Daily Archives: September 21, 2014

হবিগঞ্জে বৃষ্টিপাতে সবজির ব্যাপক ক্ষতি

প্রথম সেবা ডেস্ক ॥ হবিগঞ্জে গত দু’দিনের ভারী বর্ষণে শাক সবজিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণ কৃষক জমি থেকে সবজি  কর্তন করে বাজারে তুলতে না পারায় খুচরা বাজারে কেজি প্রতি ৫থেকে ১০টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে। বাজারে সবজির আমদানি কম থাকায় ফেরী করে বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করতে পারছেন না ক্ষুদে ব্যবসায়ীরা। ফলে ঘরে বসে ক্রয়কারী ক্রেতারা পরেছেন বিপাকে। বিভিন্ন সবজি বাজার ঘোরে দেখাযায়, পণ্য কম থাকায় কোন কোন পাইকার সাময়ীক সময়ের জন্য তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। আর যারা সবজি মজোদ রেখেছিলেন তারা এখন চড়া দামে বিক্রি করে অধিক মুনাফা আয় করছেন। হবিগঞ্জ চৌধুরী বাজার, সায়েস্তা নগর বাজারে দু’দিন আগে বিক্রি হয়েছিল কাকরুল প্রতি কেজি ৩০টাকায় এখন ৪০টাকায়, বেগুন ছিল ২০থেকে ...

সিলেট উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে…..

সিলেট সিটি করপোরেশন আট নম্বর ওয়ার্ডের দোপাচরা আখালিয়া এলাকা থেকে উদ্ধার মৃত নারীর নাম পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম মুন্নি (২৬)। তার স্বামীর নাম কাজী সোহেল মিয়া। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার ধিরাই থানার ভাটি পাড়ায়। বর্তমানে আখালিয়া নয়াপাড়ার বাসিন্দা।জালালাবাদ থানা পুলিশ নিহতে পরিচয় নিশ্চিত করে বলেন, নিহতের কাছে থাকা ভিজিটিং কার্ড ও ছবির সূত্র ধরে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। রোববার সকাল সোয়া আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।তিনি জানান, নিহত নারী গলায় একটি লাল ওড়না জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পরে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা। রাতে তার মরদেহ জঙ্গলে পড়ে থাকায় শেয়ালও কিছুটা মাংস খেয়ে ফেলেছে। নিহতের বোন পারভীন জানিয়েছেন, কাহার নামে এক ছেলের ...

নবীগঞ্জকে হারিয়ে চুনারুঘাট ফাইনালে

প্রথম সেবা ডেস্ক॥ প্রাণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে ট্রাইবেকারে নবীগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে চুনারুঘাট উপজেলা। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হয়। ট্রাইবেকারে চুনারুঘাট ৩ গোল ও নবীগঞ্জ ২ গোল করে।শনিবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ঘটে। নবীগঞ্জ উপজেলা দল ৩ বিদেশী খেলোয়াড় অন্তর্ভুক্ত করলেও স্থানীয় খেলোয়াড় নিয়েই মাঠে নামে চুনারুঘাট।খেলার প্রথমার্ধেই তারা হারুনের গোলে এগিয়ে যায়। গোল পরিশোধে মরিয়া নবীগঞ্জ মাঝ মাঠে তাদের ডিফেন্স তুলে আনে এবং একের পর এক আক্রমণের ঢেউ তুলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ঝটিকা আক্রমণ থেকে বিদেশী খেলোয়াড় কেশি গোলটি পরিশোধ করলে খেলায় চলে আসে উত্তেজনা।শেষ মুহূর্তে কেশি আবারও গোল করে নবীগঞ্জকে এগিয়ে দিলেও শেষ ...

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৫শ সিএনজি আটক..

প্রথম সেবা ডেস্ক॥হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের জাতুকর্ণপাড়া ঈদগাহ বাজারে এক গণসমাবেশে ডিসেম্বরের মধ্যে হবিগঞ্জ- বানিয়াচং সড়ক ব্যাপক সংস্কারের দাবী জানানো হয়েছে। অন্যতায় আগামী জানুয়ারী থেকে কঠোর কর্মসূচী ঘোষনা দেয়া হয়েছে।জানা যায় হবিগঞ্জ বানিয়াচং চলাচলকারী সিএনজি অটো-রিকসা অতিরিক্ত ভাড়া ৪০টাকা আদায়কে কেন্দ করে শনিবার সকাল ১০টায় বানিয়াচঙ্গের বিক্ষোব্দ জনতা সিএনজি আটকে দেয় ঈদগাহ বাজারে । এক পর্যায়ে দুপুরে সিএনজি মালিক-শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসন নির্ধারিত ভাড়া ৩০টাকার অতিরিক্ত নেয়া হবে না মুছলেকার প্রেক্ষিতে আটক ৫শতাধিক সিএনজি ছেড়ে দেয়া হয়। এ সময় শ্রমিক-জনতা হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে মিছিল শুরু করে। তাৎক্ষনিক হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে ঈদগাহ মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি সান সর্দার মোঃ আমীর হোসেন নিয়াশা। সভায় সকল বক্তাই ...