বাংলাদেশের চাই গরু, ভারতের দাবী ইলিশ

স্টাফ রিপোর্টার য় বাংলাদেশের গোশত ব্যবসায়ী সমিতি দাবি করছে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়ার। তারা বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদকেও অনুরোধ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গরু আমদানির বিষয়টি তুলে ধরার জন্য। অন্যদিকে কোলকাতার মৎস্য ব্যবসায়ীরা দিলির কাছে দাবি করেছে বাংলাদেশ থেকে ইলিশ যাতে ভারতে আসতে পারে তার ব্যবস্থা করার। কোলকাতার মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা অতুল চন্দ্র দাস জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় যাতে ইলিশের প্রসঙ্গটি তুলে ধরেন। এর জন্য তারা রাজ্য সরকারের মাধ্যমে দিলিতে স্মারকলিপিও পাঠিয়েছেন। উলেখ্য, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশে গরু আসার উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন। অন্যদিকে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাংলাদেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইলিশের ওপর। বাজারে হু হু করে বাড়ছে গরুর গোশতের দাম। দুই আড়াই মাসের ব্যবধানে কেজি প্রতি মাংসের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। ভবিষ্যতে এ দাম আরো বাড়তে পারে। বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে গত ১৯ মে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে গোশত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভারত থেকে গরু আমদানির বিষয়টি উত্থাপন করা হলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই বিষয়টি নিয়ে গোশত ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক হবে। কিন্তু এক সপ্তাহের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি। এদিকে মোদির বাংলাদেশ সময় সফরের সময়ও ঘনিয়ে আসছে। আগেভাগে দ্বিপক্ষীয় আলোচনার বিষয় বস্তুতে ভারত থেকে গরু আমদানির বিষয়টি অন্তর্ভুক্ত করা না হলে এ বিষয়টি সহজে নিষ্পত্তি হবে না। পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, জামাই ষষ্ঠিতে আমরা বাংলাদেশের কাছে ইলিশ চেয়েছিলাম। কিন্তু পাইনি। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রীও বাংলাদেশকে অনুরোধ করেছেন ইলিশের জন্য। এবার আমরা আশা করছি কোলকাতায় ইলিশ পাব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *