যানজট অদৃশ্য শক্তি দ্বারা বেষ্টিত!

সাংবাদিক ভাইয়েরা লিখেন না মন্তব্য এন্তার। অনেকে মন্দ কথাও বলেন যে, সাংবাদিকরা টাকা খেয়ে ফেলছে। নতুবা যানজট নিয়ে পত্র পত্রিকায় লিখেন না কেন। কিন্তু বাস্তবতা কি ঠিক তাই। এ প্রশ্নের উত্তর হয়তো কেউই দিতে পারবেন না। আমি সংবাদ প্রেরক হিসেবে যে টুকু জানি বা লিখেছি তা না হয় পুনরাবৃত্তি নাই করলাম। তবে এ যানজট শেষ হবার নয়। এটি সামাজিক সাংস্কৃতিক কিংবা সুধী মহলের কাছে বন্দি নয়। তাহলে কোথায়। এটি সম্পূর্ন রাজনৈতিক একটি মহল সুবিধা নিয়ে যাবে। আরেকটি মহল ক্ষমতার ব্যবহার দেখাবে না তা কেমন করে হয়। পহেলা বৈশাখ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা সরকারের কোন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আসলে এ যানজট তখন দেখা যায় না। যাহা পরীক্ষিত। তাহলে পরবর্তীতে কেন? সকল দলের মতের মানুষ যানজটের কবলে পড়ে নাবিশ্বাস হচ্ছেন কিন্তু সমাধানে কোন ব্যক্তি উচ্চ পর্যায়ে কথা বলছে না। এটি কিসের ভয়। কিসের আতংক। কোন অদৃশ্য শক্তি দ্বারা যানজট বেষ্টিত। জনমত গড়ে তুলুন। আসুন সবাই এক কাতারে দাড়াই। যানজট রোধ করি।করে হয়। পহেলা বৈশাখ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা সরকারের কোন উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আসলে এ যানজট তখন দেখা যায় না। যাহা পরীক্ষিত। তাহলে পরবর্তীতে কেন? সকল দলের মতের মানুষ যানজটের কবলে পড়ে নাবিশ্বাস হচ্ছেন কিন্তু সমাধানে কোন ব্যক্তি উচ্চ পর্যায়ে কথা বলছে না। এটি কিসের ভয়। কিসের আতংক। কোন অদৃশ্য শক্তি দ্বারা যানজট বেষ্টিত। জনমত গড়ে তুলুন। আসুন সবাই এক কাতারে দাড়াই। যানজট রোধ করি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *