ঢাকার খিলগাঁও থেকে অপহৃত শিশু ৭২ ঘন্টার পর চুনারুঘাট উদ্ধার..

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা খিলগাওঁ থেকে অপহরনের ৩ দিন পর অপহৃত সুন্নাত (২১) মাসকে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট থানা ওসি অমূল্য কুমার চৌধরী নেতৃত্বে একদল পুলিশ ভোলারজুম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কান্নারত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ জানায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক থানার বাদে ঝিগলি গ্রামের আলহাজ্ব আক্তারুজ্জামানের ছেলে কাওছারুজ্জামান তালুকদার (২৫) চাকুরী সুবাধে ঢাকা খিলগাওঁ এপি বাসা নং ০৫, ব্লক কে, মেইন রোড, দনি বনশ্রী ৪য় তলায় বসবাস করে আসছেন। একই বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ভোলারজুম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শিপা (৩০) আমাদের বাসায় আসা যাওয়া করত দীর্ঘদিন ধরে। গত রবিবার সকাল সাড়ে ৭টা সুন্নাতকে কান্না থামানোর কথা বলে শিপা শিশু ছেলেটিকে অপহরন করে নিয়ে আসে। শিপার বাসায় গিয়ে দেখা যায় তালা ঝুলছে। তার স্বামী আনোয়ারকে ০১৯১৬৩৬৯৮৩০ তে ফোন করলে সেও টাল বাহানা করে সময় পেন করে। পরে খিলগাওঁ থানায় অপহরনের অভিযোগ দায়ের করেন শিশুটির পিতা।খিলগাঁও থানা থেকে অপহরনের বিষয়টি তাৎনিকভাবে ওয়ারলেছের মাধ্যমে চুনারুঘাট থানা পুলিশ অবহিত করা হয়। চুনারুঘাট থানা পুলিশ গ্পেন সংবাদের ুভত্তিতে খবর পেয়ে ভোলারঝুম গ্রামে অভিযান চালিয়ে ভোলারঝুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে কান্নারত অবস্থায় সুন্নাতকে উদ্ধার করে। পরে শিশুটির পিতা কাউছারুজ্জামানের মাধ্যমে ঢাকার খিলগাঁও থানায় প্রেরন করা হয়। অপহরনকারী শিপা ও তার স্বামীকে পুলিশ গ্রেফতার করতে। স্বামী স্ত্রী পলাতক রয়েছে। পারেনি তার পলাতত রয়েছে। চুনারুঘাট থানায় একটি অপহরন ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *