Daily Archives: September 17, 2014

কুলাউড়ায় কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু…

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর এলাকায় কীটনাশক পান করে কুলসুম বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুলসুম বেগম ওই এলাকার এরশাদ আলীর স্ত্রী।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে কুলসুম কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করে।পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাতছড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার…

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির ত্রিপুরা পল্লীর অজিত বর্মার বাড়ির ছাগল রাখার ঘরের নিচে বাঙ্কার থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুর সোয়া ১টা থেকে ঘণ্টাব্যাপী এ উদ্ধার অভিযান চালানো হয়। এসময় ১৪ বস্তা গোলাবারুদ উদ্ধার করা হয়।এর মধ্যে ১১২টি ৪০ মিলিমিটার রকেট ও ৪৮টি রকেটের চার্জার রয়েছে। র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং কমান্ডার মুফতি মাহামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং কমান্ডার মুফতি মাহামুদ খান ছাড়াও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা।

অপরাধীরা যেই হোক কাউকে ছাড় দেয় হবেনা

মোঃ ওয়াহেদ আলী ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, অপরাধীরাদের কোন জাত গোষ্টী নেই। সে যে দলেরই হউক তাকে ছাড় দেয়া হবে না। জেল কোন অপরাধীদের সায়েস্তা করার কৌশল নয়। বরং তাকে সকলের সম্মিলিতভাবে অপরাধ থেকে বুঝিয়ে আনতে হবে। তিনি প্রধান অতিথির বক্তব্যে রবিবার সকাল ১১ টায় চুনারুঘাট পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তাফা শহিদ অডিটরিয়াম চুনারুঘাট পুলিশ প্রাশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে সভায় এ কথাগুলো বলেন। হবিগঞ্জের এএসপি (দঃ)সার্কেলের মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। উপজেলা নির্বাহী ...

বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম্ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বিশিষ্ট রাজনিতিবিদ, সমাজসেবক ও ৬ নং  সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিন এর ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে চুনারুঘাট পৌর শহরের মুসলিম প্লাজায় মিলাদ মাহফিল ও মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবকে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব হুসাইন আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আঃ হাই, বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতাহির চৌধুরী,মরহুমের বড় ছেলে নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন ...

নির্বাচিত চা-শ্রমিক প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা রাজীবের মত বিনিময়

খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ নির্বাচিত চা-শ্রমিক প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব মত বিনিময় করেছেন। তিনি গতকাল রবিবার সারাদিন ব্যাপী ঢাকা সিলেট মহা-সড়কের জগদিশপুর নুরজাহান হোটেলের হলরুমে হবিগঞ্জ জেলার ২৯টি চা-বাগানের শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত চা-শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা দিয়ে ছিলেন, জননেত্রী শেখ হাসিনা আপনাদের মধ্যে গনতন্ত্র প্রতিষ্টা করেছেন। দৈনিক মজুরী ২২ টাকা থেকে ৬৯ টাকা করেছেন, ৬৯ টাকা থেকে সেটি ১২০ টাকা করা হবে শ্রীঘ্রই। এ ছাড়া শিশু-কিশোরদের জন্য স্কুল, স্বাস্থ্যসম্মত পায়খানা, বিদ্যুৎ, চিকিৎসা বিষয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার ব্যাপারে একটি তালিকা প্রনয়ন করছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ...

সাপের সাথে দোস্তী

!শিয়ালপুর গ্রাম। ২০০ লোকের বসবাস ছিল। ঝোপ-জংগলে ভরপুর ওই গ্রামটিতে বিষধর গোখরা সাপের ছিল অবাধ বিচরণ। সাপটি এমনি রাক্ষুসে ছিলো যে একে একে সবাইকে দংশন করতে থাকে। ২০০ লোকের মধ্যে শুধু সাপের দংশন থেকে রক্ষা পায় পিতা-পুত্র। অন্য সবাই......। পিতাÑপুত্র আরাম আয়েশে বসবাস শুরু করলো। তারা ভাবলো হয়তো সাপের ছোবল থেকে রক্ষা পেয়েছে। কিন্তু না। হঠাৎ একদিন পুত্রকে সাপ দংশন করে ফেলে। পুত্র হারা ে এরপর পৃষ্ঠা-২ পিতা জেদ ধরে। নিজে নিজে প্রতিজ্ঞা করলো-সবাই যখন মরে গেলো তাহলে নিজে বেচেঁ লাভ কি? আমাকে তো ওই সাপ বাঁচতে দেবে না। তাহলে সাপকে মেরেই মরি। একটি কোদাল নিয়ে সাপকে মারতে গেলো বেচারা পিতা। এমন কোপ দিলো যে, কোপটি সাপের শরীরে না লেগে ...

একটি বাড়ী একটি খামার অর্র্ধেক তোমার অর্ধেক আমারস্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় একটি বাড়ী একটি খামার অর্ধেক তোমার অর্ধেক আমার এমন নির্র্দেশনায় চলছে খামার প্রকল্পের কার্যক্রম। প্রকল্পটির উপজেলা সমন্বয়কারী মহিবুর রহমান মোস্তফা নিজের ইচ্ছায় চালাচ্ছেন সরকারী এমন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ। নিজে সরকারি দপ্তরে বসেই একই সাথে চালিয়ে যাচ্ছেন ওকালতির পেশা। শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় বাড়ী বসে মোক্কলদের নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন।

চুরি, ডাকাতি ও ধর্ষন আতংকে বাহুবলবাসী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় চুরি-ডাকাতি, খুন-রাহাজানি ও একাধিক ধর্ষনের ঘটনায় সর্বত্র আতংক ছড়িয়ে পড়েছে। গত ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা সংঘঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতির ঘটনায় জনমনে চরম উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, গত ১০ দিনে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি চুরি, ১টি ডাকাতি, ১টি খুন, ১টি অজ্ঞাত লাশ উদ্ধার, একাধিক সংঘর্ষ এবং ধর্ষনের ঘটনা ঘটেছে। তম্মধ্যে, ১ সেপ্টেম্বর ে এরপর পৃষ্ঠা-২ রাত ১টার দিকে নতুন বাজার শাহপরাণ রাইচ মিলের দরজা ভেঙ্গে ২৫ বছরের এক যুবতি মহিলাকে গণধর্ষন করে ৩ দুর্বৃত্ত। যদিও ঘটনাটি স্থানীয় পর্যায়ে কথিত সালিশ বিচারের নামে ধামাচাপা দেয়া হয়েছে। একই তারিখে স্নানঘাট ...

শায়েস্তাগঞ্জে ফেনসিডিলসহ মহিলা আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ সিএনজি অটোরিক্সাযোগে পাচারকালে শায়েস্তাগঞ্জে চোলাই মদ ও ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এএসআই আতিকুর রহমানসহ একদল পুলিশ লাদিয়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় সিএনজিতে থাকা ৪ লিটার চোলাই মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন- বানিয়াচঙ্গ উপজেলার গুনই বড়উড়ির মৃত হামিদ উল্লার মেয়ে আলেয়া খাতুন (৩৫) ও সিএনজি অটোরিক্সা চালক হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের বাসিন্দা শুকুর আলী (৪০)। ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, সিএনজি অটোরিক্সাযোগে চোলাই মদ ও ফেনসিডিল নিয়ে যাবার সময় লাদিয়া থেকে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হবে। আলেয়া পুলিশের ...

দূর্বত্তদের হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এক ধর্মীয় গুরু

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সনাতন ধর্মের বিশ্বজনীন মহাচৈতন্য সংঘের ধর্মীয় গুরু মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শম্বুনাথানন্দ মহারাজ দূর্বত্তদের হুমকিতে  নিরাপত্তা হিনতার মধ্যে দিন রজনি পার করছেন। জীবনের নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক প্রয়োজনীয়   ে এরপর পৃষ্ঠা-২ ব্যবস্তা গ্রহনের জন্য পুলিশ সুপার কে নির্দেশ দিয়েছেন। পুলিশের নির্দেশে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহীদ উল্লা পিপিএম তদন্ত করছেন। জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদনের জানা যায়,এলাকার একদল লোক ভক্ত বেশে ধর্মীয় গুরু শম্বুনাথ ও তার সংঘের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এ ষড়যন্ত্রের অংশ হিসাবে গত দূর্গা পুজায় বোধন দিনের সন্ধ্যায় গুরু দেবের অনুউপস্থিতিতে কয়েকজন নেশাগ্রস্ত হয়ে সংঘ ,মঠ ও মঠাধ্যক্ষের বিরুদ্ধে অশ্রাব্য ...

রাত ১২টায় ঘুরাফেরা ও দোকানপাট বন্ধ রাখার জন্য পুলিশ সুপারের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট বাজার সহ আশপাশ এলাকায় রাত ১২টার পর অযথা কোন ব্যক্তি ঘুরাফেরা না করার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার। শনিবার সন্ধ্যায় জনসাধারণের জ্ঞাতার্থে এ বিষয়ে মাইকিং করা হয়। মাইকিং-এ পুলিশ সুপারের বরাদ দিয়ে জানানো হয় যে, সার্বিক আইন শৃঙ্খলা সুসম্মত রাখার জন্য রাত ১২টার পর কোন প্রকার জরুরী কাজ ছাড়া অযথা ঘুরাফেরা করা যাবে না। এমনকি কাগজপত্র বিহীন মোটরসাইকেল না চালানোর জন্য জানানো হয়। আগামী ২৫সেপ্টেম্বরের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন সহ যাবতীয় কাগজপত্র সংগ্রহ করে মোটরসাইকেল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) অমূল্য কুমার চৌধূরী জানান, রাত ১২টার পর থেকে থানা পুলিশ অভিযান শুরু করবে। ...

নবীগঞ্জে সংর্ঘষে আহত ১০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামে শনিবার সন্ধ্যা ৭ টায় পুকুরে গোসল করতে এসে মাছ মাছ চুরির অপবাদকে কেন্দ্র করে দু’দল লোকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের রাত সাড়ে ৯ টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, উল্লেখিত গ্রামের কামাল মিয়া পার্শ্ববর্তী বাড়ির আলাউদ্দিনের পুকুরে গোসল করতে যায়। এ সময় আলাউদ্দিন তার পুকুর থেকে কামাল মাছ চুরি করে নিয়ে গেছে মর্মে সন্দেহ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্ষায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ মধ্যে গুরুতর আহত আবুল কাছ (৪৮), আলাউদ্দিন (৪৩), আসমা বেগম (৩৫), বকুল মিয়া (৩৫), ...

বনমামলায় পলাতক নূরহোসেন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাঁ বাদ গ্রামের আবু মিয়ার ছেলের নূর হোসেন(৩০)কে গ্রেফতার করা হয়েছে। জানাযায় গতকাল সোমবার রাত ৩টা দিকে গোপন সংবাদ ভীতিতে অভিযান ছালিয়ে  চুনারুঘাট থানার একদল পুলিশ নূর হোসেনের বস্তত বাড়ি থেকে গ্রেফতার করে। চুনারুঘাট থানার এস আই আবু আব্দুলা জাহিদের নেতৃতে গ্রেফতার করে। চুনারুঘাট থানা নিয়ে আসে পুলিশ জানায় নূর হোসেন বিরুদ্ধে সি আর২০০৬-২০১৪ বন মামলা পলাতক ছিল আসামী মামলা নং ২০ চুনারুঘাট। পরে নূর হোসেনকে দুপর ১২টা দিকে হবিগঞ্জ জেলহাজত প্রেরন করে। এতদিন সে আন্তগোপন ছিল।

শানখলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের শানখলা এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে শানখলা ইউনিয়নের গোড়ামী গ্রামের রজব আলীর স্ত্রী ছালেহা খাতুন (৪৮) পারিবারিক কাজে বাড়ি থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের শানখলা এলাকায় সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় টেম্পো উল্টে খাদে পড়ে ৫ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ থেকে ...

ক্ষতিকর জিনিস। এটি কোন পশুও খেতে চায়না। তিনি বলেন ধুমপান পরিবেশ হবিগঞ্জে তামাক বিরোধী সেমিনার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে এনজিও সংস্থা সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের উদ্যোগে ধুমপান বিরোধী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আধুনিক সদর হাসপালের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেণ অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ প্রদীপ চন্দ্র দাশ। ধুমপান বিরোধী আন্দোলনের এ সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দর রউফ। তিনি বলেন তামাক খুবই ক্ষতিকর জিনিস। এটি কোন পশুও খেতে চায়না। তিনি বলেন ধুমপান পরিবেশ মারাত্বকভাবে দূষিত করে। আব্দুর রউফ আরো বলেন, ধুমপানে শিশু ও নারীদের বেশী ক্ষতি করছে। ফলে দূষিত পদার্থ মানবদেহে প্রবেশ করে কঠিন রোগে আক্রান্তহয়। তিনি ধূমপান থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান জানান। অনান্যদের ...

চুনারুঘাটে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে আহমদাবাদ ইউনিয়ন একাদশ জয়ী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে আহমদাবাদ ইউনিয়ন একাদশ (৩-১) গোলে উপজেলা পরিষদ একাদশকে হারিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে উপজেলা পরিষদ একাদশ ও ২ নং আহমদাবাদ ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে উপজেলা পরিষদ একাদশ একটি পেনাল্টি আদায় করে। উপজেলা পরিষদ একাদশের অধিনায়ক ইউএনও মোঃ মাশহুদুল কবির পেনাল্টি শটে গোল করে উপজেলা পরিষদ এগিয়ে যায়। পরে ২নং আহমদাবাদ ইউনিয়ন পরিষদ একে একে তিনটি গোল করলে (৩-১) গোলে জয়ী হয়। উপজেলা পরিষদ একাদশের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের খেলার প্রথমার্ধে ২০মিনিট খেলেন। খেলা শেষে ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন আহমদাবাদ একাদশের মনিলাল। হোটেল সোনার বাংলা ম্যান অবদা ম্যাচ পুরষ্কার উপজেলা চেয়ারম্যান আবু তাহের ...