হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

জাকারিয়া চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। যা জেলার প্রায় ২০ লাখ মানুষের এক মাত্র চিকিৎসার প্রধান আশ্রয়স্থল। প্রতিদিনই কোন না কোন উপজেলা থেকে প্রায় ২শ থেকে আড়াইশত রোগী আশে এই হাসপাতালে। নিয়ে থাকে চিকিৎসা। রীতি অনুযায়ী হাসপাতালে আসা প্রত্যেক রোগীর রোগের ধরণসহ হাসপাতাল রেজিষ্টারে এন্টি করার কথা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ঘটছে এর ব্যতিক্রম। অভিযোগ রয়েছে, জেলা শহরের ভাটি অঞ্চল থেকে আসা নিরক্ষর ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের লক্ষে হাসপাতালে ভর্তি না থাকা রোগীদের করানো হয় নরমাল ডেলিভারী। পরে ডেলিভারীতে কোন ধরণে ব্যাঘাত ঘটলে এর দায়ভার নেয় না অসাধু ওই চক্রটি। রোগীদের সাথে করা হয় অসৌজন্যমূলক আচরণ। এদিকে, শনিবার (৫ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের গাইনী ওয়ার্ডের ভেতরে অজ্ঞাত এক নবজাতের পলিথিনে মোড়ানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে অবগত করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাসপাতালের একটি বিশ্বস্থ সূত্র জানায়, হাসপাতালের গাইনী ওয়ার্ডে গড়ে উঠা কতিপয় অসাধু নার্স ও ডাক্তাদের সহযোগীতায় এ গর্ভপাত ঘটানো হয়েছে। এটি কারো পাপের ফসল বিদায় মৃতদেহটি না নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়েছে। তবে হাসপাতালে ওই নবজাতকের স্বজনদের কোন রকম এন্টি না থাকায় বা গাইনী ওয়ার্ডে এ বিষয়ে কোন ধরণের তথ্য না থাকায় হাসপাতালের প্রশাসনিক দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। হাসপাতালে একের পর এক এরকম ঘটনায় উদ্বিগ্ন হাসপাতালে আগত রোগীরাও। তাদের প্রশ্ন এ ব্যার্থতার দায় কার? অপরদিকে, গত ১৩ মে শহরে ইভটিজিং নিয়ে সংঘর্ষের জের ধরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত স্টাফদের মারধর করে ফিল্মি স্টাইলে হাসপাতালের ইনজুরি রেজিস্টার ছিনতাই করে নিয়ে যায় একদল দূর্বৃত্ত। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। তাই একের পর এক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন অনেকেই। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, এক নবজাতকের মৃতদেহ হাসপাতালে পড়ে রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *