বানিয়াচংয়ে পাইপগানসহ ডাকাত গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ দুর্ধর্ষ ডাকাত টেনু (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ মার্চ) বিকেলে তাকে গেফতার করা হয়। সে কাগাপাশা ইউনিয়নের ওমরপুর উত্তরপাড় গ্রামের গজম্বর আলী পুত্র। পুলিশ জানায়, বানিয়াচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেনু আগ্নেয়াস্ত্রসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, এসআই মোস্তাক আহমেদ, এএসআই আবুল খায়ের, এএসআই জালাল, এএসআই মোজাম্মেল, এএসআই খলিলসহ একদল পুলিশ বিকেল ৫টায় তার বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত টেনু পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশ বেষ্টনি থাকার কারণে সে পালাতে ব্যর্থ হয়। পরে পুলিশ তার ঘরে প্রবেশ করে তাকে গ্রেফতার করে এবং তার ঘর তল্লশি করে একটি দেশীয় পাইপগান, দুইটি গুলি ভর্তি কার্তুজ, ৫টি রামদা ও লম্বা একটি লোহার রড উদ্ধার করে। ডাকাত টেনুর বাড়িতে পুলিশের অভিযান চলাকালে এলাকার উৎসুক জনতা উপস্থিত হয়ে তার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *