চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে সুতাং নদীতে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসিরা প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় দেওরগাছ আদর্শ বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মহরম আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আলহাজ শামছুন্নাহার চৌধুরী, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ আলী হাবিলদার, সাবেক মেম্বার আব্দুল আওয়াল, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সত্যেন্দ্র চন্দ্র দেব, সাংবাদিক মোস্তাক আহমেদ তরফদার মাসুম, মোঃ জিতু মিয়া, ইউপি সদস্য মোঃ রজব আলী, আব্দুল মালেক, মামুন মিয়া, মোঃ বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইয়াকুত মিয়া, সেক্রেটারী মোঃ সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন মোল্লাহ, সেলিম মিয়া, আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইফতেখার রিপন, মোঃ বিল্লাল, টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগ সেক্রেটারি আঃ রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ, ইউনিয়নের রাস্তা দিয়ে বালুর ট্রাক চলাচল বন্ধ এবং রাস্তার পাশে ডিপু না করার জন্য দাবী জানান।
উল্লেখ্য সুতাং নদী থেকে জনৈক জিতু মিয়া ও তার লোকজন অবৈধ ভাবে বালু উত্তোলন নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলে আসছিল। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, সহকারি কমিশনার তাহমিনা আক্তার ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বালু উত্তোলন বন্ধ করে দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *