Monthly Archives: September 2014

বাহুবলের আমীন ডাকাত শ্রীমঙ্গলে গ্রেফতার

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ডাকাত সর্দার আমীন আলী (৩৮) কে শনিবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ গ্রেফতার করেছে। ডাকাত আমীন আলী বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা গ্রামের আলফু মিয়া ওরফে ছাবু মিয়ার ছেলে। রবিবার মৌলভীবাজার কোর্টে তাকে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভানুগাছ রোডে একটি সিএনজি চিনতাইয়ের চেষ্টা করা কালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বাকীরা পালিয়ে যায়। বাহুবল মডেল থানার ওসি মোক্তাদির হোসেন জানান, অস্ত্র,ডাকাতি, নারী নির্যাতন সহ ৬টি রানিং মামলার আসামী। সে অস্ত্র মামলার পলাতক আসামী বলেও জানান তিনি। আমীন আলীর গ্রেফতারের খবর শুনে এলাকায় স্বস্থির নিশ্বাস নেমে আসে। এমনকি মিরপুর ও মহাশয়ের বাজারে মিষ্টি বিতরনও ...

মাধবপুরে স্ত্রীর পরকিয়ার বলি স্বামী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় লোহাইদ গ্রামে স্ত্রীর পরকিয়ার প্রতিবাদ করায় স্বামী কাউছার মিয়াকে গত ৭ জুলাই রাতে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে ৬ দুবৃর্ত্ত। এ ব্যাপারে নিহতের বাবা এনাম খাঁ বাদী হয়ে খুনের অভিযোগ এনে হবিগঞ্জ জুডিসিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২৫/১৪ ইং। এ দিকে মাধবপুর থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা হওয়ায় আদালত নিহতের বাবার দায়ের করা মামলাটি স্থগিত হয়ে যায়। তাই স্থগিতাদেশ বাতিল করে মামলাটি আইনামলে গ্রহণ করে আইনি পদক্ষেপ দেওয়ার নির্দেশ চেয়ে আইনমন্ত্রীর নিকট আবেদন করেছেন নিহতের পিতা। আইনমন্ত্রীর নিকট দায়ের করা লিখিত আবেদনের প্রকাশ কাউছারের স্ত্রী শিরিন আক্তার পরকিয়ায় আসক্ত হয়ে অপর ৫জন দুবৃর্ত্তকে নিয়ে গত ৭ জুলাই কাউছারকে রাতের বেলায় শ্বাসরুদ্ধ করে ...

বালু চুরি

স্টাফ রিপোর্টার ॥ মাননীয় হাই কোটের নির্দেশেনা চা-বাগান ফসলী জমি বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনায় সরকার ছাড়া চাবাগান সুতাং নদীর বালু উত্তোলনের লিজ প্রদান বন্ধ রেখেছে। সেই সুযোগে এক শ্রেনীর বালু খেকো চোর সুযোগ বুঝে দিনে ও ভোর বেলায় ছন্ডিছড়া চা-বাগান ও সুতাং নদী থেকে বালি উত্তোলন করে গোপনে বিক্রি করছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হবিগঞ্জ থেকে ক্রমে ভাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ট্রাক সহ বালু আটক করে জরিমানা করেন। তার পরও থেমে নেই বালু পাচার । গ্রামের অনিচ্ছুক এক ব্যক্তি জানান,স্থানীয় প্রশাসনকে ম্যানে করেই বালু উত্তোলন ও বিক্রি করা হয়।

চাটপাড়া আইডিয়াল একাডেমীতে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ গত বুধবার চুনারুঘাট উপজেলার চাটপাড়া আইডিয়াল একাডেমীতে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা উলফত উল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামছুল হক, রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোঃ সফিকুর রহমান, ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু, অবসর প্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী হারুনুর রশীদ, প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, প্রতিষ্ঠাতা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, মোঃ খলিলুর রহমান, মোঃ মোমিন আলী, ফরহাদুজ্জামান, মোঃ তুহিন ও যোসেফ প্রমুখ। ...

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা শায়েস্তাগঞ্জ গোল চত্তর মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে সিলেট পর্যন্ত অধিকাংশ স্থানেই এবড়ো থেবড়ো ও খানা খন্দকে ভরে গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও সড়ক উল্টে তৈরী হয়েছে আইল। এমন পরিস্থিতিতে দুরপাল্লার গাড়ি চলাচলে যেমন অসুবিধার সৃষ্টি হচ্ছে তেমনি ভাবে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনই কেথাও না কোথাও খানা খন্দকে আটকে বাস- ট্রাক বিকল হচ্ছে। ঘটছে প্রাণহানীকর দুর্ঘটনা। হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) অধিক ঝুকিপূর্ণ গর্ত ও এবরো থেবড়ো স্থান মেরামত করলেও তা উলেখ্য যোগ্য নয়। মাধবপুর থেকে মিরপুর পর্যন্ত প্রায় ৪০ কিঃমি সড়কে অন্তত ২ শতাধিক স্থান এবরো থেবরো হয়ে গেছে। পিচঁ পাথর খসে তৈরী হয়েছে আইন এমন সংখ্যা ও রয়েছে অসংখ্য। ঝুকিপূর্ণ মহাসড়ক দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে দূর ...

সৎ ভাইয়ের হামলায় বোন রক্তাক্ত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সৎ ভাইয়ের হামলায় বোন রক্তাক্ত গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় ওই মহিলাকে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে ৪ টায় চুনারুঘাট পৌর শহরে হাতুন্ডা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে রোজিনা খাতুন (২১) কে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তারই সৎ ভাইয়েরা  মারপিট করে। ওই মহিলার ছোট ভাই  বাছির মিয়া খবর পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। আহত সেলিনা জানায় তার সৎ ভাই জাহির মিয়া, আঃ রহমান, তাহির মিয়া, ে এরপর পৃষ্ঠা-২ আহাদসহ তাদের পরিবারের লোকজন তাকে একটি ঘরে আটকে করে শারীরিক নির্যাতন করে। বাছির মিয়া ও স্থানীয় লোকজন নিয়ে তাকে উদ্ধার করে। সেলিনার ...

একটি বাড়ী একটি খামার প্রকল্পের টাকা আত্মসাত

শানখলা প্রতিনিধি ॥ চুনারুঘাটে একটি বাড়ী একটি খামার প্রকল্পের টাকা আত্মসাত করায় এক ব্যক্তিকে আটক করে শর্ত শাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের শানখলা গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র ফরিদ মিয়া ১ বছর পুর্বে ১০ জন সদস্যের কাছ থেকে ৫ হাজার ৪ শত করে ৫৪ হাজার টাকা উত্তোলন করে। নিয়মানুযায়ী ব্যাংকে টাকা জমা দেয়ার কথা থাকলে ফরিদ মিয়া ব্যাংকে টাকা জমা না দিয়ে নিজে আত্মসাত করে। বিষয়টি উপজেলা সমন্বয়কারী মহিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাৎখনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবীরের নির্দেশে লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকালে ফরিদ মিয়াকে তার নিজ বাড়ী থেকে আটক করে। গত রোববার দুপুরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও ...