চুনারুঘাটে মানব পাচারকারীরা সক্রিয় বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা ও যুবতী মেয়ের বিনা খরচে বিদেশে পাঠানো প্রলোভন

স্টাফ রিপোর্টার য় চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানব পাচারকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। সৌদি আরব ও দুবাই লোক পাঠানোর নামে পুরুষ ও মহিলাদের নাম ঠিকানা সংগ্রহ করছে। মহিলাদের সৌদি আরব গিয়ে কাজ করে ভিসা ও টিকেটের টাকা দিবেন এই প্রলোভন দিয়ে মানব পাচার চলছে। এক শ্রেণির বিদেশ পাঠানোর দালাল চুনারুঘাটের নরপতি, শ্রীকুঠা, দুর্গাপুর, রানীগাঁও, আমরোড, আসামপাড়া, জারুলিয়া, বাসুলা ও শাকির মোহাম্মদ এলাকায় গ্রামে গ্রামে প্রবেশ করে স্বামী পরিত্যক্ত বিধবা মহিলা ও যুবতী মেয়েদের প্রলোভন দেখিয়ে মানব পাচারের ফাঁদে ফেলছে। শুধু মানব পাচারই নয়। সুযোগ বুঝে ওই মহিলাদের দেশ ও বিদেশ নিয়ে অনৈতিক কাজে বাধ্য করছে। পরে তারা গরু ও বিটে বাড়ি বিক্রি করে দেশে আসছে। প্রতিনিয়ত প্রতারনার শিকার হয়ে নিঃস্ব হচ্ছে অসহায় মানুষগুলো। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অনেকেই ওইসব দালালদের চিনেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না। ফলে তারা তাদের কর্মকান্ড চালিয়ে যান। সম্প্রতি মানব পাচারের অভিযোগে আব্দুল আলী (৪০) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ও এসআই হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *