জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন না নিয়ে বহমান খোয়াই নদী ভরাট চলছে নদী ভাঙ্গনসহ বড় ধরণের দূর্ঘটনার আশংকা ॥ নদী ভাঙ্গনসহ বড় ধরণের দূর্ঘটনার আশংকা

6555আব্দুল হালীম/মোতাব্বির হোসেন কাজল য় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন অনুমোদন না নিয়ে বহমান খোয়াই নদী ভরাট করছে একটি প্রতিষ্ঠান। ভারী যন্ত্রপাতি নিতে নদী ভরাট কাজ চালিয়ে যাচ্ছে দিনরাত। তাছাড়া নদীর পানি প্রবাহ রোধ ও নদী ভরাট সম্পূর্ণ নিষেধ থাকলেও প্রশাসন যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চলছে এ কাজগুলো। ফলে যে কোন সময় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদীর বাধ ভেঙ্গে বিপুল ক্ষয়ক্ষতির আশংকা করছে পাউবো ও স্থানীয়রা। এমনকি মহাসড়কের নতুন ব্রীজ ভেঙ্গে যে কোন সময় সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশংকা করছে সংশ্লিস্ট বিভাগ ও স্থানীয়রা। জানা যায়, রাজধানী উত্তরার এভান্ট লজিষ্টিকস লিমিটেড নামে একটি পরিবহন প্রতিষ্ঠান শেরপুর থেকে শাহজীবাজারে নির্মানাধীন ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত প্রকল্পে গ্যাস টারবাইন ও জেনারেটর পরিবহনের কাজ পায়। ২২০ টন ওজনের ওই যন্ত্রপাতি নিতে তারা শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর নতুন ব্রীজটি বাধা বলে মনে করে। এ প্রেক্ষিতে ব্রীজের অদূরে নদী ভরাট করে ভারী যন্ত্রপাতি নেয়ার জন্য ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্র প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম গত ৭ এপ্রিল এবং এভান্ট লজিস্টিক লিমিটেড গত ১২ এপ্রিল পাউবোর সিলেটের প্রধান প্রকৌশলীর বরাবরে দুটি পৃথক আবেদন করে। এতে উল্লেখ করা হয় তাদের মালামাল নেয়ার কাজ আগামী অক্টোবর পর্যন্ত চলবে। এদিকে পাউবোর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী গত ১৫ এপ্রিল প্রধান প্রকৌশলীর বরাবরে এক চিঠিতে জানান, খোয়াই নদীতে মে-জুন মাসেও বন্যা হওয়ার নজির রয়েছে। তাই একটি কারিগরি কমিটির গঠন করে এর সম্ভাব্যতা যাচাই প্রয়োজন। ইতোমধ্যে গত ৬ মে পাউবোর ডিজাইন সার্কেল-১ এর তত্বাবধায়ক প্রকৌশলী হারুন উর রশীদকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। গত ১৩মে ওই কমিটি সরেজমিন পরিদর্শন করেন। তারা ৯টি নির্দেশনা দিয়ে গত ১৭মে পাউবোর উর্ধতন কর্মকর্তার বরাবরে প্রেরন করেন। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান পাউবো’র কোন অনুমতি বা নির্দেশনা গ্রহন না করেই গত ১৮ এপ্রিল থেকে নদী ভরাট ও বল্লি (খুটি) স্থাপনের কাজ শুরু করে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, খোয়াই নদীর এক তীর থেকে অন্য তীরের দূরত্ব ১৭৩ মিটার। বর্তমানে পানি প্রবাহ হচ্ছে ৮২ মিটার স্থান জুড়ে। বর্ষা কিংবা আকষ্মিক বন্যা দেখা দিলে দুই তীর প্লাবিত হয়ে পড়ে। এভান্ট লজিষ্টিক লিমিটেড মাত্র নদীতে ৯মিটার পানি প্রবাহের স্থান রেখে পুরো নদীই ভরাট করে ফেলছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, কমিটির নির্দেশনা মোতাবেক ৯মিটার উচ্চতা সম্পন্ন বল্লি দিয়ে রাস্তা নির্মান করা হলে আকষ্মিক বন্যায় দুই তীর কিছুটা রক্ষা পাবে। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ৯ মিটারের স্থলে ১১ মিটার উচ্চতায় বল্লি স্থাপন ও মাটি ভরাটের কাজ করায় খোয়াই নদী এখন হবিগঞ্জ ও চুনারুঘাট উপজেলা হুমকীর মুখে পড়েছে। তিনি গত ৯ বছরের খোয়াই নদীতে বন্যার সময় ও পানি প্রবাহের উচ্চতা পর্যালোচনা করে বলেন, উজানে (ভারতে) ভারি বৃষ্টিপাত হলে ওইপাড়ের খোয়াই মহকুমার ২০ কিলো মিটার দূরে স্থাপিত ব্যারেজ খুলে দেয়া হয়। এতে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোন সময় মারাত্বক বন্যার আশংকা থাকে। ওই সময়ে প্রচন্ড খর¯্রােতা এই নদীর পানি বিপদ সীমার প্রায় আড়াই থেকে তিন মিটার পর্যন্ত প্রবাহিত হয়। উল্লেখিত সময়ে বন্যা দেখা দিলে নদীতে নির্মানাধীন সড়কের উজানে চুনারুঘাট উপজেলা শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ হুমকীর মধ্যে পড়বে। একই সাথে ঢাকা সিলেট মহাসড়ক বিধ্বস্থ হবে। তিনি বলেন এক্ষেত্রে পিডিবি পাউবোর সাথে চুক্তি করার কথা। তার জানা মতে এ পর্যন্ত কোন চুক্তি হয়নি । এ ব্যাপারে এভান্ট লজিষ্টিকসের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মসিউর রহমান বলেন আমরা অনুমোদন নিয়ে কাজ করছি। আশুগঞ্জ থেকে মাল পরিবহন করতে দুটি নদী ভরাট করতে হয়। তাই শেরপুর হয়ে মালামাল শাহজিবাজারে নেওয়া হলে মাত্র খোয়াই নদী ভরাট করতে হয়। তিনি জানান আগামী ৬/৭ মাস পর্যন্ত মালামাল আনা নেওয়া চলবে। তবে তিনি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারেননি। শাহজীবাজার বিদ্যুত প্রকল্পের ব্যবস্থাপক আজহারুল ইসলাম বলেন নদী ভরাটের অনুমোদন নেয়া হয়েছে কিনা তার জানা নেই। পাউবো এ সংক্রান্ত কোন চিঠিও দেয়নি। তিনি আরো জানান এ প্রকল্পে ২ হাজার ৮৮০ কোটি টাকা ব্যয় হবে। যা আগামী ২০১৭ সালে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, নদী ভরাট ও পানি প্রবাহ বন্ধ করে ব্রীজ নির্মান করছে, এ সম্পর্কে আমাদের কোন তথ্য নেই। কারা করছে, কেন করছে, কিসের জন্য করছে তা সম্পর্কে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কিছুই জানে না। এদিকে বিষয়টি দেখতে এবং কোন নির্দেশনা ছাড়া কাজ করায় ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেন। নির্দেশ পেয়ে আরডিসি মোঃ নুরুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তন্ময় ইসলাম। এ সময় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের পরিচালক মোঃ নুরুজ্জামান। স্থানীয়রা জানান, এখন বর্ষাকাল। যে কোন সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *