চুনারুঘাটে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কমিটিতে প্রবাসীর নাম

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কমিটি গঠনে যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সৎ, ন্যায় ও নিষ্টাবান শিক্ষিত গন্যমান্য মিডিয়া ব্যক্তিত্বসহ অনেকই এ কমিটি থেকে বাদ পড়েছেন। এর ফলে এলাকায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করেছে। পুলিশ বলেতো কথা তাই কমিউনিটি পুলিশিং কমিটি নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অপরাধ দমনে থানা পুলিশ কাজ করে মাঠে, আর নিয়ন্ত্রনে আনতে এখন দ্বিতীয় ফের গঠন করা হচ্ছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। হঠাৎ করে ইদানিং পুলিশিং কমিটি গঠন করতে উপজেলার ইউনিয়ন গুলোতে পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়ে প্রত্যেক ওর্য়াড কমিটি অনুমোদন করেন এবং এসময় ইউনিয়ন কমিটি গঠন করা হয়। লক্ষ্য করা গেছে অনেকেই অনু-উপস্থিত থেকে এবং প্রবাসে থেকেও কমিটিতে অন্তরভুক্ত হয়েছেন। কোন কোন কমিটিতে বিএনপি ও জামায়াতের কর্মী এবং ছাত্রদলের নেতা কর্মীদেরকে ও অন্তরভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন অভিযোগ শোনা যাচেছ। এতে সাংবাদিক, শিক্ষক তথা সুশীল সমাজকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অনেকেই ধারনা করছেন। এ বিষয়ে উর্ধ্বদন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে স্থানীয় সচেতন মহল মনে করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *