চুনারুঘাট থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আজিজুল হক নাসির ॥ চুনারুঘাট থানায় উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোবাবার বিকাল ৩টা থানা হল রুমে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের নিয়ে মাদক ও চোরাচালান বিষয়ে এক মুক্ত আলোচনা সভা আয়োজন করা। সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এস.এম. রাজু আহমেদ। থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, মহিলা কাউন্সিলর মাশকুরা বেগম পাবনা, সমকাল প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহমেদ তরফদার মাসুম, সাংবাদিক এসএম সুলতান খান, আজিজুল হক নাসির,সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, পাইকপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রউফ খানসহ জনপ্রতিনিধি, গ্রামপুলিশ, বিভিন্ন মামলা-বিবাদীসহ আরোও অনেকই। ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি এএসপি রাজু আহমেদ মামলার বাদী-বিবাদীদের বক্তব্য শুনে সমাধান সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এছাড়াও গ্রামপুুলিশকে চোরাচালান সহ মাদক বিষয়ে তথ্য দিয়ে পুলিশ কে সহায়তা করতে আহবান জানানো হয়।
Share on Facebook
Leave a Reply