Monthly Archives: May 2014

নবীগঞ্জে কালবৈশাখী ॥ ব্যাপক ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গভীর রাতে দেড় ঘন্টাব্যাপী চলা ঘূর্ণিঝড়ে শত শত বাড়ি ঘরের গাছ পালা, কাচা ঘর বাড়ি, ঘরের চালা, বিদ্যুতের খুটিসহ পাকা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারীভাবে বলা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বেসরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশকান্দি, দেবপাড়া, পানিউমদা, গজনাইপুর, বাউশা, কুর্শি, দীঘলবকা, ইনাতগঞ্জ ইউনিয়ন। এ সব ইউনিয়নে প্রতিটি গ্রামেই ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুটি উপরে ফেলায় সারাদিন ব্যাপী পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বোরো ফসলের পাকা ধান মাটির সাথে মিশে গেছে। এছাড়া কোন কোন ইউনিয়নে ...

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে হবিগঞ্জে দুই প্যানেলের লড়াই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নেতৃত্ব লাভ করতে লড়ছে দুটি প্যানেল। একটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক জেলা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। অপরটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক জেলা কমান্ডার আব্দুর রহিম জুয়েল। গত বুধবার উভয়ের নেতৃত্বে দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। দুপুরে মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৭ জনের প্যানেল জমা দেন মোহাম্মদ আলী পাঠান। বিকেলে আহাদ চৌধুরী সমর্থিত আব্দুর রহিম জুয়েলের নেতৃত্বাধীন প্যানেল জমা দেয়া হয়। জেলার ন্যায় অনুরূপ দুটি করে প্যানেল জমা হয় জেলার ৮টি উপজেলায়ও। তবে কোন কোন উপজেলায় ৩টি প্যানেলও জমা পড়েছে। আগামী ৪ জুন সকল উপজেলা সদরে ভোট গ্রহণ হবে। প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড, জেলা ...

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত প্রতিষ্ঠান ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর বার্ষিক শিক্ষা সফর গত শনিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ১২০ জন ছাত্র-ছাত্রী ছাড়াও এ শিক্ষা সফরে সরকারি-বেসরকারি কর্মকর্তা সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও অভিভাবক অংশ নেন। সকাল ১০টায় রওয়ানা হয়ে শাহজিবাজার স্যুটিং স্পট, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রাবার বাগান, গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এরপর কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল ...

কালা ডাকাত ফের গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পূর্বাঞ্চলের কালা বাহিনীর প্রধান ৫৪ মামলার আসামী কালা ডাকাত আবারো গ্রেফতার হয়েছে। বিদেশ থেকে ফেরত এসে নানা অপকর্মে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ৫৪টি। শনিবার বিকেল ৪টার দিকে চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ্ জাহিদের নেতৃত্বে একদল পুলিশ রাণীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামে কালার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কালা গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। গ্রেফতারকৃত কালার বিরুদ্ধে বাহুবল, চুনারুঘাট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও হবিগঞ্জ কোর্টে চুরি ডাকাতি, হত্যাসহ প্রায় ৫৪টি মামলা রয়েছে।

বাহুবলে প্রেম না অপহরণ এ নিয়ে গুঞ্জন

ভ্রাম্যমান প্রতিনিধি ॥ ঘটনাটি ঘটেছে গত শনিবার বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামে। জানা যায়, জহুর আলী মাদ্রাসা পড়–য়া যুবতী কন্যা শিউলি আক্তার (১৭) বিগত চারদিন যাবত তার কোন খোঁজ মিলছে না। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়। বিগত ২০১৩ সেশনে হাফিজপুর মহিলা মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দেয়। পাশাপাশি শাহজিবাজার সংলগ্ন অলিপুর প্রাণ কোম্পানীতে দীর্ঘদিন যাবত কর্মরর্ত ছিল। চাকুরীর কিছুদিন যেতে না যেতেই ঐ কোম্পানীর জনৈক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরস্পর অই দিন অর্থাৎ গত শনিবার ঘর বাধার উদ্দেশ্যে প্রেমিকের হাত ধরে ঐ কোম্পানীর চাকুরী ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। আর কেউ কেই বলছেন তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু তার পারিবারিক কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে ...

