’র প্রধান পৃষ্টপোষক চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী মোঃ আবু তাহের। উৎসবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট বেলায়েত হোসেন, নাহিদ হাসান, মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুস সামাদ, জালালবাদ এসোসিয়েশন, ঢাকা’র সেক্রেটারী আ.ফ.ম সিরাজুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সজল দাস, যুগ্ন-সম্পাদক আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী জামাল ...

উন্নয়নের মাধ্যমে হবিগঞ্জবাসীর ঋণ শোধ করবো

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ছাত্রদল থেকে যুবদল। তারপর শ্রমিক দল। সবশেষে বিএনপি। সবখানেই সফল। হবিগঞ্জের আলোচিত এক নেতা। ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে কারাগার থেকেই কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হন। এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলকে পরিচালনা করছেন। তিনি হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জিকে গউছ। প্রথম দফায় নির্বাচিত হয়েই বদলে দেন হবিগঞ্জের চেহারা। এর প্রতিদান দেন ভোটাররা। তৃতীয় দফায় কারাগারে বসে নির্বাচন করেন। জয়ী হন বিপুল ভোটে। জিকে গউছ জনসেবাকে এবাদত মনে করেন। আর তাই পৌরসভায় নাগরিকসেবা নিশ্চিতের জন্য দিবারাত্রি পরিশ্রম করেছেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের হৃদয় জয় করেছেন। পৌরসভাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। বিনিময়ে আওয়ামীলীগের ঘাঁটি আর সনাতন ধর্মালম্বীদের বিশাল ব্যাংক অধ্যুষিত এলাকায় পরপর তিনবার মেয়র পদে ...

চুনারুঘাটে গ্রামবাসীর হাতে হরিণ আটক ॥ অতপর অবমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ বন মজুরদের তাড়া খেয়ে সংরক্ষিত বন থেকে পালিয়ে আসা একটি হরিন এখন আহত অবস্থায় বাধা রয়েছে গ্রামবাসীর হাতে। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী আলীনগর গ্রামের গাজীর বাড়িতে রয়েছে গণপিঠুনীর শিকার ওই হরিণটি। হরিণটিকে উদ্ধরের জন্য রেমা বন বিটের বিট অফিসার ঘটনাস্থলে যান কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামান। এলকাবাসিরা জানান, গত শনিবার সকালে রেমা সংরক্ষিত বন থেকে আলীনগর গ্রামে চলে আসে একটি মায়া হরিণী। লোকালয়ে হরিণ দেখে একদল গ্রামবাসি মিলিত হয়ে হরিণটিকে ধাওয়া করে এবং পিঠিয়ে মারাত্মক আহত করে। পরে আলীনগরের জনৈক গাজীর বাড়িতে হরিণটি বেধে রাখা হয়। এদিকে এলাকার কিছু উৎসাহি লোকজন হরিণটিকে জবেহ করতে চাইলে রেমা কালেঙ্গা অভয়ারণ্য উপ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসাইন জিতু বাঁধা ...

রাজার বাজার স্কুলের স্বাধীনতা দিবস ও ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারঘাট উপজেলার আহাম্মদবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ও বিদ্যালয়ের সভাপতি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, স্কাউটদের মনোমুগ্ধকর বিভিন্ন ইভেন্ট পরিবেশন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ও বিশেষ অতিথি আহাম্মদবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মোঃ আবু ...

সিলেটে ২ জঙ্গি ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নিহত সেনাবাহিনী

প্রথম সেবা ডেস্ক ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের অভিযানে দুই জঙ্গি ও আইন শৃংখলা বাহীনির কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, দুই জঙ্গি নিহত হয়েছে। এর আগে গত শনিবার রাতে ভবনের কাছে দুটি বোমা বিস্ফোরণে দুজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তিনি জালালাবাদ থানার ওসি (তদন্ত)। রাত সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতরা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম ও ...

স্বামীর বন্দিশালা থেকে গৃহবধূকে উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া থেকে অন্তস্বত্ত্বা গৃহবধুকে স্বামীর বন্দিশালা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টায় তাকে উদ্ধার করা হয়।আহত সূত্র জানায়, প্রায় ৩ বছর পূর্বে উপজেলার নোয়াপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে আমীন আলীর সাথে দাশপাড়া গ্রামের মতিউর রহমানের কন্যা পারভীন আক্তারকে বিয়ে দেয়া হয়। তার পর থেকে আমীন বিভিন্ন সময়ে যৌতুকের জন্য পারভীন আক্তারকে মারপিট করে। এ বিষয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে আবারও যৌতুকের জন্য পারভীন আক্তারকে চাপ প্রয়োগ করে আমীন আলী। এ সময় ওই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমীন তাকে বেধড়ক মারপিট করে বাড়িতে বন্দি করে রাখে। বিষয়টি জানতে পেরে পারভীন আক্তারের মা খুশবানু বেগম ...

বানিয়াচংয়ে কৃষক হত্যা মামলার আসামী গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে কৃষক ফজলু মিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী তাহের উদ্দিনকে ২ বছর পর গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ খাগাউড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাহের উদ্দিন (৩৫) ওই গ্রামের মিছিল উদ্দিনের পুত্র। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ মে হালুয়ার হাওরের ধানের খলা থেকে কৃষক ফজলু মিয়ার (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের শিকার বজলু মিয়া একই উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই বছরের ৩ মে রাতে গ্রামের পাশের হালুয়ার হাওরে খলায় রাখা ধান পাহারা দিতে গিয়েছিলেন। পরদিন সোমবার ...

মাধবপুরে মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর গাঁজাসহ বাচ্চু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত শনিবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী বিজয়নগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে ওইদিন রাতে বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ উপজেলার দেবপুর গ্রামের মরতুজ আলীর ছেলে বাচ্চু মিয়াকে আট করে। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

চুনারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে র‌্যালী এবং আলোচনা সভা

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারঘাটে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তপক অর্পণ শেষে র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মাঠে খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালাদার, থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা চেয়ারম্যান সিও ওয়াহিদুল ইসলাম সুমন। এ দিকে দুপুর ১২টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের অয়োজেন আলোচনা সভা অনুষ্ঠিত ...

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৭টার দিকে ঢাকা সিলেট রেল সেকশনে উপজেলার তেলিয়াপাড়া রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, কোন ট্রেনে কাটা পড়েছে তা এখনো জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর নাম, পরিচয় পাওয়া যায়নি।

চুনারুঘাটের ইকরা জুনিয়র স্কুলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়াবন্দ ইকরা জুনিয়র স্কুলে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইকরা জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক খালিদ হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ। বিশেষ অতিথি ‘ধামালি, চুনারুঘাট’ এর সেক্রেটারী মামুন তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক প্রনয় কুমার রায়, সহকারী শিক্ষিকা শারমিন আক্তার, সহকারী শিক্ষক বেলাল আহমেদ প্রমুখ।

ইয়াবা ও ফেনসিডিলসহ মাদকাসক্ত চিকিৎসক ডাঃ সোহাগ গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ভেতর থেকে মাদকদ্রব্যসহ ডা: সামসুদ্দোহা সোহাগকে আটক করেছে পুলিশ। গত বুধবার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মীর্জা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দুই লিটার পানির বোতলে রাখা ৮শ’ মিলি ফেনসিডিল, ৮টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃত সামসুদ্দোহা সোহাগ (৩৫) নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি সমিরমুন্সির হাট গ্রামের মৃত আবুল খায়ের মো. নোমানের পুত্র। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সূত্র জানায়, ডাক্তার সামসুদ্দোহা সোহাগ দীর্ঘদিন ধরে ...

হবিগঞ্জে পাজারো চাপায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকায় পাজারো চাপায় রিফাত মিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুঘর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু বৈদ্যার বাজার এলাকার বনগাও গ্রামের আব্দুর রেজাক মিয়ার ছেলে। জানা যায়, হবিগঞ্জ থেকে বাহুবল যাওয়ার পথে সুঘর নামক স্থানে কাষ্টম এক্সাইজ ও ভ্যাট ডিভিশন হবিগঞ্জের একটি পাজারো গাড়ী (সিলেট-ঘ-১১-০১৩৫) শিশুটিকে চাপাদেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়ী চালক শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা তিনটায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট গাড়ী রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ...

মাধবপুরে ১ ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুরে এক লাইব্রেরী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। গতকাল রোববার দুপুুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী পজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মনতলা বাজারের আলহেরা লাইব্রেরীর মালিক আতিকুর রহমান চৌধুরী (৫০)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লাইব্রেরী ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী বিভিন্ন ব্যাক্তি ও এনজিও থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋন নেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। এ নিয়ে অনেকের দ্বারা তিনি অপমানিত হন। তাই ক্ষোভে দুঃখে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান লাশ উদ্ধার করে ময়না তদন্তের ...