Daily Archives: March 23, 2017

আজ হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহন করছেন মেয়র জিকে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি : অবেশেষে দীর্ঘ প্রতিক্ষার পর হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহন করছেন টানা ৩বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় তিনি দায়িত্ব গ্রহন করবেন। পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী বলেন- মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে দায়েরকৃত রীট পিটিশনের আদেশ প্রতিপালনে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুর রউফ মিয়া হবিগঞ্জ পৌরসভাকে চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মেয়র জি কে গউছকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এদিকে মেয়র জি কে গউছ পৌরসভার দায়িত্ব গ্রহন করছেন এমন সংবাদে উজ্জীবিত হয়ে উঠেছে পৌরবাসী। ...

হবিগঞ্জ মাদকসহ ফার্মেসীর কর্মচারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পিন্টু মোদক ফার্মেসীর কর্মচারি মাদক ব্যবসায়ী তপন চন্দ্র দাশকে (৩০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় সদর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজার এলাকার নারিকেল হাটায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পরিমাণ মদ উদ্ধার করা হয়। তপন নেত্রকোনা জেলার কালিজুরি থানার শিবপুর গ্রামের রসরাজ দাশের পুত্র। সে দীর্ঘদিন ধরে ওই ফার্মেসীতে কর্মচারি হিসেবে কর্মরত আছে। এ ব্যাপারে এসআই রুহুল আমিন বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

মাধবপুরে গৃহবধূ হত্যার অভিযোগে শ্বশুর গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে গৃহবধূ সাফিয়া আক্তার শিল্পীকে (২৬) হত্যার অভিযোগে শ্বশুর রহিছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) ভোর রাতে মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই কামরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাতে নিহত শিল্পীর বাবা সুন্দর আলী বাদী হয়ে শিল্পীর স্বামী হোসেন মিয়া (৩৬), শ্বশুর রহিছ মিয়া (৫৫) ও সৎ শাশুড়ি হাজেরা খাতুন (৪৮) কে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে সুন্দর আলীর মেয়ে সাফিয়া আক্তার শিল্পীর সাথে একই ইউনিয়নের বোরহানপুর গ্রামের রইছ মিয়ার ছেলে হোসেন মিয়ার বিয়ে ...

বানিয়াচংয়ে পাইপগানসহ ডাকাত গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ দুর্ধর্ষ ডাকাত টেনু (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) বিকেলে তাকে গেফতার করা হয়। সে কাগাপাশা ইউনিয়নের ওমরপুর উত্তরপাড় গ্রামের গজম্বর আলী পুত্র। পুলিশ জানায়, বানিয়াচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেনু আগ্নেয়াস্ত্রসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, এসআই মোস্তাক আহমেদ, এএসআই আবুল খায়ের, এএসআই জালাল, এএসআই মোজাম্মেল, এএসআই খলিলসহ একদল পুলিশ বিকেল ৫টায় তার বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত টেনু পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশ বেষ্টনি থাকার কারণে সে পালাতে ব্যর্থ হয়। পরে পুলিশ তার ঘরে প্রবেশ করে তাকে গ্রেফতার করে এবং তার ঘর তল্লশি করে ...