
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি শায়েস্তাগঞ্জে আসছেন আজ রবিবার।
বিকাল ৩ টায় নতুন ব্রীজ এলাকায় প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।স্বরণসভার আয়োজন করেছে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও এনামুল হক মোস্তফা শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপাধ্যক্ষ মোঃ আব্দুস সহিদ এমপি, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, আবদুল মজিদ খান এমপি, এডভোকেট মাহবুব আলী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ...