Monthly Archives: September 2014

শানখলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের শানখলা এলাকায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক মহিলা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে শানখলা ইউনিয়নের গোড়ামী গ্রামের রজব আলীর স্ত্রী ছালেহা খাতুন (৪৮) পারিবারিক কাজে বাড়ি থেকে বের হয়ে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কের শানখলা এলাকায় সড়কের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় টেম্পো উল্টে খাদে পড়ে ৫ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ থেকে ...

ক্ষতিকর জিনিস। এটি কোন পশুও খেতে চায়না। তিনি বলেন ধুমপান পরিবেশ হবিগঞ্জে তামাক বিরোধী সেমিনার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে এনজিও সংস্থা সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের উদ্যোগে ধুমপান বিরোধী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আধুনিক সদর হাসপালের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেণ অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ প্রদীপ চন্দ্র দাশ। ধুমপান বিরোধী আন্দোলনের এ সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দর রউফ। তিনি বলেন তামাক খুবই ক্ষতিকর জিনিস। এটি কোন পশুও খেতে চায়না। তিনি বলেন ধুমপান পরিবেশ মারাত্বকভাবে দূষিত করে। আব্দুর রউফ আরো বলেন, ধুমপানে শিশু ও নারীদের বেশী ক্ষতি করছে। ফলে দূষিত পদার্থ মানবদেহে প্রবেশ করে কঠিন রোগে আক্রান্তহয়। তিনি ধূমপান থেকে বিরত থাকার জন্য সকলকে আহবান জানান। অনান্যদের ...

চুনারুঘাটে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে আহমদাবাদ ইউনিয়ন একাদশ জয়ী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টে আহমদাবাদ ইউনিয়ন একাদশ (৩-১) গোলে উপজেলা পরিষদ একাদশকে হারিয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে উপজেলা পরিষদ একাদশ ও ২ নং আহমদাবাদ ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে উপজেলা পরিষদ একাদশ একটি পেনাল্টি আদায় করে। উপজেলা পরিষদ একাদশের অধিনায়ক ইউএনও মোঃ মাশহুদুল কবির পেনাল্টি শটে গোল করে উপজেলা পরিষদ এগিয়ে যায়। পরে ২নং আহমদাবাদ ইউনিয়ন পরিষদ একে একে তিনটি গোল করলে (৩-১) গোলে জয়ী হয়। উপজেলা পরিষদ একাদশের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের খেলার প্রথমার্ধে ২০মিনিট খেলেন। খেলা শেষে ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন আহমদাবাদ একাদশের মনিলাল। হোটেল সোনার বাংলা ম্যান অবদা ম্যাচ পুরষ্কার উপজেলা চেয়ারম্যান আবু তাহের ...

বানিয়াচঙ্গের নাছিম আলী কাজের সন্ধানে যশোহর গিয়ে নিখোজ

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপির যাত্রাপাশা কান্দিপাড়া হাটি’র অতি দরিদ্র নাছিম আলী কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজশাহী অঞ্চলে গিয়ে নিখোজ হয়েছে বলে প্রকাশ। জানাযায় নাছিম আলী সহ অত্র এলাকার ৩০/৩৫ লোকের সাথে সাড়ে চার মাস পূর্বে কর্মসংস্থানের উদ্দেশ্যে যশোহরের বাহাদুর পুর গ্রামে গিয়েছিল। সেখানে যাওয়ার এক মাস পর সঙ্গীয়দের থেকে নিখোজ হয়ে যায়। সঙ্গীয় মন্দরী গ্রামের তার ভাগিনা আলী নওয়াজ (০১৭৩৫৩০৯৮৭৮) বহু খুজাখোজি করেও তাহার কোন সন্ধান পায়নি বলে তার স্ত্রী মুরসেদা বেগম জানিয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানায় একটি জিডি করা হয়েছে। তাহার কোন সন্ধান পেলে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ০১৭১৮২২৩১৬৮ নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

চুনারুঘাটে শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের চুনারুঘাট বাজারস্থ অফিসে জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্টিত হয়। জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোঃ রহম আলীকে আহ্বায়ক, মোঃ আব্দুল হামিদ ও আব্দুল মান্নানকে যুগ্ম আহ্বায়ক এবং খালেদ তরফদারকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ চুনারুঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি রেবা চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেনসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পিদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডর উদ্দ্যেগে নবাগত প্রশিক্ষন ২০১৪ অনুষ্ঠিত.

বজ্ঞপ্তি ॥ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর উদ্দ্যোগে নবাগত প্রশিক্ষন ২০১৪ অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট শাখার উদ্যোগে সারাদিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মসূচী চলে। গত শনিবার সকাল ১০ টায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উদ্যোগে চুনারুঘাট শাখা অফিস কর্তৃক আয়োজিত কর্মকর্তাদের নিয়ে এক উন্নয়ন সভার আয়োজন করা হয়। শায়েস্তাগঞ্জ ইনচার্জ সাজিদুর রহমান এমরান এর সভাপত্বিতে ও চুনারুঘাট বিসিও ইনর্চাজ ফারুক মিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জোন ইনচার্জ সাবজুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রুপন, শিপন খান ও বীমা কোম্পানীর শামীম আহমেদ, দীপা রানী, পূর্ণিমা সূত্রধর, আনোয়ারা বেগম, রিনা বেগম, ফাতেহা, আছিয়া ও লিপি আক্তার প্রমুখ। সভায় জীবন বীমার সুফল ও প্রয়োজনীয়তা সর্ম্পকে আলোচনা করা হয়। ৭০ জন ...

মাধবপুরে বাস চাপায় এক ব্যক্তি নিহত

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে দ্রুতগামী বাসের চাপায় দুলাল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে উপজেলার খড়কি গ্রামের মস্তু মিয়ার ছেলে দুলাল মিয়া রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (নং- ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭২) চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় জনতা বাসটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

বোনের বাড়ী থেকে ফেরার পথে ভাই নিহত

মাধবপুর প্রতিনিধি ॥ বোনের বাড়ি বেড়ানো শেষে নিজ বাড়ি যাওয়া হলো না রেনু মিয়ার। এর আগেই ঘাতক বাস তার প্রাণ কেড়ে নেয়। শনিবার বিকেল সাড়ে ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ খড়কী গ্রামের মস্তু মিয়ার ছেলে রেনু মিয়া (৪০) সকালে তার স্ত্রী ও ছেলেকে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে  চিকিৎসা করিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে তিনি নিজে বেজুড়া গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান।  বেড়ানো শেষে নিজ বাড়িতে যাওয়ার জন্য বেজুড়া বাসস্ট্যান্ডে গিয়ে রাস্তা পারাপারের সময় সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭২৭২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। জনতা বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। ...

নবীগঞ্জ-সাকুয়া-শেরপুর সড়ক মরণ ফাঁদ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-সাকুয়া-শেরপুর সড়কটি প্রায় ২ বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৮ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৫ কিলোমিটার সড়ক ভেঙ্গে খানা-খন্দকে এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন প্রয়োজনের তাগিদে জীবনের ঝুকিঁ নিয়ে ওই সড়কে নানা ধরনের যানবাহনে যাতায়াত করে আসছেন। প্রায় প্রতিদিন ওই সড়কে রিক্সাসহ বিভিন্ন যানবাহন উল্টে ছোটখাটো দূর্ঘটনা ঘটছে। যে কোন সময় মারাত্মক দূর্ঘটনার আশংকা রয়েছে ওই সড়কে। কিন্ত কর্তৃপক্ষ অবহেলিত এলাকার ওই সড়কটি মেরামতের বিষয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা সদরের সাথে করগাওঁ ইউনিয়নের জনসাধারণসহ নদী পথে সাকুয়া নৌ-ঘাট থেকে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম), বানিয়াচং, নেত্রকোনা, কিশোরগঞ্জ, আজমিরীগঞ্জ এবং জামালপুর জেলা ও উপজেলার ...

চুনারুঘাট পৌর শহরের পূর্ব বড়াইল গাং পারের রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন করছেন পৌর মেয়র

চুনারুঘাট পৌর শহরের পূর্ব বড়াইল গাং পারের রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন করছেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী। তিনি গত শনিবার সকালে এ কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল খালেক আলাই মিয়া, মোঃ ফরিদ মিয়া, শাহনেওয়াজ, ওয়াহিদুল ইসলাম ও ঠিকাদার তাজুল ইসলাম। ৩ লাখ ২২ হাজার টাকা ব্যায়ে চুনারুঘাট পৌর সভার অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। ছবি- প্রথম সেবা।

৭ বোতল বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৭ বোতল বিয়ার ও ২টি ভটকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার চন্দনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের দিলু মিয়ার পুত্র ইমরান ও একই গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে বাবুল মিয়া। জানা যায়, ওই উপজেলার বিলপাড় গ্রামের দিলু মিয়ার পুত্র ইমরান ও শহিদ মিয়ার ছেলে বাবুল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত। গতকাল শনিবার উল্লেখিত পরিমান মাদক দ্রব্য নিয়ে বাজারে বিক্রি করতে বের হলে হয়। এ সময় গোপন ে এরপর পৃষ্ঠা-৩ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লেখিত পরিমাণ মাদক দ্রব্যসহ তাদেরকে আটক করা হয়।

শিশু বাচ্চাকে পিতার কাছ থেকে বাঁচাতে মা নির্যাতিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের পল্লীতে এক শিশু বাচ্চাকে পিতাসহ অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ওই শিশুর মা নির্যাতন ও মারধোরের শিকার হয়েছেন। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গংগানগর      ে এরপর পৃষ্ঠা-৩ গ্রামের মৃত মোমিন আলীর মেয়ে ফরিদা আক্তারের ে এরপর পৃষ্ঠা-৩ শিশু বাচ্চা রিয়ান (১৯ মাস)কে তার পিতা ইনাতাবাদ গ্রামের আব্দুল মনাফের ছেলে মহরম আলীসহ একদল লোক জোরপূর্বক অপহরণ করতে ফরিদার পিত্রালয়ে যায়। এ সময় গৃহবধু ফরিদা আক্তার বাঁধা দিলে তার স্বামী মহরম আলীসহ একদল লোক ফরিদা আক্তারকে মারধোর করে এবং নির্যাতন চালায়। ফরিদা আক্তারের শোর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে পাষন্ড স্বামী মহরম আলী ও তার লোকজন পালিয়ে যায়।

১শ ঘনফুট সেগুন কাঠ আটক অতঃপর….

স্টাফ রিপোর্টার ॥ চন্দন বাড়ী ও রেমা বনবিট থেকে পাচারকৃত কাঠ রেমা বনবিট কর্মকর্তা আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে রেমা বনবিট সংলগ্ন এলাকায় প্রায় ১শ ঘনফুট সেগুন কাঠ আটক করেন। পরে বিট অফিসার আব্দুল কাদির সকল কাঠের সিজার তালিকা না করে এর বৃহৎ অংশ স্থানীয় কাঠ ব্যবসায়ী শফিক মিয়া, সানু মিয়া, ইদ্রিছ আলী, আফজাল, আব্দুল হাই, আব্দুর রহিম ও আব্দুল খালেক নামে জনৈক ব্যক্তিদের কাছে বিক্রি করে দেন বলে জানা যায়।

হবিগঞ্জে রাত ১২টার পর ঘুরাফেরা নিষিদ্ধ…

 হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকা, বানিয়াচঙ্গ উপজেলা সদর ও চুনারুঘাট পৌর এলাকায় রাত ১২টার পর লোকজনের অযথা ঘোরাফেরা ও আড্ডা দেয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দোকানপাট বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়।শনিবার রাত ১২ টার পর শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে দাউদনগর বাজার, কলিমনগর, অলিপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান শেষে   এ ঘোষণা দেন।বানিয়াচঙ্গ সদরে রাত ১২টার পর ঘোরাফেরা নিষিদ্ধ ও দোকানপাট বন্ধ রাখাসহ আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে কাগজপত্র বিহীন মোটর সাইকেলের কাগজপত্র হালনাগাদ করার জন্য মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী পুলিশের পক্ষে সাংবাদিকদের কাছে প্রেস বিজ্ঞপ্তি সরবরাহ করে এই নিদের্শনা দেন।প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়- বিশেষ কারণ ব্যতিত যারা রাত ১২টার পর রাস্তার পাশে কিংবা কোনো ...

