Daily Archives: April 9, 2018

হবিগঞ্জে শিল্পবর্জ্যে বিবর্ণ সুতাং নদী, হুমকিতে কৃষিজমি

আবুল হাসান ফায়েজ:গ্যাস-বিদ্যুতের প্রাপ্যতা, সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত ৫২ কিলোমিটারেই অর্ধশতাধিক শিল্প-কারখানা। অচেনা হবিগঞ্জে যেন শিল্পবিপ্লব। এসব শিল্পের মধ্যে বেশকিছু বড় গ্রুপের কারখানাও রয়েছে। অনেকে জায়গা কিনে রেখেছেন নতুন শিল্প গড়ার প্রত্যাশায়। চালু শিল্পের বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে জেলার নদী-খাল। একই দূষণে হুমকিতে পড়েছে জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সুতাং নদীও। মাধবপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত শিল্প এলাকাগুলোতে ঘুরে দেখা যায়, শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি মিশছে খাল-বিল ও জলাশয়ে। খাল-জলাশয় বেয়ে একই বর্জ্য বিষিয়ে তুলছে সুতাং নদীর পানি। এর মধ্যে হবিগঞ্জের অলিপুর এলাকায় গড়ে ওঠা শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে ব্যাপকভাবে দূষিত হয়েছে নদীটি। শিল্পবর্জ্যের দূষণের কারণে নদী-তীরবর্তী বুল্লা, করাব, লুকড়া, নূরপুর, ব্রাহ্মণডোরা, রাজিউড়া, লাখাই সদরসহ বেশ কয়েকটি ইউনিয়নের ...