পৌরসভা ও ইউপি নির্বাচন আগামী বছরের শুরুতে

প্রথম সেবা ডেস্ক ॥ আগামী বছরের শুরুতে ২৬১ পৌরসভা ও সারা দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের জন্য আসন্ন বাজেটে সরকারের কাছে ইসির পক্ষ থেকে ৭০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে। ইসি সুএে জানা গেছে, মেয়াদ শেষ হওয়ার কারনে চলতি বছরের অক্টোবর থেকে শতাধিক ইউনিয়ন পরিষদ ও নভেম্বর থেকে সারা দেশের ২৬১ পৌরসভায় নির্বাচন করার সময় এসে যাবে। এক্ষেএে কমিশন আগামী বছরের শুরু থেকে এসব নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এজন্য আগামী বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে। ইসি এজন্য অর্থ বিবাগকে চিঠি দিয়েছে। এছাড়া ২১৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বাজেট ধরা হয়েছে ৬৭৫ কোটি টাকা, পৌরসভা নির্বাচনের জন্য ১০০ কোটি টাকা ও অন্যান্য নির্বাচনের জন্য সম্ভাব্য বাজেট ২৫ কোটি টাকা ধরা হয়েছে বলে জানিয়েছে একটি সুএ। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। নভেম্বরে নির্বাচন উপযোগী হচ্ছে পৌরসভার এদিকে ইসিকে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের ফেব্র“য়ারির মধ্যে সারা দেশে ২৬১ পৌরসভায় নির্বাচন করতে হবে। মোট ৩১৭ পৌরসভার মধ্যে নভেম্বর থেকেই ২৬১ পৌরসভা নির্বাচন করার উপযোগী হবে বলে জানিয়েছে ইসি। ২০১১ সালের জানুয়ারিতে এসব পৌরসভায় নির্বাচন হয়েছিল। এসব পৌরসভায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ফেব্র“য়ারির প্রথম ও দ্বিতীয় সপ্তাহে। সে হিসাব অনুযায়ী পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। অক্টোবরে নির্বাচন উপযোগী হচ্ছে ইউপি। অপরদিকে চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের জুনের মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্নের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *