Daily Archives: September 1, 2014

রহমত ডাকাত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার থেকে কুখ্যাত ডাকাত সর্দার রহমত আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত ডাকাত উপজেলার সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে। থানার এসআই মমিনুল ইসলাম জানান, রহমত আলীর বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

বিজয়ের প্রতিধ্বনি প্রকাশনা অনুষ্ঠান

খন্দকার আলাউদ্দিন ॥ প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন গণমাধ্যম হচ্ছে গণতন্ত্র সুরক্ষার অপরিহার্য্য অংশ। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। গণমাধ্যমকে সুশাসন কায়েমের জন্য এবং সামাজিক বৈষম্য ও দূর্নীতি রোধে কথা বলতে হবে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেলে গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কাজ করেছেন। ২০০৯ সালে অবাধ তথ্য অধিকার আইন পাশ হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে মানহানীকর সংবাদ প্রকাশ করার কারণে দায়েরকৃত ে এরপর পৃষ্ঠা-২ মামলায় পূর্বে গ্রেফতারী পরোয়ানা জারী হতো। বর্তমান সরকার সেটা রহিত করে নোটিশ জারী করার ব্যবস্থা করেছে। সাংবাদিকদের কল্যাণের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। গত কয়েকদিন পূর্বে ১শ’ ৮৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা ...

দেশে আসছে গরু ও ছগল

স্টাফ রিপোটার ॥ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মিয়ানমার থেকে দল বেঁধে আনা হচ্ছে গরু ছাগল। আর এসব গরু ছাগল রাজধানী ঢাকা হয়ে পরে বিভিন্ন জেলা শহরে পাইকারী ব্যবসায়ীরা ক্রয় করে জবাই করে মাংস বিক্রি করছে। এতে যে কোন সময় প্রান ঘাতি রোগ মেনিনজাইটিস মানুষের দেহ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র জানায়, মিয়ানমারের আরাকান বাক্যে মিনিনজাইটিস রোগে অনেক মানুষ মারা যাচ্ছে। আর এ খবর দেশে ছড়িয়ে পড়লে মিয়ানমারের গরু দেশে প্রবেশে কঠোর নির্দেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কোন গবাদি পশু দেশে প্রবেশ না করতে সং¯িষ্ট জেলা প্রশাসনকে সর্তকতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অবাধে দেশে গরু ছাগল আনা হচ্ছে। আর ...

কী অপরাধ তাদের

?প্রিয় পাঠক। কি লিখব। আছি আতংকে। কারণ তো বুঝতেই পেরেছেন। নাকি খুলেই বলতে হবে? তাহলে বলেই ফেলি। প্রথমেই দেশের বিশিষ্ট চিন্তাবিদ চ্যানেল আই’র কাফেলার উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর কথা বলছি। প্রতি রমজান মাস আসলেই চ্যানেল আই’এ বিকেলের কাফেলা অনুষ্ঠানটি পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে উপভোগ করতাম। এসময় মাওলানা নুরুল ইসলাম ফারুকীর উপাস্থাপিত কালেকশন গুলো আমাকেভিষণ আবেগ প্রবণ করে তুলত। বলতাম তিনি না জানি কত ভাগ্যবান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- এমন একজন চিন্তাবিদকে নির্মম ভাবে খুন হয়ে পরপারে চলে যেতে হবে এটা কি কেউ জানত। হয়তো এই অনুষ্ঠানটি থাকবে কিন্তু একজন চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী কে আর টিভির পর্দায় দেখা যাবে না। প্রিয় পাঠক। আপনারা হয়তো তাকে ভালো করেই চিনেন। ...

তিন কারণে নিষ্পত্তি হচ্ছে না শ্রীকুটার আলোচিত সালিশ

!স্টাফ রিপোর্টার ॥ শ্রীকুটার আলোচিত প্রেম নাটক, প্রেমিককে হত্যার চেষ্টা অতঃপর শালিস বৈঠকে প্রেমিকার বাবাকে ৫ লক্ষ টাকার জরিমানার ঘটনাটি তিন কারণে নিষ্পত্তি হচ্ছে না। প্রথমত, স্থানীয় কিছু সংখ্যক মধ্যস্বত্ত ভোগীদের ক্রিমিনালি-দুপক্ষের মাঝে কথা চালাচালি, দ্বিতীয়ত, প্রেমিকার বাবা হাজী দুলালের খুটির জোড়, তৃতীয়ত, মুরব্বিদের দুর্বলতা। রায় কার্যকরে মুরুব্বিরা একদিকে হিমশিম খাচ্ছেন অন্যদিকে প্রেমিকার আত্মীয় স্বজনকে রক্ষা করবেন নাকি প্রেমিকের পক্ষে থাকবেন এমন দু’টানায়। ফলে ঘটনাটি এমুহুর্তে শেষ হচ্ছে না। এদিকে প্রেমিকার বাবা হাজী দুলাল এর উপর ধার্য করা ৫লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা অনেক কলাকৌশল করে প্রেমিক রায়হানের হাতে তুলে দিয়েছেন। বাকি টাকাগুলো  গুরুত্বর আহত প্রেমিক রায়হান পাবে কিনা এনিয়ে সংশয় প্রকাশ করেছেন। অন্যদিকে হাজী দুলাল জরিমানার টাকা দিতে ...

আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ

এসএম জিলানী আখনজী ॥ গত শনিবার আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কলেজ চত্তরে গভার্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সভাপতিত্বে ও বাংলা প্রভাষক সিদ্দিক বিশ্বাসের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুল শাখার ধর্মীয় শিক্ষক মোঃ মহিউদ্দিন, গীতা পাঠ করেন স্বপন কার্তীক, স্বাগত বক্তব্য রাখেন আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন ও কলেজ শাখার একাদ্বশ শ্রেনীর ছাত্রী স্মৃতি বেগম। অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আঃ রহমান আজাদ, অভিভাবক প্রতিনিধি আঃ কাসেম মাষ্টার, দিদার আলী, শামসুল আলম ফুল মিয়া, ইঞ্জিনিয়ার আবুল কালাম, স্থানীয় আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, দৈনিক তরফ বার্তার বার্তা সম্পাদক সাংবাদিক ...

লামাতাসীর চেয়ারম্যান টেনু’র বিরুদ্ধে দুদকে অভিযোগ ॥ ৩ বছরে ১১ লাখ টাকা আত্মসাতলামাতাসীর চেয়ারম্যান টেনু’র বিরুদ্ধে দুদকে অভিযোগ ॥ ৩ বছরে ১১ লাখ টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান টেনুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। পাশাপাশি, ওই ইউনিয়নের সকল সদস্যগণ তার বিরুদ্ধে অনাস্থা দেয়ার জন্য অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন। অভিযোগে প্রকাশ, চেয়ারম্যান টেনু গত ৩ বৎসরে ১৪টি প্রকল্পের প্রায় ১১ লাখ টাকা আত্মসাত করেছেন। প্রকল্প গুলো হল, পরিষদের অফিস উন্নয়ন বাবদ বরাদ্ধকৃত ৪ মেট্রিক টন চাউলের ১ লাখ টাকার মধ্যে ৯০ হাজার টাকা। একই কাজের জন্য পৃথক বরাদ্ধের ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা। অফিসের আসবাবপত্র উন্নয়নের জন্য বরাদ্ধকৃত ১ লাখ ৫০ হাজার টাকা। ভূলকোট আদর্শ বিদ্যা নিকেতনের বাউন্ডারী দেয়াল নির্মাণের জন্য বরাদ্ধকৃত ১ ...

চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন ছুরত আলী’র স্ত্রী লিপি ও তার পরিবার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আব্দুর রহিমপুর গ্রামের ছুরত আলী’র স্ত্রী লিপি আক্তার এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন। এলাকার একদল কুচক্রী মহলের উপর মামলা করায় তারা এখন লিপিকে নাজেহাল করতে মরিয়া হয়ে উঠেছে। জানা যায়, আব্দুর রহিমপুর গ্রামের ছুরত আলী’র স্ত্রী লিপি বেগম (৩০) বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় ঘটনার সাথে জড়িত ৪ জনকে। তারা হলেন আব্দুর রহিমপুর গ্রামের আব্দুর রউফ (৩০), আব্দুল হান্নান (২৮), আব্দুল হামিদ (৩২) ও আব্দুল জাহির (৩৮)। মামলা দায়েরের পর থেকে ওই মামলার বাদী গৃহবধু লিপিকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিয়ে আসছে। আসামীদের হুমকি-ধামকিতে লিপি ও তার স্বামী ছুরত আলীর পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন। ...

চুনারুঘাটে আসল মুক্তিযোদ্ধার নাম দিয়ে নকল মুক্তিযোদ্ধাদের ভাতা উত্তোলন

স্টাফ রিপোর্ট ॥ চুনারুঘাট উপজেলার আসল মুক্তিযোদ্ধা নাম দিয়ে নকল মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করা হয়। জানা যায় গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়োন কবির চৌধরী দীঘদিন যাবত বিদেশসহ পরিবারের বসাবসরত আছেন। ২০১০ সালে জুলাই অর্থবছরের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা তার নামে বরাদ্দ ও ভাতা বই ইস্যু কার হয় । কে বা কারা তার নামের ভাতা উত্তোলন করেছেন। উল্লেখ্য, জুলাই ২০১০ হতে ২০১১ সালে ডিসেম্বর পযন্ত বইর মাধ্যমে উত্তোলন করা হয়। ২০১১ সালে সরকারের নিদেশ অনুযায়ী মুক্তিযোদ্ধারা ১০ টাকা ব্যাংক হিসাব খোলার জন্য বলা হয়। ২০১২ সালে জানুয়ারী হইতে ২০১৪ সালে জুন পযন্ত মুক্তিযোদ্ধা ব্যাংক হিসাবে হস্তাতর করা হয়। সেই শুবাদে মুক্তিযোদ্ধারা নিজ নিজ হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আসছেন। ...

শেডটি পাচার অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ শেড-টি পাচার থেমে নেই। বাগানে চা-শ্রমিকরাইএখন শেডটি পাচার করেছে। রাস্তায় কোথাও আটকা পড়লে বলছে বাড়ির গাছ। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাারের সিল মোহর চিহ্নত কোন কাগজ পত্র আছে কিনা জানাতে চাইলে জানায়, ও গুলো নেই। গতকাল রবিবার সকালে চান্দপুর সড়কের সুতাং নদীর ব্রীজ সংলগ্ন স্থানে বিমল নামে এক চা-শ্রমিকের গাছ পাচারের দৃশ্য ক্যামেররা বন্দি করলে এ কথা বলে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চা-শ্রমিকরাই উল্লেখ্যযোগ্য হারে শেড-টি পাচার করছে। শেড-টি পাচারকারী চা-শ্রমিকরা বাগানে চলাচলের সুবিধা হওয়া তারা রাতের আধাঁরে তারা শেড-টি কেটে ভোর বেলায় হাত বদল করে। বিনিময়ে তারা পায় গাছের অর্ধেক মূল্য। অন্য পাচারকারীরা স্থানীয় ছ’মিলে নিয়ে চিরাই করে পাচার করে থাকে

যে কারণে স্থগিত হলো রশিদপুর গ্যাসক্ষেত্রের নতুন কূপের উদ্বোধন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৮নং কূপ থেকে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরুর কথা থাকলে হরতালের কারণে স্থগিত হয়ে গেছে। ফলে প্রতিদিন ১৫ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি যাচ্ছে না। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রফেসর ড. হোসেইন মনসুর প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমে উদ্বোধন করার কথা ছিল। রোববারের হরতালকে কেন্দ্র করে অনুষ্ঠানটি স্থগিত হয় বলে একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে। রশিদপুর গ্যাস ফিল্ডের ৮নং কূপ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক (অপারেশন) আমীর হোসেন জানান, দেশের গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতা অগমেন্টেশন অব গ্যাস প্রোডাকশন আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের অধীনে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর রশিদপুর গ্যাস ফিল্ডে ২০১০ সালে সম্পাদিত ...

দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। জানা যায়, শনিবার সকাল ৯টায় উপজেলার আতিকপুর গ্রামের তামশা মিয়া তার নিজ জমিতে ধান কাটতে গেলে একই গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মাসুক মিয়াসহ একদল দুর্বৃত্ত পুর্ব বিরোধের জের ধরে হামলা চালায়। হামলাকারীদের রামদার কুপে তামশা মিয়া (৪৫) ও তার স্ত্রী ফরচাঁন (৩৫) গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কতব্যরত চিকিৎসক গুরুতর আহত তামশা মিয়া ও তার স্ত্রী ফরচাঁনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।

প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের মৃত আব্দুর রশিদের বউ নুরচাঁন (৫৫) ও তার মেয়ে রাবিয়া খাতুন (৩৮) তাদের জমিতে শিম গাছের পরিচর্যা করতে গেলে একই গ্রামের মৃত ইউসুফ উল্লার ছেলে ফরিদ মিয়াসহ একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় নুরচাঁন (৫৫) ও তার মেয়ে রাবিয়া খাতুন (৩৮) গুরুতর আহত হয়। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে আগমনকারীদের করণীয়

প্রথম সেবা ডেস্ক ॥ বিশ্বব্যাপী উৎসুক জনতা প্রত্যাশা ও আকাক্সক্ষা পোষণ করে যুক্তরাষ্ট্রে আগমনের। তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে, একমাত্র যুক্তরাষ্ট্রেই তাদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। ফলে প্রায় সব দেশের লোকজন প্রতিনিয়ত প্রচেষ্টা চালায় যে, কিভাবে যুক্তরাষ্ট্রে আসা যায়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইদানীং বাংলাদেশ থেকে ‘বি-১-বি-২ ভিসায়’ যুক্তরাষ্ট্রে আগমনের বেশ হিড়িক পড়েছে। এ পরিস্থিতি একদিক থেকে যেমন শুভ ও আশাব্যঞ্জক, অন্যদিকে যারা যুক্তরাষ্ট্রে আসছেন তাদের জন্য হতাশাও বয়ে আনছে এবং বাড়তি ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যারা বাংলাদেশে নিজেদের মোটামুটি গুছিয়ে নিয়ে একটি অবস্থানে ও মর্যাদায় প্রতিষ্ঠিত করে নিয়ে ছিলেন তারা স্বপ্নের দেশ আমেরিকায় আসার ফলে নতুন করে নানা দ্বিধাদ্বন্দ্ব ও অনিশ্চয়তার মধ্যে পতিত হচ্ছেন। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন পরিবেশ পরিস্থিতির সাথে খাপ ...

বাহুবলের আমীন ডাকাত শ্রীমঙ্গলে গ্রেফতার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ডাকাত সর্দার আমীন আলী (৩৮) কে শনিবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করেছে। ডাকাত আমীন আলী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের আলফু মিয়া ওরফে ছাবু মিয়ার ছেলে। রবিবার মৌলভীবাজার কোর্টে তাকে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভানুগাছ রোডে একটি সিএনজি চিনতাইয়ের চেষ্টা করা কালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বাকীরা পালিয়ে যায়। বাহুবল মডেল থানার ওসি মোক্তাদির হোসেন জানান, অস্ত্র,ডাকাতি, নারী নির্যাতন সহ ৬টি রানিং মামলার আসামী। সে অস্ত্র মামলার পলাতক আসামী বলেও জানান তিনি। আমীন আলীর গ্রেফতারের খবর শুনে এলাকায় স্বস্থির নিশ্বাস নেমে আসে। এমনকি মিরপুর ও মহাশয়ের বাজারে মিষ্টি বিতরনও ...

মাধবপুরে স্ত্রীর পরকিয়ার বলি স্বামী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় লোহাইদ গ্রামে স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করায় স্বামী কাউছার মিয়াকে গত ৭ জুলাই রাতে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে ৬ দুবৃর্ত্ত। এ ব্যাপারে নিহতের বাবা এনাম খাঁ বাদী হয়ে খুনের অভিযোগ এনে হবিগঞ্জ জুডিসিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২৫/১৪ ইং। এ দিকে মাধবপুর থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা হওয়ায় আদালত নিহতের বাবার দায়ের করা মামলাটি স্থগিত হয়ে যায়। তাই স্থগিতাদেশ বাতিল করে মামলাটি আইনামলে গ্রহণ করে আইনি পদক্ষেপ দেওয়ার নির্দেশ চেয়ে আইনমন্ত্রীর নিকট আবেদন করেছেন নিহতের পিতা। আইনমন্ত্রীর নিকট দায়ের করা লিখিত আবেদনের প্রকাশ কাউছারের স্ত্রী শিরিন আক্তার পরকিয়ায় আসক্ত হয়ে অপর ৫জন দুবৃর্ত্তকে নিয়ে গত ৭ জুলাই কাউছারকে রাতের বেলায় শ্বাসরুদ্ধ করে ...

বালু চুরি

স্টাফ রিপোর্টার ॥ মাননীয় হাই কোটের নির্দেশেনা চা-বাগান ফসলী জমি বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনায় সরকার ছাড়া চাবাগান সুতাং নদীর বালু উত্তোলনের লিজ প্রদান বন্ধ রেখেছে। সেই সুযোগে এক শ্রেনীর বালু খেকো চোর সুযোগ বুঝে দিনে ও ভোর বেলায় ছন্ডিছড়া চা-বাগান ও সুতাং নদী থেকে বালি উত্তোলন করে গোপনে বিক্রি করছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হবিগঞ্জ থেকে ক্রমে ভাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ট্রাক সহ বালু আটক করে জরিমানা করেন। তার পরও থেমে নেই বালু পাচার । গ্রামের অনিচ্ছুক এক ব্যক্তি জানান,স্থানীয় প্রশাসনকে ম্যানে করেই বালু উত্তোলন ও বিক্রি করা হয়।

চাটপাড়া আইডিয়াল একাডেমীতে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ গত বুধবার চুনারুঘাট উপজেলার চাটপাড়া আইডিয়াল একাডেমীতে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা উলফত উল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামছুল হক, রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোঃ সফিকুর রহমান, ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু, অবসর প্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী হারুনুর রশীদ, প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, প্রতিষ্ঠাতা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, মোঃ খলিলুর রহমান, মোঃ মোমিন আলী, ফরহাদুজ্জামান, মোঃ তুহিন ও যোসেফ প্রমুখ। ...