চুনারুঘাটের ২৫ যুবকের হদিস নেই

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচার হওয়া ২৫ যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তাদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন সময়ে মালয়েশিয়া পাচার করা হয়েছিল। তাদের পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম। স্বপ্নের দেশ মালয়েশিয়ার পথে বের হলেও আজও তারা নিরুদ্দেশ। যে ২৫ জনের খোঁজ নেই তারা হলেন- গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের সুলেমান মিয়ার পুত্র আবদুল বাছির (২১), সুন্দর আলীর পুত্র জামাল (২৫), বাল্লা গ্রামের মরফত উল্লাহর পুত্র মতলিব মিয়া (৩৫), আশরাফ উল্লাহর পুত্র সেলু মিয়া (২১), জমির আলীর পুত্র লাভলু মিয়া, গোবরখলা গ্রামের মজিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (২১), খেলু মিয়ার পুত্র গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাসকৃত রাসেল মিয়া, আঞ্জব আলীর পুত্র গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস মুকতাজিল, দিলু মিয়ার পুত্র জসিম (২২), দিঘীরপাড় গ্রামের আবদুল হাইয়ের পুত্র জসিম (২৫), গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের ময়না মিয়া (২৩), বড়জুস গ্রামের সাইফুল মিয়া (২১) উল্লেখযোগ্য। তারা দালালের খপ্পরে পড়ে উচ্চাবিলাস ও দ্রুত বড় লোক হওয়ার আশায় মালয়েশিয়ায় উদ্দেশ্যে পাড়ি জমায়। তাদের ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত  তাদের পরিবার বা কেউ জানতে পারেননি। এদিকে ১৯ মে হবিগঞ্জে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে সাইফুল ইসলাম দুলাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন উপজেলার বগাডুবি গ্রামের সাব্বির খানের কন্যা শিউলি আক্তার। তাকে একই গ্রামের সাইফুল ইসলাম দুলাল নামে এক ব্যক্তি পাচারের চেষ্টা করেছিল। তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়ে আর ফিরে আসেনি। এখন তারা কোথায় কি অবস্থায় আছে তাও জানেন না কেউ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *