সাংবাদিক ও মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানিচুনারুঘাটের মোশাহিদ খুনের নেপথ্যে ম্যাগনেট খুটি !

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের আলোচিত মোশাহীদ খুনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মোশাহীদ খান ওরফে সরফরাজ খান ওই গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ম্যাগনেট খুটি, বর্জপাতে নিহত মানুষের কংকাল ও সাতছড়ি পাহাড় থেকে তক্ষক ধরে এনে ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এই ব্যবসার দ্বন্ধের জের ধরে তিনি ২০১৫ সালে ২০ নভেম্বর বাড়ীর অদূরে ব্যবসায়ি অংশীদারদের দ্বারা খুন হন বলে অভিযোগে প্রকাশ। ব্যবসায়ি অংশীদাররাই আবার ওই মামলার স্বাক্ষী। ওইদিন তড়িঘরি করে তার স্ত্রী সেফুল আক্তারকে বাদী না করে তার ভাই কদ্দুছ খান বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা রুজু করেন। জানা যায়, ম্যাগনেট খুটি ও কাল বিড়াল ব্যবসায়ীদের প্রতারণার বিরুদ্ধে একাধিক সংবাদ পরিবেশন করায় সাপ্তাহিক তিতাস পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক দেশজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি এবং নূরুন্নাহার খান কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফরিদ রিয়াজ খানকে আসামি করা হয়। অন্যদিকে বাদী পূর্ব শত্রুতার জের ধরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে প্রাইমারি শিক্ষিকাকেও মামলায় জড়িয়ে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। জামায়াত কর্মী কদ্দুছ খাঁন ওই মামলায় মোট ৮ জনকে আসামি করেন। আসল খুনিরা মামলায় আসামি না হওয়ায় ভিক্টিম মোশাহিদ খানের স্ত্রী সেফুল আক্তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন। তিনি জানান, ঘটনার দিন হাতে পায়ে ধরা সত্বেও ওই মামলার স্বাক্ষী সেলিম খান, আব্দুল ওয়াহাব রাজু এবং আব্দুর রউফসহ আরো ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি তার স্বামীকে ছলে-বলে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। সেফুলের সন্দেহ হলে তিনি তাদের পিছু পিছু গিয়ে দেখতে পান তার স্বামী মোশাহিদ খান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং সঙ্গীয় লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তারা প্রত্যেকেই ছিলেন তার স্বামীর ব্যবসায়ি অংশীদার। এক পর্যায়ে শুর চিৎকারের ফাঁকে তারা পালিয়ে যান। সেফুল আরো জানান, অদৃশ্য কারণে তাকে মামলার বাদী করা হয়নি এবং আসল খুনীদেরও আসামি করা হয়নি। খুনের রহস্য ফাঁস করার ভয়ে বাদী তাকে প্রায়ই ঘরে আটকে রাখেন। সেফুল আক্তার তার ২ মেয়ে শিশুকে নিয়ে চরম আতংকে এবং জীবন নাশের শংকায় আছেন বলেও জানান। তিনি তার স্বামীর প্রকৃত খুনিদের শাস্তির দাবি করেছেন। প্রকাশ, ঘটনার দিন সকাল অনুমান ৯টার দিকে মোশাহিদ খান ওই কথিত মামলার ৩/৪ জন আসামিকে পূর্ব বিরোদের জের ধরে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। জখমিদের এলাকাবাসী উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। তারা চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সকাল ১১ টায় মোশাহিদ খুন হন। দীর্ঘ অনুসন্ধানে আরো জানা যায়, মোশাহিদের কাছে রক্ষিত ম্যাগনেট খুটি আত্মসাতের জন্যই ব্যবসায়ি অংশীদাররা ফিল্মী স্টাইলে সুকৌশলে তাকে খুন করেন। যাতে সর্বমহল বিশ্বাস করেন ব্যবসায়ি অংশীদাররা তাকে খুন করেননি। খুন করেছেন মোশাহিদের হাতে জখম হওয়া লোকেরা। পাইকপাড়া গ্রামের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনও মোশাহিদের ঘরের নিচে ১০ ফুট বাই ১০ ফুটের একটি গভীর ভাংকার রয়েছে। সেখানে তিনি বর্জ্রপাতে নিহত মানুষের কংকাল এবং ম্যাগনেট খুটি সংরক্ষণে রাখতেন। পুলিশ ঘটনাস্থল তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *