
চুনারঘাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ওয়ারেন্টভুক্ত জিআর ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোজাম্মেল হোসেন সুজন (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাইকপাড়া গ্রামের মসকুদ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই মোঃ আলমাস মিয়া নেতৃত্বে একদল পুলিশ উপজেলা পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে সুজনকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মোজ্জামেল হোসেন সুজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় চুরি, ডাকাতি ও বন মালমাসহ একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও সুজনকে চুনারুঘাট থানা পুলিশ আরও ৪ বার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply