চুনারুঘাটে বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের মানববন্ধন ॥ চাকুরি জাতীয়করণসহ ০৭ দফা দাবী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের উপজেলা গেইট সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে চুনারুঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সহভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, আমুরোড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, মিরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোছাঃ তৈয়বা খাতুন, শ্রীকুটা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তাক আহমদ তরফদার মাসুম, গাজীপুর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ আব্দুল মালেক, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয় করণ, ৫% বাৎসরিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করে।
Share on Facebook
Leave a Reply