নবীগঞ্জের আলোচিত রুমেনা হত্যাকান্ড ॥ ময়না তদন্তে ডাক্তারদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলোচিত রুমেনা বেমগ ও তার দুই সন্তানের হত্যার ঘটনায় লাশ পুনরায় সিলেট মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন নিহতের স্বজনরা। গত শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবী জানানো হয়। নিহত রুমেনার চাচা আশুক মিয়া লিখিত বক্তব্যে জানান, গত ২২ মার্চ নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর গ্রামে গৃহবধূ আমেনা খাতুন ও তার দুই সন্তান হত্যাকান্ডের শিকার হন। ২০০২ সালে একই গ্রামের ফরিদ মিয়ার নিকট বিয়ে দেন তার ভাতিজি রুমেনাকে। বিয়ের পর থেকেই তার স্বামীর স্বভাব চরিত্র ভাল ছিল না। সে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। ঘটনার দিন ভোরে রুমেনার দেবর সাহাব উদ্দিন তাকে ফোন করে জানায়, রুমেনা তার ছেলে ও মেয়েকে খুন করেছেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে দেখতে পান তার ভাতিজিল লাশ গাছে ঝুলে রয়েছে। তখন তাদের সন্দেহ হয। তার বিশ্বাস তার স্বামীর অবৈধ কাজে বাধা দেয়ায় স্বামী তাকে ও সন্তানদের হত্যা করেছে। এ ব্যাপারে তিনি স্বামী ফরিদ মিয়া সহ ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, মামলার শুরু থেকেই তদন্তকারী কর্মকর্তা প্রতিপক্ষের নিকট থেকে ঘুষ গ্রহন করে মামলাটি ভিন্নখাতে দেয়ার জন্য অপচেষ্টা চালিয়ে আসছে। এ জন্য তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আশিকুল ইসলাম সুরুতহাল রিপোর্ট সঠিকভাবে করেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা তড়িঘড়ি করে ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করে মামলার চুড়ান্ত রিপোর্ট দেয়ার প্রস্তুতি গ্রহন করছে। ওই পরিস্থিতিতে তিনি গত ২০ এপ্রিল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেডিকেল কলেজের মাধ্যমে পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন। এ প্রেক্ষিতে ২৬ এপ্রিল আদালত তা গ্রহন করে কবর থেকে লাশ উত্তোলন করে ভিন্ন ডাক্তার দিয়ে ময়না তদন্ত সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। সে অনুযায়ী গত ২৭ মে রুমেনার লাশ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে প্রেরণ করা হয়। লাশটি সিভিল সার্জন সিলেটে প্রেরনের ব্যবস্থা নিলে হাসপাতালের আরএমও মহসিন করিম ও ডাঃ দেবাশীষ দাশ আপত্তি করেন। পরে পুনরায় তাদের মাধ্যমেই ময়নাতদন্ত শেষে করেন যে কারনে মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি দাবী করেন সিলেট ময়না তদন্ত রিপোর্টে যাই আসবে তা তিনি মাথা পেতে নেবেন। তার ধারনা আরএমও ও ডাঃ দেবাশীষ প্রতিপক্ষের কাছ থেকে কয়েক লাখ টাকা ঘুষ গ্রহন করে সঠিক রিপোর্ট তৈরী করেননি। তিনি মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে ময়না তদন্ত রিপোর্ট সিলেট মেডিকেল কলেজে করার জন্য দাবী জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *