Monthly Archives: March 2018

ব্যক্স সভাপতি আকল মিয়া খুন ॥ হতাশায় চুনারুঘাটবাসী

বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যাকান্ডের দীর্ঘ ১৩দিন পরও ঘাতকরা গ্রেফতার হয়নি। উদঘাটিত হয়নি খুনের রহস্য। যদিও পুলিশ বলছে, খুব শীঘ্রই এ হত্যার কারন উদঘাটন ও খুনিদেরকে গ্রেফতার করা হবে। পুরো মামলাটি তদন্তে কাজ করছে হবিগঞ্জ ডিবি পুলিশ। ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়াকে প্রধান করে আরেকটি তদন্ত টিম গঠন করা হয়েছে বলে ১২ মার্চ সোমবার চুনারুঘাট উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি জানিয়েছেন। গত ১ মার্চ বৃহস্পতিবার ভোর অনুমান সাড়ে ৫টায় আবুল হোসেন আকল মিয়া নিজ বাসা থেকে হেটে ফজরের নামাজ পড়ার জন্য বাল্লা রোডস্থ স্থানীয় আল মদিনা মসজিদে ...

চুনারুঘাট বাল্লা স্থলবন্দর থেকে ফের চালু করা হবে রেল ॥নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গত শুক্রবার সকালে তিনি বন্দরের প্রস্তাবিত নতুন স্থান এবং বিদ্যমান বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে অধিগ্রহণকৃত স্থানের লোকজনের সাথে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, বন্দরের আধুনিকায়নের কাজ যাতে দ্রুত হয় তার জন্য তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। বিশেষ করে এই বন্দর আধুনিকান হলে সেখানে অর্থনৈতিক কর্মকান্ড অনেক বেড়ে যাবে। এর সাথে তাল মেলাতে বন্ধ থাকা বাল্লা রেল লাইন আবারও কিভাবে চালু করা যায় তার জন্য চেষ্টা করা হবে। এটি চালু হওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। আগামী জুন মাসে জেলা প্রশাসক সম্মেলনেও বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হবে বলে তিনি জানান। পরিদর্শনকালে ...

স্বাস্থ্য খাতে সরকার খুবই আন্তরিক ॥ এড. মাহাবুব আলী এমপি

আবুল হাসান ফায়েজ ॥ উন্নত সেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই শ্লোগানকে সামনে রেখে ফতেহ্গাজী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টায় শাহজীবাজার, ওয়াপদা ফতেহ্ গাজী মেডিসিন  ডায়াগনস্টিক সেন্টারের নিজ ভবনে উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়ন চেয়ারম্যান জনাব, শাহাব উদ্দিন এর সভাপতিত্বে, প্রভাষক এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এম.পি. এড. মাহাবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ মাখন চকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য রফিকুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি খাদেম আলহাজ্ব সিদ্দিক শাহ্, মিরপুর পাচঁ গা নেতা ফয়সল আহম্মেদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন,ইউনিয়ন যুবলীগ সভাপতি শামসুল ইসলাম, বাংলাদেশ ...

আকল মিয়া হত্যা আমার কিছু কথা

কামরুল ইসলাম ॥ জন্মিলে মৃত্যু অনিবার্য। কিন্তু প্রত্যেকটি মানবজাতি তার মৃত্যুকে সুন্দর সুস্পষ্টভাবে আলিঙ্গন করতে কামনা করে। অস্বাভাবিক অনাকাঙ্কিত মৃত্যু যেমন মানুষকে  কাদাঁয়, তেমনি ইতিহাসও সৃষ্টি করে। আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া চাচাকে আমি বলতে গেলে স্কুলে পড়াকালীন থেকেই চিনি। সদালাপী হাস্যজ্জল ওই মানুষটি আমাকে সাংবাদিক বেটা বলে সম্ভোধন করতেন, কখনো আমাকে নাম ধরে ডাকতে শুনিনি। বয়সে আমি তার ছেলের বয়সের মত এক জন। তারপরও তিনি নিজেকে সুন্দর উপস্থাপন করতেন। যতটুকু শুনেছি-জেনেছি  তিনি আনেককেই নাম ধরে ডাকেননি। কেন এমন অবস্থা কখনো জিজ্ঞেস করতে পারিনি। ২ যুগের অধিকাল সময় তিনি ব্যাবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী ছিলেন। বর্তমানে সভাপতি পদে আসিন হলেও উনাকে সেক্রেটারী হিসেবে সাধারণ মানুষ ছিনতেন। চুনারুঘাটের সদর ব্যবসায়ী ছাড়াও উপজেলার ...

চুনারুঘাটের চা-বাগানে কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চা বাগানের চা শ্রমিক ও আদিবাসীদের চলতি মওসুমে মশার উৎপাত থেকে বাচাঁতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা আমু চা বাগানের সাওতাল লাইনে মশারি বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু তাহের। হীড বাংলাদেশ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক অনিল কুমা দেব, উপজেলা ব্যবস্থাপক আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, আহমদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আবু নাসের ও হেলথ কর্মী আঃ ছাত্তার। হীড বাংলাদেশের উদ্যোগে উপজেলার ২৪টি চা বাগানে এবং সাতছড়ি. রেমা. কালেঙ্গা এলাকার নৃত্বাত্বিক জনগোষ্টীর মধ্যে ২৬ ...

রুপেনা কোথায়?

জসিম উদ্দিন ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাঠাল বাড়ি এলাকার জিতু মিয়ার কন্যা রুপেনা আক্তার (২৫) প্রায় ২৫ দিন ধরে নিখোজ রয়েছেন। নিখোজের ঘটনায় চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরী করেছেন রুপেনার মা। থানা দারোগা অলক ঘটনাস্থল পরিদর্শন করলেও নিখোজ রুপেনা আক্তার কে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামীর সাথে রুপেনা ঝগড়া বিবাদ ছিল। এ গুলো মীমাংসা হওয়ার পর ছোট শিশু বাচ্ছাকে রেখে সে নিখোঁজ হয়। দীর্ঘ ১ মাস যাবৎ নিখোজ থাকায় পরিবারের মাঝে আতংক বিরাজ করছে। সে আদৌ বেঁেচ আছে কিনা কিনা মেরে ফেলা হয়েছে এ নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।

চুনারুঘাট আমকান্দিতে রাস্তা ভাঙন জনদূর্ভোগ চরমে

সাইফুর রহমান ॥ চুনাররুঘাট পৌর সভার ৮ নং ওয়ার্ডের উত্তর আমকান্দি- চুনারুঘাট বাজার সংযোগ সড়কে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। জন দূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সড়ক টি দিয়ে প্রতিদিন শত শত সাধারন পথচারী,স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও ছোট খাটো মালামালের গাড়ি চলাচল করে। ইদানিং ট্রাক্টর সহ বিভিন্ন প্রারের ভারী যানবাহন চলাচল করার কারনে এ ভাঙন দেখা দিয়েছে বলে জানা গেছে। রাস্তা দিয়ে চলাচলকারী এক পথচারী বলেন, এই রাস্তা ভাঙনের কারনে আমরা বহু কষ্ট পোহাচ্ছি। রিক্সা দিয়ে বাড়ি আসতে পারি না। বৃষ্টি হলে সমস্যা আরো বেড়ে যায়। এক কথায় যাতায়তে খুব সমস্যা হচ্ছে।

চুনারুঘাট পৌরসভা ৯নং ওয়ার্ডের কালভার্টের সংস্কার চাই।

শেখ খাইরুল কবির ॥ চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গেছে একটি খাল। খালটির উপর রয়েছে একটি কালভার্ট। এলাকায় জুড়ির পুল নামে পরিচিত।  কালভার্ট দিয়ে চন্দনা ধলাইরপাড়,মধ্য আমকান্দি,উত্তর আমকান্দি গ্রামের সহস্রাধিক বাসিন্দার যাতায়ত ঘটে। কিছুদিন আগে রাস্তার সংস্কার হলেও সংস্কার হয়নি পুরোনো ব্যবহৃত কালভার্টটি। কালভার্টটি পুরোনো হওয়ায় তার অবকাঠামোগত সমস্যা দেখা দেয়। এর ফলশ্রুতিতে কিছু দিন আগে কালভার্টের মধ্যভাগ হতে বিরাট একটি অংশ নিচে ধসে পড়ে যায়। যার ফলে যাতায়তকারী গ্রামবাসীগুলোর জন সাধারনের দৈনিক চলাচলে চরম বিঘ্নতা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দা শেখ হাবিবুর রহমানের সাথে কথা বলে জানা যায়,কালভার্টটি ২০-২৫ বৎসর আগে নির্মীত হয়েছিলো। তাই আপামর জন সাধারণের প্রানের  দাবি কালভার্টটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগি করে তোলা হোক।

চুনারুঘাটে আইন শৃংখলা সভা অনুষ্টিত

স্টাফ রিপোটার ॥ গত সোমবার ১১ টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃংখলা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহলদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া খাতুন, চুনারুঘাট থানা ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, চেয়ারম্যান হুমায়ুন কবির খান, আলহাজ্ব আবুল হাসনাত চৌধুরী সনজু, আলহাজ্ব সামছুজ্জামান শামীম, ফজলুর রহমান তরফদার সবুজ, আব্দুর রশিদ,           রমিজ উদ্দিন, চুনারুঘাট প্রেসকাব সভাপতি কামরুল ইসলাম, যুগ্নসম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, বিজিবি কোম্পানী সুবাদার বাল্লা ও সাতছড়িসহ উপজেলা বিভাগীয় কর্মকর্তা বৃন্দ। সভায় প্রথমে আইন শৃংখলা সভার সদস্য ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হেসেন আকল মিয়াকে নৃঃশংস ভাবে হত্যাকান্ডের ঘটনায় ১ মিনিটের ...

চুনারুঘাটে স্বাধীনতার ৪৭ বছর পরও ফায়ার স্টেশন সার্ভিস চালু হয়নি

এস আর সুজন ॥ স্বাধীনতার ৪৭ বছর পরও প্রায় ৫লাখ জনসংখ্যা অধ্যুসিত চুনারুঘাট উপজেলায় আজও ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়নি। বিভিন্ন সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ সময়ে সময়ে ঘোষনা দিয়ে গেলেও বাস্তবে তা রূপ নেয়নি। চুনারুঘাটে অনাকাঙ্খিত একটি অগ্নিকান্ডের পর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী মহলের নেতৃবৃন্দ ফায়ার স্টেশনের বিষয়ে সোচ্ছার হন। তা কিছুদিন যেতে না যেতেই জিমিয়ে পড়ে। সম্প্রতি চুনারুঘাট উপজেলা সদর ও সতং রাস্তার মুখে অগ্নিকান্ড ঘটলে স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্র পত্রিকায় মত লিখেন। মাত্র ৩৩ শতক জমি অধিগ্রহনের কারণে চুনারুঘাটে একটি ফায়ার স্টেশন চালু হচ্ছে না এটি অসম্ভব অপমানের। রাজনৈতিক ব্যক্তিদের একনিষ্ট ভূমিকাই একটি ফায়ার স্টেশন চালু করা সম্ভব।

চুনারুঘাটে এক সপ্তাহে ১০ মোটর সাইকেল ও স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এর বাসায় চুরি

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অনেকটা দিনেদুপুরেই চুরি হচ্ছে মোটর সাইকেল। অফিসপাড়া, বাসা-বাড়ি ও দোকানপাটের সামন থেকে চুরি করা হচ্ছে মোটর সাইকেল। থানায় এ বিষয়ে অভিযোগ করেও কোন ফায়দা হচ্ছে না। চুরি যাওয়া মোটরসাইকেলের একটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। গত এক সপ্তাহে চুনারুঘাট উপজেলা সদর থেকে ১০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সবগুলো চুরিই হয়েছে দিনদুপুরে। এলাকাবাসী জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবুর রহমানের মোটর সাইকেল সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামন থেকে চুরি করার পর হজম

রাজনৈতিক জীবনের ৪০টি বছর সুখে-দুঃখে জনগণের পাশে থেকেছি ॥ চ্যানেল ২৪ এর টকশোতে এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমার এমপি ডটকমের উদ্যোগে দেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টি ফোর’এ ‘কি ভাবছেন সম্ভাব্য প্রার্থীরা’ শীর্ষক টকশোতে অংশ নিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গত শনিবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এই টকশো। অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক ফারাবী আনোয়ার সদর-লাখাই ও নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে ২ বার নির্বাচিত সফল সংসদ সদস্য হিসাবে এডভোকেট মোঃ আবু জাহির এর সাথে আলোচনা শুরু করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। এরপর থেকেই দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে আওয়ামী ...

চক্রান্ত ষড়যন্ত্র ও মিথ্যাচার করে মানুষের ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করা যাবে না ॥ মেয়র জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- শত চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার করে হবিগঞ্জের মানুষের ভালবাসা থেকে আমাকে বঞ্চিত করা যাবে না। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলেন। মেয়র জি কে গউছ বলেন- দীর্ঘ ৩৬ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে যখন যেভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে তখনই হবিগঞ্জবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি। ২০০৪ সালে প্রথম হবিগঞ্জ পৌরসভার চেযারম্যান নির্বাচিত হয়েই হবিগঞ্জের পরিত্যক্ত রেলটেকের উপর বাইপাস সড়ক, এম সাইফুর রহমান টাউন হল, খোয়াই নদীর উপর নির্মিত এম সাইফুর রহমান ব্রীজ, কিবরিয়া ব্রীজ, এম এ রব ব্রীজ, পানির ট্রিটম্যান্ট প্লান্ট, ...

চুনারুঘাটে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তেেপ আফরোজা আক্তার নামে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। রোববার (১১ মার্চ) দুপুরে ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি এ বিয়ে বন্ধ করেন। আফরোজা উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে এবং চুনারুঘাট অগ্রণী উ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীায় অংশ নেয়। ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি বলেন, দুপুরে উপজেলার চানপুর বস্তির আজগর আলীর মেয়ে আফরোজার বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তিনি সেখানে যান। এসময় মেয়ের বাবা আজগরের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেখা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।

শায়েস্তাগঞ্জে রেল ব্রিজের পাশে সুতাং নদীর মাটি কেটে বাঁধ দখল চলছে

মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে সুতাং নদীর রেলব্রিজের পাশে নদীর বাঁধের নিচ থেকে মাটি কেটে নিয়ে বাঁধেই ভরাট করে ভিট তৈরি করা হচ্ছে। এ কারণে নদীর রূপরেখা পাল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, রেলব্রিজের কাছে নদীর পূর্বপাড়ের নিচে বেশ কয়েকজন শ্রমিক মাটি কাটছেন। তারা মাটিগুলো নদীর বাঁধের উপরে ফেলে ভিট তৈরি করছেন। আর দাঁড়িয়ে মাটিকাটা পর্যবেক্ষণ করছেন (এরপর পৃষ্টা-০৩)

মাধবপুরে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথী আক্তার (৩২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর এলাকা থেকে তাকে আটক করেন মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। সাথী ওই এলাকার কাজল মিয়ার স্ত্রী। আটকের সত্যতা নিশ্চিত করে এসআই মমিনুল জানান, সাথী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাথীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

মামলাবাজ বিনা’র খুটির জোর কোথায় ?

গাজীপুর সংবাদদাতা ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্তে মামলাবাজ নারীর রোষানল থেকে রাক্ষা পেতে তিন গ্রামের মানুষের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর ইউপি’র মানিকভান্ডার গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুুল মালেক। প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মুন্সী আঃ হাশিম, মুক্তিযোদ্ধা ফজর আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ জলিল, মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা ছুরত আলী, মুক্তিযোদ্ধা তাজ চৌধুরী, সমাজ সেবক রফিক চৌধুরী, আঃ আজিজসহ ছাত্র-শিক্ষক, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্য সোনাই মিয়া বলেন, মামলাবাজ বিনা আক্তারের বয়স (৩০)। ...

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১৪ মার্চের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার : ‘রাজনীতি’ সিনেমার নায়ক শাকিব খান, পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ১৪ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শষে বিচারক হবিগঞ্জের ডিবির ওসিকে ১৪ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ নিয়ে ৪ বার প্রতিবেদন দেয়ার নির্দেশ দিলেন বিচারক। এদিকে মামলার বাদী বানিয়াচঙ্গের ইজাজুল মিয়া সাংবাদিকদের জানান- “তদন্তকারী কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে সময় কর্তন করছেন। এখন শোনা যাচ্ছে মামলার ১ নং আসামী শাকিব খানকে বাদ দিয়ে প্রতিবেদন দাখিলের চেষ্টা করছে পুলিশ। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান- শাকিব খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রতারণা ও ...