নাদিরা বাহার নিরা টেলেন্টপুলে বৃত্তি লাভ

চুনারুঘাট পৌর শহরের রাইজিং সান কিন্ডারগার্টেন থেকে ২০১৬ সালেরর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাদিরা বাহার নিরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী, দলিল লিখক ও পৌর শহরের উত্তর বাজারের বাসিন্দা মহিদুল ইসলাম মনসুর ও ফরিদা আক্তার শিমুর মেয়ে। নিরা তার এ ফলাফলে স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও মা-বাবাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নিরা বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী। উল্লেখ্য, নাদিরা বাহার নিরা প্রথম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত আশকর আলী শিক্ষা ট্রাষ্ট থেকে বৃত্তি পেয়েছে এবং সিলেটের মহাকাল শিক্ষা ট্রাষ্ট থেকে ট্যালেনপুল আইডল বৃত্তি পেয়েছে।
Share on Facebook
Leave a Reply