চুনারুঘাটে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট’র উদ্বোধন

স্টাপ রিপোর্টার ॥ চুনারুঘাটে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট নামে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। চুনারুঘাট ব্যাকস সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউট এর পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু ও চীফ ইন্সট্রাক্টর মোঃ আল আমিন হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, হাজী আলিম উল্লা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে আফছার আহমদ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মাস্টার, সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার দেব, তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, পাইকপাড়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুছ তালুকদার, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এমএ মতিন চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুছ সামাদ, সার্জেন্ট (অবঃ) নুরুল ইসলাম, মীর ফিরুজ মিয়া, আব্দুর রশীদ তালুকদার, মোঃ নূহ মিয়া, আব্দুল কাইয়ূম, সাংবাদিক খন্দকার আলা উদ্দিন, মাওলানা লোকমান উদ্দিন, কম্পিউটার অপারেটর মোঃ তামিম হোসেন, ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, লিয়াকত আলী খান, জেসমিন আক্তার, মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মা-বাবা যাতে কষ্ট পায় এমন শিক্ষা থেকে বিরত থাকার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। তিনি ইকরা টেকনিক্যাল ইন্সটিটিউট এর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। এ সময় চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু এবং ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন ছাত্রছাত্রীদের উন্নয়নে বরাদ্ধ দেয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে ছাত্রছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক মাওলানা মতিউর রহমান হেলালী ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা মোঃ জামাল উদ্দিন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *