চুনারুঘাটে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তেেপ আফরোজা আক্তার নামে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। রোববার (১১ মার্চ) দুপুরে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি এ বিয়ে বন্ধ করেন। আফরোজা উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে এবং চুনারুঘাট অগ্রণী উ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীায় অংশ নেয়। ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, দুপুরে উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে আফরোজার বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তিনি সেখানে যান। এসময় মেয়ের বাবা আজগরের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেখা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
Share on Facebook
Leave a Reply