নেইমার ঝলকে বার্সেলোনার জয়..

লা লিগার ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার ও বার্সেলোনার প্রাণভোমরা নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দলের পক্ষে দুটি গোলই করেছেন নেইমার।নেইমারের করা দুটি গোলেরই যোগানদাতা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।গতকাল রাতে ম্যাচটা বার্সার ঘরের মাঠ ক্যাম্প নউয়ে হলেও হলুদ আর লাল দাগের ‘অ্যাওয়ে জার্সি’ পরে খেলতে নামে বার্সেলোনা। কাতালুনিয়া প্রদেশের স্বাধীনতার সমর্থনে তাদের পতাকার রঙে তৈরি জার্সি পরেছিল মেসিরা। স্টেডিয়ামে উপস্থিত বার্সেলোনার সমর্থকদেরও হতাশ হতে হয়নি।ম্যাচটিতে জয় পেলেও প্রথম গোল পেতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম শুরু থেকে নেইমারকে খেলাননি কোচ লুইস এনরিখ। ফলে প্রথমার্ধে ধারালো কোন আক্রমণই রচনা করতে পারেনি বার্সার তারকারা। ম্যাচের ৪১ মিনিটে মেসি সহজ একটি সুযোগ ...

মদিনায় আরো এক মহিলা হজ যাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া বাংলাদেশি আরো এক হজযাত্রী মারা গেছেন। বুধবার মদিনায় ফিরোজা খাতুন (৬৫) নামের ওই বাংলাদেশি নারী হজযাত্রী মারা যান। তার বাড়ি নওগাঁর পোরশা থানায়।এ নিয়ে দুই নারীসহ হজ করতে যাওয়া বাংলাদেশি পাঁচ হজযাত্রী মারা গেলেন।এর আগে যে চারজন মারা গেছেন তারা হলেন-ঢাকার খিলক্ষেতের সাহাব উদ্দিন মিয়া (৬৯), পিরোজপুরের শাহজাহান শিকদার (৭১), ফেনীর আবদুল সালাম (৭৭) ও চাঁপাইনবাবগঞ্জের মাসুদা খাতুন (৮২)।উল্লেখ্য, এবারের হজে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৮২২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে বাংলাদেশ থেকে এবারের হজে ৯৮ হাজার ৬৮৩ জন হজ পালন করতে যাবার কথা রয়েছে।

সিলেট শাহজালাল (র.)বার্ষিক ওরস সোম ও মঙ্গলবার..

হযরত শাহজালাল (র.) মাজারের ৬৯৫তম বার্ষিক ওরস আগামী ১৯ ও ২০ জিলক্বদ মোতাবেক ১৫ ও ১৬ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কর্তৃপক্ষ।ওরস পালনের কর্মসূচির মধ্যে ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব থেকে পশু জবাই, ১৫ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো।রাতে শব্বিনা খতম, কোরান খানি ও রাত দুইটা পর্যন্ত জিকির আজকার। এরপর ভক্তিমূলক গজল, রাত তিনটায় আখেরি মোনাজাত শেষে ১৬ সেপ্টেম্বর ভোরে শিরনি বিতরণ করা হবে।  ওরসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।এছাড়া পুলিশের পক্ষ থেকেও আলাদাভাবে আরো ৫/৬টি সিসি ক্যামেরা বসানো হবে। থাকবে মাজার কর্তৃপক্ষের আড়াই হাজার নিরাপত্তা কর্মী। সেই সঙ্গে তাৎক্ষণিক চিকিৎসা ...

বাহুবল মডেল প্রেস ক্লাবের সেক্রেটারীর মা আর নেই…

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম শামছুদ্দিনের আম্মা শনিবার বেলা সাড়ে ৪ টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাৎক্ষনিক শোক প্রকাশ করেছেন করাঙ্গী নিউজ পরিবার। তারা মরহুমার আত্নার মাগফেরাত কামনা করে পরিবারকে শোক কাটিয়ে উঠার তৈফিক কামনা করেছেন