Daily Archives: September 10, 2014

ঢাকার খিলগাঁও থেকে অপহৃত শিশু ৭২ ঘন্টার পর চুনারুঘাট উদ্ধার..

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা খিলগাওঁ থেকে অপহরনের ৩ দিন পর অপহৃত সুন্নাত (২১) মাসকে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট থানা ওসি অমূল্য কুমার চৌধরী নেতৃত্বে একদল পুলিশ ভোলারজুম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ জানায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাদে ঝিগলি গ্রামের আলহাজ্ব আক্তারুজ্জামানের ছেলে কাওছারুজ্জামান তালুকদার (২৫) চাকুরী সুবাধে ঢাকা খিলগাওঁ এপি বাসা নং ০৫, ব্লক কে, মেইন রোড, দনি বনশ্রী ৪য় তলায় বসবাস করে আসছেন। একই বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শিপা (৩০) আমাদের বাসায় আসা যাওয়া করত দীর্ঘদিন ধরে। গত রবিবার সকাল সাড়ে ৭টা সুন্নাতকে কান্না থামানোর কথা বলে ...

নবীগঞ্জে দুঃসাহসিক চুরি, আটক ৩

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে গত সোমবার গভীর রাতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এসময় সংঘবদ্ধ চোরেরা ১টি মোটর সাইকেল, নগদ টাকা ও অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার ভোরে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাওর থেকে ৩ চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সূত্রে জানাযায় ঐ গ্রামের মাওলানা মতিউর রহমান সাদীর বসত ঘরে রান্না ঘরের চিমনী চুলার উপর ভেঙ্গে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর বাড়ীর লোকজনের অগোচরে ১টি হিরো হোন্ডা, নগদ টাকা, ১টি রঙিন টেলিভিশন, ৪টি দামী মোবাইল ফোন, কাপড় চোপড় অন্যান্য মালামাল সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে ...

মেসির ৪০০ গোলের হাতছানি..

স্টাফ রিপোর্টার.আর্জেন্টাইন যাদুকর লিওনেল মেসি। একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি। ইতিমধ্যে ভুরি ভুরি রেকর্ড নিজের ঝুলিতে তুলেছেন। আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।১৩ সেপ্টেম্বর অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে জোড়া গোল করতে পারলেই জাতীয় দল ও ক্লাবের হয়ে ৪০০ গোল করার কৃতিত্ব স্থাপন করবেন তিনি। ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে ইতিমধ্যে তিনি ৩৯৮ গোল করেছেন।বার্সেলোনার হয়ে করেন ৩৫৬ গোল, আর জাতীয় দলের হয়ে করেছেন ৪২ গোল।  ব্রাজিল বিশ্বকাপে ৪ গোল করে জিতেছিলেন গোল্ডেন বল তথা সেরা খেলোয়াড়ের পুরস্কার। সবশেষ জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪-২ গোলের বড় ব্যবধানে। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হয়নি তার।

গ্রীণ ল্যান্ড পাক ……..রেমা-কালেঙ্গা অভয়ারণ্যের পার্শ্বেই চোখ ধাঁধানো

কি ভাবে আসবেন ঢাকা, সিলেট অথবা হবিগঞ্জ থেকে চলে আসুন শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধা চত্ত্বর। ঢাকা থেকে ১৬৮ কিঃ মিঃ দূরে শায়েস্তাগঞ্জ আসতে পারেন বাসে অথবা ট্রেনে। এরপর শায়েস্তাগঞ্জ থেকে ১২ কিঃ মিঃ দূরে চুনারুঘাট আসতে হবে। চুনারুঘাট থেকে রাণীগাঁও রাস্তায় ৬ কিঃ মিঃ দূরত্বে পারকুল বাগানে গ্রীণ ল্যান্ড পার্ক অবস্থিত।