চুনারুঘাটে ১৭ দিন পরও অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ১৭ দিন পরও অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, গত ১৭ এপ্রিল চুনারুঘাট থানা পুলিশ উপজেলার রামশ্রী মরা খোয়াই নদী থেকে এক অজ্ঞাত মহিলার (৩০) লাশ উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু আব্দুল্লাহ জাহিদ জানান, ওই অজ্ঞাত মহিলা এর গলিত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ হিসেবে ওই মহিলার লাশ হবিগঞ্জ পৌর শহরের রাজনগর কবরস্থানে দাফন করে। লাশ উদ্ধারের ১৭ দিন অতিবাহিত হওয়ার পরও অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা কে বা কারা ওই মহিলাকে চুনারুঘাটে এনে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করেছে। আজও ...

৫শ’ ৫ জন চা শ্রমিক শিশুকে সিএসপিবি’র ৭ লক্ষ টাকা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৫শ ৫জন চা শ্রমিক ঝুকিপূর্ণ শিশুকে ১২ হাজার টাকা করে সিএসপিবি প্রকল্প ৭ লক্ষ টাকা প্রদান করেছে। চুনারুঘাট উপজেলার ফাঁরিসহ ২৪টি চা বাগানের ঝুকিপূর্ণ এতিম চা শ্রমিক শিশুদেরকে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত দারাগাঁও, চান্দপুর, আমু ও দেউন্দি চা বাগান নাচঘরে পৃথক পৃথক জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রকল্প (সিএসপিবি) এর পরিচালক ওমর ফারুক, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজি সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী মাস্টার আব্দুস ছামাদ, সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা ...

আলোচিত ৭ খুন নিয়ে যত কথা

প্রথম সেবা ডেস্ক ॥ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ আলোচিত ৭ হত্যা মামলা তদন্তের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন। রোববার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমনটাই দাবি করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এ সময় পুলিশ সুপার বলেন, ৭ জনের হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই এ মামলার তদন্ত কাজও পরিকল্পনা মাফিক এগুতে হবে। সকল তথ্য সংগ্রহ করে আমরা একটি স্বস্তির জায়গায় পৌছাতে চাই। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তদন্ত কাজে বেশ কিছু অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, অভিযানের দিন নূর হোসেনের বাড়িতে ...

স্টাইকিং ফোর্সের হাতে কাঠ আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট স্টাইকিং ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে ১টি ট্রাক, ২টি ডায়নাসহ প্রায় ৬৫ ঘনফুট কাঠ উদ্ধার করেছে। বনবিভাগ সূত্রে জানা যায়, স্টাইকিং ফোর্স ওসির নেতৃত্বে গত ১ সপ্তাহে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর, চান্দপুর, অলিপুর রেল গেইট, আমতলি, শায়েস্তাগঞ্জ, মিরপুরসহ ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেহগনি, একাশিয়া, সেগুন, চাপালিশ, মেন্দার গাছের চামড়াসহ প্রায় ৬৫ ঘনফুট গাছ আটক করে। এসময় অবৈধ গাছ বহনের দায়ে ১টি ট্রাক (ঢাকা মেট্রো ন- ১৬-৬৫৬৯), ডায়না (যশোর ট্র- ১১-০৪০২) ৩৮ বস্তা মেন্দা গাছের চামড়া আটক করে। মোহাম্মদ আলী চুনারুঘাটে যোগদানের পর অভিযান পরিচালনায় পাচারকৃত মালামাল আটক করা বৃদ্ধি পায়।

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানূরাগী একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহের গত বুধবার সন্ধ্যায় ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করেছেন। তিনি পরিদর্শনে এলে ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু তাকে স্বাগত জানান। পরে তিনি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় তিনি বলেন তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। উপজেলা চেয়ারম্যান সকলকে কম্পিউটার শিক্ষার উপর গুরুত্বারোপ দিয়ে বলেন, ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি চুনারুঘাটে কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন নিয়ে আইটি বিভাগে বিরাট ভূমিকা রাখছে। তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও পাঠদানের ভূয়ষী প্রশংসা করেন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের পতœী দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, উপজেলা ...

াআকবর মেম্বারের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের মেম্বার আকবর মিয়াসহ ৫জনের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর মধ্যবাজারে এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রজব আলী, আনোয়ার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, এডভোকেট শামছুল হক, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মীর ছায়েব আলী মেম্বার, দূর্গাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, প্রফেসর আবু নাসের, আলোর পথে উচ্চ বিদ্যালয়ের প্রধান ...

মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতা হানীর অভিযোগে থানায় মামলা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের হিসেবে এক স্কুল ছাত্রর বিরুদ্ধে অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতা হানীর অভিযোগ। ছাত্রীর পিতা মালেক মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়স্থ জারুলিয়া গ্রামের ইয়াকুত মিয়া ওরফে আব্দুল মালেক এর মেয়ে জারুলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী একই গ্রামের শাহ আলমের ছেলে গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র জুলহাস (১৫) কে তার মার কর্মস্থল জারুলিয়া ক্লিনিকের বাসভবনে এসে জুলহাসের সাথে অবৈধকাজে লিপ্ত হওয়ার সময় এলাকার লোকজন ধাওয়া করে। এ সময় তারা দু’জন যার যার বাড়ীতে চলে যায়। এরপর বিকালে ছাত্রীর পিতা মালেক মিয়া ছাত্রীকে নিয়ে থানায় এসে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতা হানী মর্মে ...

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ নানা বাড়িতে বেড়াতে যাবার সময় শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক শিশু। স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের সোহেল মিয়ার ৩ বছর বয়সী মেয়ে তানিয়া আক্তার তানহা স্বজনদের সাথে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার এলাকায় সিএনজি ও টেম্পোর মুখোমুখি ধাক্কায় তানিয়া গুরুতর আহত হয়। তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত ১টার দিকে সে মারা যায়। গতকাল রবিবার বাদ আছর তার গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে শুভ বাংলা নববর্ষ উপলক্ষে প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এক জমকালো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চুনারুঘাট পৌর শহরের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম প্রাঙ্গনে সোমবার রাত্র ৭টায় সংগঠনের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ লস্করের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিক্ষানুরাগী মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জিল্লুল কাদির লস্কর রিমন, মহিবুর রহমান সোহেল, মাওলানা মতিউর রহমান ফেরদৌস। পরে রাতে মীম সুফিয়ান ...

বাদল ক্রিকেট একাডেমীর ১ম বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বাদল ক্রিকেট একাডেমী’র ১ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ৬০জন ক্রিকেটারের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় চুনারুঘাট পৌর শহরের লস্কর ম্যানশনের ২য় তলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন বাদল। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আফজাল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল ক্রিকেট একাডেমী’র প্রধান উপদেষ্টা ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জসীম চৌধুরী, ছাত্রলীগ নেতা খোকন চৌধুরী, জহির মোল্লা, পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আহমেদ, টিপু সুলতান ও হবিগঞ্জ গ্রীন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক লিজনসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্রিকেটারবৃন্দ।

শোক সংবাদ জিএম মিন্টু সরকার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর গ্রামের মৃত ইছাক মিয়া সরকারের ছেলে জি এম মিন্টু সরকার (৩২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ....... রাজিউন)। তিনি শনিবার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার সকাল ১১টায় তার নামাজের জানাযা দৌলতপুর ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, জিএম মিন্টু সরকার উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সরকার মোঃ শহীদের ভাতিজা।

মাধবপুরে র‌্যাবের অভিযান ৯৭ কেজি গাজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকা থেকে গত শনিবার মধ্য রাতে পরিত্যাক্ত অবস্থায় ৯৭ কেজি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই দিন মধ্য রাতে গোয়াছনগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯৭ কেজি গাঁজা উদ্ধার করে। উল্লেখিত গাঁজার মূল্য ৭ লাখ ৭৬ হাজার টাকা। এ ব্যপারে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।

৫শ’ ৫ জন চা শ্রমিক শিশুকে সিএসপিবি’র ৭ লক্ষ টাকা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৫শ ৫জন চা শ্রমিক ঝুকিপূর্ণ শিশুকে ১২ হাজার টাকা করে সিএসপিবি প্রকল্প ৭ লক্ষ টাকা প্রদান করেছে। চুনারুঘাট উপজেলার ফাঁরিসহ ২৪টি চা বাগানের ঝুকিপূর্ণ এতিম চা শ্রমিক শিশুদেরকে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত দারাগাঁও, চান্দপুর, আমু ও দেউন্দি চা বাগান নাচঘরে পৃথক পৃথক জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীর। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রকল্প (সিএসপিবি) এর পরিচালক ওমর ফারুক, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজি সাফিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী মাস্টার আব্দুস ছামাদ, সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা ...