Daily Archives: September 20, 2014

শহরের বিদ্যুত লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

জীবন জীবিকার তাগিদে যে পেশা বেছে নিয়েছিলেন গবিন্দ সেই পেশাগত কাজ করতে গিয়েই জীবন দিতে হয়েছে তাকে। তার অকাল মৃত্যুতে তার স্ত্রী ও শিশু সন্তানের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ পরিবারের দুর্ভাগ্য যে, যাদের হয়ে গবিন্দ কাজ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারা তার মৃত্যুর দায়-দায়িত্ব নিচ্ছে না। শুধু তাই নয়, হবিগঞ্জ বিদ্যুত বিভাগ বলছে তাকে তারা চিনে না। শহরের সিনেমা হল ঝিলপাড় এলাকার ব্রজেন্দ্র সরকারের পুত্র গবিন্দ চন্দ্র সরকার (২৮) একজন ইলেক্ট্রিশিয়ান হিসেবে জীবিকা নির্বাহ করতেন। বিদ্যুত বিভাগের কর্মচারি না হয়েও তিনি হবিগঞ্জ বিদ্যুত বিভাগের লাইনম্যান হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুর ১টায় হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় একটি ট্রান্সফর্মার বিকল হলে গবিন্দ চন্দ্র সরকার হবিগঞ্জ পিডিবির লাইনম্যান সোনা মিয়ার সাথে ...

শ্রীমঙ্গলে সিএনজি’র ধাক্কায় নিহত ১

 মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ওয়াপদা অফিসের সামনে সিএনজি’র ধাক্কায় জাহির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার ভোর ৫টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জাহির মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাদকারা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকায় বসবাস করতেন।স্থানীয় সূত্র জানায়, ভোরে ওই এলাকায় একটি সিএনজি পেছন দিক থেকে জাহির মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এ অবস্থায় জাহিরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আবারও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু……….

প্রথম সেবা ডেস্ক॥মক্কায় পবিত্র হজ পালনে এসে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- পাবনার মো. আকবর হোসাইন (৬২) পাসপোর্ট নং বি এ ০০৪৯৬৬১। রাজশাহীর শাহাজান আলী (৭৫), পাসপোর্ট নং AC১১৫৯৫০৯।অপর দু’জন নোয়াখালী জেলার মো. নুরুল হোসাইন (৬১) পাসপোর্ট নং  AG৭৬০৪৭৭৫ ও তোফাজ্জল হোসাইন (৫৯) পাসপোর্ট নং BA০৮৫০৯৫০।এ নিয়ে এবারে হজে আসা বাংলাদেশিদের মধ্যে ১৫ জন হজযাত্রী মারা গেছেন বলে জানাগেছে।এর আগে মৃত্যুবরণকারী ১১ বাংলাদেশি হলেন- সাহাব উদ্দিন (৬৯), আব্দুস সালাম (৭৭), মাসুদা খাতুন (৮২) মোহাম্মদ শাহাজান সিকদার (৭১), ফিরোজা খাতুন (৬৫), আমিন উল্লাহ (৭৯) মোহাম্মদ সাদিক (৭৪), মোহাম্মদ ইব্রাহিম (৯২), মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), মতিউর রহমান (৬৪) ও আবুল কাশেম (৬২)।  

ট্রেনে কাটা পড়ে নারী নিহত…

প্রথম সেবা ডেস্ক॥সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে আয়েশা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ২ টায় নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই চৌধুরীবাড়ীর আনোয়ার আলীর স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২ টায় দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আয়েশা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন আয়েশা বেগম। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে জেনোসিডিলসহ আটক ২…..

প্রথম সেবা ডেস্ক॥ সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ওভার ব্রীজ এলাকা থেকে ৩৯ বোতল জেনোসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।আটকরা হচ্ছেন, জেলার জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের ফজলুর রহমানের ছেলে আবদুল বাছিত (২২) ও একই উপজেলার লোহার মোড় গ্রামের আতাউর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৪০)।শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য জানায়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।উদ্ধার হওয়া ওই মাদকসহ তাদেরকে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিনা চিকিৎসায় এক শিশুর করুণ মৃত্যু

প্রথম সেবা ডেস্ক॥ অর্থের অভাবে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিনা চিকিৎসায় এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের আব্দুল কাইয়ুমের অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসবব্যথা উঠলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। মেয়েটি জন্ম নেয়ার পর থেকেই স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছিল না। এ অবস্থায় তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অর্থের অভাবে আব্দুল কাইয়ুম তার নবজাতক শিশুটিকে সিলেট নিয়ে যেতে পারেননি। তিনি হবিগঞ্জ সদর হাসপাতালেই শিশুটির চিকিৎসার চেষ্টা করেন। দিনভর সীমাহীন কষ্ট সহ্য করে বিকেল ৫টার দিকে শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুর ...

নিউইয়র্কে চুনারুঘাট সমিতির বনভোজন

প্রথম সেবা ডেস্ক॥গত রবিবার আনন্দঘন পরিবেশে আমেরিকার নিউইয়র্ক সিটির এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ চুনারুঘাট সমিতির বনভোজন। চুনারুঘাটস্থ আমেরিকা প্রবাসী ছাড়াও হবিগঞ্জের বিভিন্ন উপজেলার আমন্ত্রিত প্রবাসীদের অংশগ্রহণে বনভোজনটি পরিণত হয় মিলনমেলায়। মেলায় অংশ নেন চুনারুঘাট সমিতির আহবায়ক সাদেক মিয়াসহ সমিতির নেতৃবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বনভোজনে অংশ নেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি, বিশিষ্ট সাংবাদিক সেলিম আজাদ, বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনছারি, ইউএস সুপ্রিম কোর্ট এটর্নি মঈন চৌধুরী ও এএইচএম আক্তারুজ্জামান প্রমূখ।

আজ হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ…..

প্রথম সেবা ডেস্ক ॥আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহর ও পিডিবি‘র আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে  হবিগঞ্জ বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনসাধারনকে অবহিত করার জন্য শহরে মাইকিং করা হয়েছে। মেরামত কাজের জন্য বিদ্যুতের এ সরবরাহ বন্ধ থাকবে থাকবে বলে জানা যায়। তবে আবহাওয়া খারাপ থাকলে মেরামত কাজ নাও হতে পারে। ওই অবস্থায় বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে, গত ২ দিন ধরে শহরের চলছে ব্যাপক লোডশেডিং। গতকাল রাতে কয়েকদফা হয় বিদ্যুতের ভেল্কিবাজি। বলা যায়, কিছুদিন বিরতির পর আবারও বিপর্যয় ঘটেছে হবিগঞ্জের বিদ্যুৎ সেক্টরে। যে কারণে আবারও ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। লোডশেডিংয়ের কারনে গতকাল শুক্রবার স্থানীয় সংবাদপত্র যথা সময়ে প্রকাশিত হতে ...