রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, গ্রীনল্যান্ড পার্ক ও সাতছড়ি জাতীয় উদ্যান ভ্রমন পিপাসুদের বরণে প্রস্তুতনিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে।

খন্দকার আলাউদ্দিন ॥ ঈদের ছুটিতে ভ্রমন পিপাসুদের বরণে প্রস্তুত রয়েছে পর্যটন সম্ভাবনাময় চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, ও গ্রীনল্যান্ড পার্কসহ নানা বিনোদন কেন্দ্র। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা অভয়ারন্যে পর্যটকদের আকর্ষণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার জন্য আনসার সদস্য ও ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োজিত থাকবে পর্যটন পুলিশ সদস্যও। থাকবে বিজিবি’র টহল দল। সাতটি ছড়ার সম্বনয়ে গঠিত সাতছড়ির সৌন্দর্য্য উপভোগ করতে এবার বৃষ্টি না থাকলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে ধারনা করা হচ্ছে। জানা গেছে, পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থাপনায় আগত পর্যটকদের জন্য টুরিষ্ট স্প, বসার বেঞ্চ, ট্রেইল সংস্কার, দোলনা, বিলবোর্ড, পানি ও টয়লেট নতুন সংযোজন করা হয়েছে। এছাড়া ফরেষ্ট গেষ্ট হাউজ, স্টুডেন্ট ডরমিটরি, ইন্টার পিটিশন সেন্টার ও ইকো-কটেজগুলো ঝাড়মোছ করা হয়েছে। এবারই প্রথম পর্যটকদের জন্য রয়েছে ওয়াচ টাওয়ার ও ব্রীজ। পর্যটকদের সুবিধার্থে মেইন গেইটের সামণে রাখা হয়েছে। টিকেট কাউন্টার। এখানে প্রাপ্ত বয়স্ক ২০ টাকা, অপ্রাপ্ত/ছাত্র ১০টাকা ও পার্কিং ২৫ টাকা এবং পিকনিক স্পট ব্যবহারের জন্য প্রতিজন ১০ টকা জমা দিয়ে টিকেট কিনতে হয়। উদ্যানে বেড়ানোর জন্য রয়েছে দক্ষ ইকো গাইড। বাড়ানো হয়েছে জনবল। পর্যটকদের নিরাপত্তার জন্য ঈদের দিন থেকে পরবর্তী ৫দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ১৫ জন আনসার সদস্য। তাদের পাশাপাশি পর্যটন সহায়ক পুলিশ, বিজিবি টহল এবং ভলান্টিয়ারতো রয়েছেই। এছাড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদকে প্রধান করে ঈদ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। চুরি ছিনতাই রোধে পার্কে এবারও থাকবে মোবাইল টিম। তারা ঈদের দিন থেকে পার্ক এলাকায় টহল দিবে। এ ব্যাপারে সাতছড়ি পার্কের ঈদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, আমরা পর্যটকদের কথা চিন্তা করেই নানা সুযোগ-সুবিধা বাড়ানোসহ তাদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করেছি। নিরাপত্তার জন্য মোবাইল টিম ও বিজিবি এবং পুলিশের আলাদা মোবাইল টিম রয়েছে। তিনি এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সাতছড়ি জাতীয় উদ্যানে ১৯৭ প্রকৃতির জীব-বৈচিত্রে রয়েছে ভরপুর। ১৯০ প্রজাতীর গাছপালার মধ্যে রয়েছে জাম, সেগুন, কড়ই, জারুল, বহেরা, হরতকি, পাম, গর্জন, চাপালিশ ইত্যাদি। ১৪৯ প্রজাতির পাখির মধ্যে রয়েছে ধনেশ, ময়ুর, বনমুরগ, ময়না, টিয়া, শালিক, মাছরাংগা ইত্যাদি। ১৮ প্রজাতির সরীসৃপ, ২৪ প্রজাতির স্থন্যপায়ী, ৬ প্রজাতির উভচর প্রাণী। এদের মধ্যে বানর, হনুমান, চশমা বানর, বনবিরাল, মেছোবাঘ ইত্যাদি। এছাড়াও রয়েছে টিপরা সম্প্রদায়ের ২৪-২৫টি আদিবাসী পরিবার। আদিবাসী লোকেরা তাদের নিজের সং¯ৃ‹তি রক্ষায় কাপড় বুনন ও পার্শ্ববর্তী চা বাগানে কাজ করে তাদের জীবন জীবিকা চালাচ্ছে। এদিকে উপজেলার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যেও পর্যটকদের নিরাপত্তা এবং সুবিধা বাড়ানো হয়েছে। এর বাইরে উপজেলার ২৪টি চা বাগান, গ্রীনল্যান্ড পার্ক, আদিবাসী পল্লী ও সীমান্ত এলাকায়ও পর্যটকদের উপচেপড়া ভীড় জমে উঠবে বলে আশা করা হচ্ছে। গ্রীনল্যান্ড পার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সায়েদুল হক সোহাগ প্রথম সেবাকে জানান, ঈদ-উল আযহা উপলক্ষে গ্রীনল্যান্ড পার্ক সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। ভ্রমণ পিপাসুদের জন্য নৌকা, টেনিস খেলা, বাচ্চাদের দোলনা, লেইকসহ বিভিন্ন ধরণের বিনোদনমূলক স্পট নতুন করে সাজানো হয়েছে। এছাড়াও আমাদেরও রয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *