সিলেটে ২ জঙ্গি ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নিহত সেনাবাহিনী

প্রথম সেবা ডেস্ক ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের অভিযানে দুই জঙ্গি ও আইন শৃংখলা বাহীনির কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, দুই জঙ্গি নিহত হয়েছে। এর আগে গত শনিবার রাতে ভবনের কাছে দুটি বোমা বিস্ফোরণে দুজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তিনি জালালাবাদ থানার ওসি (তদন্ত)। রাত সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতরা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম ও কুচাই এলাকার কলেজছাত্র জান্নাতুল ফাহিম। এ সময় আহত হয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালকসহ অর্ধশত। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালককে রাতেই হেলিকপ্টারে ঢাকায় সিএমএইচ থেকে উন্নত চিকিৎসার সিংগাপুর পাঠানো হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। অভিযানের সময় বৃষ্টি থাকায় অভিযানকারী দলের জন্য সহায়ক ছিল বলে মন্তব্য করে কর্মকর্তারা জানিয়েছেন। ফখরুল আহসান বলেন, অভিযানে রকেট লঞ্চার দিয়ে ভবনে বড় গর্ত করা হয়। কিছু বিস্ফোরক ব্যবহার করা হয়। কিন্তু তাতেও প্রশিক্ষিত জঙ্গিদের কাবু করা যাচ্ছিল না। এ অবস্থায় টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ শেলের প্রতিক্রিয়ায় ভেতরে জঙ্গিরা দৌড়াদৌড়ি শুরু করে। এসময় উপর থেকে নীচতলায় নেমে আসার পর দুই জঙ্গিকে গুলি করা হয়। এতে এক জঙ্গি তার গায়ে জড়ানো সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। অপরজন গুলিবিদ্ধ হয়েই মারা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০ঘটিকা পর্যন্ত সেনাবাহিনীর কমান্ডো অভিযান অব্যাহত ছিল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *